ETV Bharat / state

হিন্দমোটরে 7 এম এম পিস্তল-সহ গ্রেপ্তার 2 দুষ্কৃতী - হিন্দমোটরে 2 দুষ্কৃতী গ্রেপ্তার

ধৃতদের কাছ থেকে 7 এম এম পিস্তল ও আট রাউন্ড কার্তুজ ও 2 লিটার তরল মাদক উদ্ধার করেছে পুলিশ । ধৃত দু'জনকেই মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হবে ।

Hind motor
হিন্দমোটরে 7 এম এম পিস্তল-সহ গ্রেপ্তার 2 দুষ্কৃতী
author img

By

Published : Feb 2, 2021, 2:31 PM IST

হিন্দমোটর, 2 ফেব্রুয়ারি : পিস্তল ও কার্তুজ-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ । ধৃতদের নাম কৃষ্ণা ভার্মা ও সনু যাদব । হিন্দমোটর এলাকার ঘটনা ।

সোমবার রাতে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । হিন্দমোটর বিড়লা মোড় ও কোন্নগর আদর্শ নগর থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয় । ধৃত কৃষ্ণা ভার্মার কাছ থেকে একটি 7 এম এম পিস্তল ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । অন্যদিকে, সনু যাদবের কাছ থেকে 2 লিটার তরল মাদক উদ্ধার হয় । ধৃত দু'জনকেই মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হবে ।

পুলিশ সূত্রে খবর, এরা কোনও দুষ্কৃতীমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল । ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ ।

হিন্দমোটর, 2 ফেব্রুয়ারি : পিস্তল ও কার্তুজ-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ । ধৃতদের নাম কৃষ্ণা ভার্মা ও সনু যাদব । হিন্দমোটর এলাকার ঘটনা ।

সোমবার রাতে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । হিন্দমোটর বিড়লা মোড় ও কোন্নগর আদর্শ নগর থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয় । ধৃত কৃষ্ণা ভার্মার কাছ থেকে একটি 7 এম এম পিস্তল ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । অন্যদিকে, সনু যাদবের কাছ থেকে 2 লিটার তরল মাদক উদ্ধার হয় । ধৃত দু'জনকেই মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হবে ।

পুলিশ সূত্রে খবর, এরা কোনও দুষ্কৃতীমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল । ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.