ETV Bharat / state

Unnatural Death Of A Woman : পাণ্ডুয়ায় মহিলার অস্বাভাবিক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ - Death Of A Woman In Pandua

পাণ্ডুয়ায় মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায় ৷ অপর্না হালদার (36) নামে ওই মহিলাকে মারধোর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বাপের বাড়ির পকক্ষ থেকে ৷ অভিযোগের তির মহিলার স্বামীর বিরুদ্ধে (Unnatural Death Of A Woman) ৷

Unnatural Death Of A Woman
পাণ্ডুয়ায় মহিলার অস্বাভাবিক মৃত্যু
author img

By

Published : Mar 20, 2022, 11:10 PM IST

পাণ্ডুয়া, 20 মার্চ: মহিলাকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনায় চাঞ্চল্য বেড়ালা কোঁচামালী পঞ্চায়েতের আবাদ পাড়া এলাকায় । মৃত মহিলার নাম অপর্ণা হালদার (36) । পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে অনুমান । তবে মহিলার বাপের বাড়ির পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে (Unnatural Death Of A Woman) ।

মৃত মহিলার বাপের বাড়ির তরফে অভিযোগ, শনিবার রাত্র 9.30 মিনিট নাগাদ হঠাৎই তাদের কাছে খবর আসে অপর্ণা গলায় দড়ি দিয়েছে । তাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার মৃতদেহ ময়না তদন্তে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ । রবিবার মৃতদেহ দেখতে থানায় আসে মৃতের পরিবার । সেই সময় তাঁরা দেখেন অপর্ণার চোখে কালো দাগ, শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে । এরপরই মৃতের বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী প্রকাশ হালদার সহ শ্বশুরবাড়ির পরিবারের একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হরিশচন্দ্রপুরে

পুলিশ সূত্রে খবর, মৃতার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই মহিলার স্বামীকে আটক করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে । এই প্রসঙ্গেই, মৃতার ভাই অমিত বিশ্বাস বলেন, ‘‘বোনকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ।’’ প্রকাশ হালদারের পিসতুতো দাদা সরজিৎ মল্লিক বলেন, ‘‘শনিবার রাতে কী হয়েছিল তা বলতে পারব না । তবে দোলের দিন বাড়ির মধ্যেই প্রকাশ বন্ধু-বান্ধবদের সঙ্গে মদ্যপান করছিল । সেই সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । তবে প্রকাশ শ্বশুরবাড়িতে পাঁচ লাখ টাকা ধার দিয়েছিল তা নিয়েও অশান্তি হতে পারে । আর সেই অপমানে হয়ত বৌদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে (Police Arrest Husband) ।’’

সূত্রের খবর, 17 বছর আগে কোন্নগর কানাইপুরের অপর্নার সঙ্গে বিয়ে হয়েছিল আবাদপাড়ার প্রকাশ হালদারের । পেশায় ইঞ্জিনিয়ার প্রকাশ হালদার । তাদের একটি 16 বছরের এক মেয়ে আছে (Allegations Against Ausband) ।

পাণ্ডুয়া, 20 মার্চ: মহিলাকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনায় চাঞ্চল্য বেড়ালা কোঁচামালী পঞ্চায়েতের আবাদ পাড়া এলাকায় । মৃত মহিলার নাম অপর্ণা হালদার (36) । পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে অনুমান । তবে মহিলার বাপের বাড়ির পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে (Unnatural Death Of A Woman) ।

মৃত মহিলার বাপের বাড়ির তরফে অভিযোগ, শনিবার রাত্র 9.30 মিনিট নাগাদ হঠাৎই তাদের কাছে খবর আসে অপর্ণা গলায় দড়ি দিয়েছে । তাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার মৃতদেহ ময়না তদন্তে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ । রবিবার মৃতদেহ দেখতে থানায় আসে মৃতের পরিবার । সেই সময় তাঁরা দেখেন অপর্ণার চোখে কালো দাগ, শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে । এরপরই মৃতের বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী প্রকাশ হালদার সহ শ্বশুরবাড়ির পরিবারের একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হরিশচন্দ্রপুরে

পুলিশ সূত্রে খবর, মৃতার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই মহিলার স্বামীকে আটক করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে । এই প্রসঙ্গেই, মৃতার ভাই অমিত বিশ্বাস বলেন, ‘‘বোনকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ।’’ প্রকাশ হালদারের পিসতুতো দাদা সরজিৎ মল্লিক বলেন, ‘‘শনিবার রাতে কী হয়েছিল তা বলতে পারব না । তবে দোলের দিন বাড়ির মধ্যেই প্রকাশ বন্ধু-বান্ধবদের সঙ্গে মদ্যপান করছিল । সেই সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । তবে প্রকাশ শ্বশুরবাড়িতে পাঁচ লাখ টাকা ধার দিয়েছিল তা নিয়েও অশান্তি হতে পারে । আর সেই অপমানে হয়ত বৌদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে (Police Arrest Husband) ।’’

সূত্রের খবর, 17 বছর আগে কোন্নগর কানাইপুরের অপর্নার সঙ্গে বিয়ে হয়েছিল আবাদপাড়ার প্রকাশ হালদারের । পেশায় ইঞ্জিনিয়ার প্রকাশ হালদার । তাদের একটি 16 বছরের এক মেয়ে আছে (Allegations Against Ausband) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.