ETV Bharat / state

Students Death in Rishra : রিষড়ায় ট্রেনের ধাক্কায় মৃত দ্বাদশ শ্রেণির দুই ছাত্র - রিষড়ায় ট্রেনের ধাক্কায় মৃত দ্বাদশ শ্রেণির দুই ছাত্র

স্কুলে পরীক্ষার পর সন্ধ্যায় বাড়ি ফিরছিল ওই দুই ছাত্র ৷ রেলগেট বন্ধ থাকার সময় পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দু'জন (Two students die in train accident) ।

Students Death
ট্রেনের ধাক্কায় মৃত দ্বাদশ শ্রেণির দুই ছাত্র
author img

By

Published : Dec 18, 2021, 6:37 AM IST

Updated : Dec 18, 2021, 7:03 AM IST

রিষড়া, 18 ডিসেম্বর : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের (Two students die in train accident) । রেহান রাঠি ও কৌস্তভ দাস নামের দু'জনেই নবগ্রাম টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ছাত্র ছিল । রেহানের বাড়ি বাঙুর পার্কে, কৌস্তভ রিষড়া স্টেশন সংলগ্ন আবাসনের বাসিন্দা ।

স্কুলে পরীক্ষার পর সন্ধ্যায় বাড়ি ফিরছিল ওই দুই ছাত্র ৷ বহু যাত্রীই রিষড়া স্টেশন লাগোয়া রেলগেট থেকে কোন্নগরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে রেল লাইন পার করেন । সেখান দিয়েই পার হচ্ছিল রেহান-কৌস্তভও ৷ রেলগেট বন্ধ থাকার সময় পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দু'জন । তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন ।

রিষড়ায় ট্রেনের ধাক্কায় মৃত দ্বাদশ শ্রেণির দুই ছাত্র

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মী ও ছেলের, মানসিক চাপে আত্মহত্যা ?

হাসপাতালে যান রিষড়া পৌরসভার চেয়ারপার্সন বিজয় সাগর মিশ্র । তিনি বলেন, ‘‘আজই পরীক্ষা শেষ হয়েছিল । বন্ধুকে বাড়ি ছাড়তে যাচ্ছিল ৷ সেই সময় দুটি ট্রেনের মাঝে পড়ে মৃত্যু হয় । আমরা খুবই শোকাহত ।’’

রিষড়া, 18 ডিসেম্বর : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের (Two students die in train accident) । রেহান রাঠি ও কৌস্তভ দাস নামের দু'জনেই নবগ্রাম টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ছাত্র ছিল । রেহানের বাড়ি বাঙুর পার্কে, কৌস্তভ রিষড়া স্টেশন সংলগ্ন আবাসনের বাসিন্দা ।

স্কুলে পরীক্ষার পর সন্ধ্যায় বাড়ি ফিরছিল ওই দুই ছাত্র ৷ বহু যাত্রীই রিষড়া স্টেশন লাগোয়া রেলগেট থেকে কোন্নগরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে রেল লাইন পার করেন । সেখান দিয়েই পার হচ্ছিল রেহান-কৌস্তভও ৷ রেলগেট বন্ধ থাকার সময় পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দু'জন । তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন ।

রিষড়ায় ট্রেনের ধাক্কায় মৃত দ্বাদশ শ্রেণির দুই ছাত্র

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মী ও ছেলের, মানসিক চাপে আত্মহত্যা ?

হাসপাতালে যান রিষড়া পৌরসভার চেয়ারপার্সন বিজয় সাগর মিশ্র । তিনি বলেন, ‘‘আজই পরীক্ষা শেষ হয়েছিল । বন্ধুকে বাড়ি ছাড়তে যাচ্ছিল ৷ সেই সময় দুটি ট্রেনের মাঝে পড়ে মৃত্যু হয় । আমরা খুবই শোকাহত ।’’

Last Updated : Dec 18, 2021, 7:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.