ETV Bharat / state

Boys Drowned: চুঁচুড়ায় ফের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই তরুণ - চুঁচুড়ায় ফের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই তরুণ

গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল দুই কিশোর ৷ তাদের নাম শুভ মাল ও আকাশ সাহা । গঙ্গায় বান আসায় এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল চুঁচুড়া (Boys Drowned) ৷

Boys Drowned news
স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই তরুণ
author img

By

Published : Jul 18, 2022, 1:59 PM IST

চুঁচুড়া, 18 জুলাই: গঙ্গায় স্নান করতে গিয়ে চুঁচুড়ায় জোয়ারের জলে তলিয়ে গেল দুই কিশোর । তাদের নাম শুভ মাল, আকাশ সাহা । আরও চারজন বন্ধুর সঙ্গে স্নান করতে নেমেছিল এই দু'জন (Boys Drowned) । তবে বাকি 4 জনের সকলেই সুরক্ষিত আছে ৷ চুঁচুড়ার তুলোপট্টি ঘাটে রবিবার তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যেকেরই বয়স আঠেরো থেকে উনিশ বছরের মধ্যে।

সুমিত রাজ রাজবংশী, বিজয় সরকার, জয় সরকার, বাবাই দে, শুভ মাল, আকাশ সাহা- এই 6 জন একসঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল বলে খবর ৷ প্রত্যেকেরই বাড়ি মতিবাগান এলাকায় । সেইসময় বান আসে গঙ্গায় । সেই বানের জলে তারা ভেসে যায় । চারজনকে কোনও ভাবে উদ্ধার করা গেলেও দু'জনকে বাঁচানো যায়নি। নিখোঁজ দু'জনের খোঁজে বিশেষ তল্লাশি অভিযানও চালানো হয় । চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী জানিয়েছেন, ত্রিবেনী পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট বোট নিয়ে তল্লাশি চালায় । তবে এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি ।

আরও পড়ুন: গ্রামের পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু 3 নাবালকের

এবছরের মার্চ মাস থেকে চুঁচুড়ার গঙ্গার ঘাট গুলিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছেন প্রায় 20 জন। গঙ্গার ঘাট গুলিকে বিপদজনক ঘোষনা করে নোটিশও টাঙানো হয়েখছে । পাশাপাশি স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভাও । সকলে যাতে সচেতন হয় তার জন্য মাইকিংও করা হচ্ছে নিয়ম করে । তারপরেও যে হুশ ফেরেনি সেই প্রমাণ মিলল আরও একবার। এই তুলোপট্টি ঘাট বিপদজনক ঘাট গুলির মধ্যে অন্যতম । আর সেখানেই স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর ৷

চুঁচুড়া, 18 জুলাই: গঙ্গায় স্নান করতে গিয়ে চুঁচুড়ায় জোয়ারের জলে তলিয়ে গেল দুই কিশোর । তাদের নাম শুভ মাল, আকাশ সাহা । আরও চারজন বন্ধুর সঙ্গে স্নান করতে নেমেছিল এই দু'জন (Boys Drowned) । তবে বাকি 4 জনের সকলেই সুরক্ষিত আছে ৷ চুঁচুড়ার তুলোপট্টি ঘাটে রবিবার তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যেকেরই বয়স আঠেরো থেকে উনিশ বছরের মধ্যে।

সুমিত রাজ রাজবংশী, বিজয় সরকার, জয় সরকার, বাবাই দে, শুভ মাল, আকাশ সাহা- এই 6 জন একসঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল বলে খবর ৷ প্রত্যেকেরই বাড়ি মতিবাগান এলাকায় । সেইসময় বান আসে গঙ্গায় । সেই বানের জলে তারা ভেসে যায় । চারজনকে কোনও ভাবে উদ্ধার করা গেলেও দু'জনকে বাঁচানো যায়নি। নিখোঁজ দু'জনের খোঁজে বিশেষ তল্লাশি অভিযানও চালানো হয় । চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী জানিয়েছেন, ত্রিবেনী পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট বোট নিয়ে তল্লাশি চালায় । তবে এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি ।

আরও পড়ুন: গ্রামের পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু 3 নাবালকের

এবছরের মার্চ মাস থেকে চুঁচুড়ার গঙ্গার ঘাট গুলিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছেন প্রায় 20 জন। গঙ্গার ঘাট গুলিকে বিপদজনক ঘোষনা করে নোটিশও টাঙানো হয়েখছে । পাশাপাশি স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভাও । সকলে যাতে সচেতন হয় তার জন্য মাইকিংও করা হচ্ছে নিয়ম করে । তারপরেও যে হুশ ফেরেনি সেই প্রমাণ মিলল আরও একবার। এই তুলোপট্টি ঘাট বিপদজনক ঘাট গুলির মধ্যে অন্যতম । আর সেখানেই স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর ৷

For All Latest Updates

TAGGED:

Boys Drowned
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.