ডানকুনি, 29 সেপ্টেম্বর: ডানকুনিতে হকারদের রেল অবরোধের জেরে (Rail Blockade) বুধবার রাতের দিকে ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয় । বর্ধমান কর্ড শাখায় ভোগান্তিতে পড়ে নিত্য যাত্রীরা । আরপিএফের গাড়ি ও অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে হকারদের বিরুদ্ধে । পাল্টা আরপিএফের বিরুদ্ধে মারধরের অভিযোগে সরব হকাররা ।
দফায় দফায় হকার বিক্ষোভের জেরে (Hawkers protest) বুধবার উত্তপ্ত হয়ে ওঠে ডানকুনি স্টেশন চত্বর (Dankuni Station) । সকালে একজন হকারকে আরপিএফের আটক করাকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয় । তাদের অভিযোগ, সেই হকারকে জরিমানার পাশাপাশি হেনস্তাও করা হয় । আরপিএফের তরফে । এরপরই হকার ইউনিয়নের নেতাকর্মীরা ডানকুনি স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন (situation unrest) ।
হকার ইউনিয়নের কর্মীরা আরপিএফ সহায়তা কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে । বুধবার সন্ধ্যায় আবারও আরপিএফের অত্যাচারের বিরুদ্ধে হকাররা বিক্ষোভে নামে । হকার ইউনিয়নের কর্মীরা রেল লাইনের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে । ঘটনার জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা ডানকুনি স্টেশন চত্বর ।
রেল ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং বিক্ষোভের মোকাবিলার জন্য প্রচুর আরপিএফ কর্মী মোতায়েন করা হয় ঘটনাস্থলে । প্রায় 2 ঘণ্টা ধরে চলে সেই অবরোধ । অবরোধের ফলে চরম দুর্ভোগে পড়তে হয় রেলযাত্রীদের ৷ অনেকেই গন্তব্যে পৌঁছতে ঘুর পথে, বাসে ও অটোতে যাতায়াত করে ।
অবরোধকারীদের অভিযোগ, ডানকুনি আরপিএফের এক কর্মী হকারকে ধরে নিয়ে গিয়ে দুই হাজার টাকা জরিমানা করে । তারই প্রতিবাদ জানিয়ে গেটের সামনে শান্তি-শৃঙ্খলা সঙ্গে বিক্ষোভ করা হয় । তখনই মারধর করা হয় হকারদের । তাতে আহত হয়ে বেশ কয়েকজন । তারা কেউ ভাঙচুর করেনি ।
আরও পড়ুন: হুগলিতে বাড়ছে ডেঙ্গি, অজানা জ্বরের মৃত্যু নার্সের
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার হাওড়া ডিভিশন অসীম মণ্ডল বলেন, "হকারদের অভিযোগ থাকলে সেটা তাঁরা রেলের আধিকারিকের কাছে জানাতে পারবেন । আরপিএফের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তার বিরুদ্ধেও তদন্ত করা হবে । অভিযোগ সত্য হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে । রেলের টিকিট কাউন্টার পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় । আরপিএফের দুজন কর্মী আহত হন ৷ এখনও পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে ।"