ETV Bharat / state

Twaha Siddiqui on Sagardighi Result: মমতার অবর্তমানে অভিষেককে খুঁজে পাওয়া যাবে না, মন্তব্য ত্বহা সিদ্দিকির - সাগরদিঘি উপনির্বাচন

প্রার্থী নির্বাচনে তৃণমূল সতর্ক না-হলে পঞ্চায়েত ভোটেও সাগরদিঘির পুনরাবৃত্তি হবে বলে তৃণমূলকে সতর্ক করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui on TMC)৷

ETV Bharat
অভিষেককে আক্রমণ ত্বহা সিদ্দিকীর
author img

By

Published : Mar 4, 2023, 8:16 PM IST

ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী মন্তব্য

হুগলি, 4 মার্চ: সাগরদিঘিতে বিধানসভার উপ-নির্বাচনে তৃণমূলের পরাজয় নিয়ে মুখ খুললেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷ শুক্রবার তিনি বলেন, "প্রার্থী নির্বাচনের কারণে সাগরদিঘিতে হার হয়েছে তৃণমূলের ৷" সাগরদিঘির মতো সংখ্যালঘু কেন্দ্রে হিন্দু প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত তৃণমূল কেন নিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই পীরজাদা ৷ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল যদি সতর্ক না-হয় তাহলে এর ফল রাজ্যের শাসকদলকে পঞ্চায়েত নির্বাচনেও ভুগতে হবে বলে মনে করেন ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui)৷

সাগরদিঘি বিধানসভা উপ-নির্বাচনের প্রার্থী নির্বাচনের ভার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া ঠিক হয়নি বলেও মনে করেন এই পীরজাদা ৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যা কাজ করেছে মানুষ এই সরকার থেকে মুখ ঘুরাবে না। এই সরকার আরও 30 বছর থাক তা সকলেই চাইছেন ৷ কিন্তু এই সরকারের সর্বনাশ করছে এই সরকারের লোকেরাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দায়ী করছে না ৷

ত্বহা সিদ্দিকী এদিন বলেন,"এই সরকারের যা ক্ষতি হচ্ছে তার জন্য বিভিন্ন জায়গায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হচ্ছে ৷ সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী নির্বাচন কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় । 99 শতাংশ মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হলে এটা করতেন না । অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী নির্বাচন করেছে ।"

এদিন অভিষেককে বকলমে কাঠগড়ায় তুলে ত্বহা সিদ্দিকী জানান, তৃণমূলের জন্য যে সংখ্যালঘুরা এত বছর লড়েছেন, তাঁদেরকে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ যাঁরা প্রাণ দিয়ে লড়েছে, তাঁদের ডানা ছাঁটা হচ্ছে ৷ এই বিষয়ে সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি (Twaha Siddiqui criticises Abhishek Banerjee)৷

আরও পড়ুন: কৌস্তুভের গ্রেফতারিতে ভিন্ন মত কুণাল ও শান্তনুর

কটাক্ষের সুরে ফুরফুরা শরিফের পীরজাদা বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতাড়ি পথে নামতে হবে । যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে এই সরকারকে শেষ করছে তাঁদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠোর হতে হবে । অভিষেকের কথা মানুষ মুখে নিচ্ছে না । তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হতে পারেন । তিনি যা সম্মান পাচ্ছেন তা ভাইপো হিসেবে । রাজনৈতিক নেতা হিসেবে নয় । মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে অভিষেককে খুঁজে পাওয়া যাবে না ।" তাঁর অভিযোগ, অভিষেক ঘরে বসে মহারাজের মতো রাজনীতি করছেন । তাঁকে মানুষের কাছে যেতে হবে ৷"

ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী মন্তব্য

হুগলি, 4 মার্চ: সাগরদিঘিতে বিধানসভার উপ-নির্বাচনে তৃণমূলের পরাজয় নিয়ে মুখ খুললেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷ শুক্রবার তিনি বলেন, "প্রার্থী নির্বাচনের কারণে সাগরদিঘিতে হার হয়েছে তৃণমূলের ৷" সাগরদিঘির মতো সংখ্যালঘু কেন্দ্রে হিন্দু প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত তৃণমূল কেন নিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই পীরজাদা ৷ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল যদি সতর্ক না-হয় তাহলে এর ফল রাজ্যের শাসকদলকে পঞ্চায়েত নির্বাচনেও ভুগতে হবে বলে মনে করেন ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui)৷

সাগরদিঘি বিধানসভা উপ-নির্বাচনের প্রার্থী নির্বাচনের ভার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া ঠিক হয়নি বলেও মনে করেন এই পীরজাদা ৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যা কাজ করেছে মানুষ এই সরকার থেকে মুখ ঘুরাবে না। এই সরকার আরও 30 বছর থাক তা সকলেই চাইছেন ৷ কিন্তু এই সরকারের সর্বনাশ করছে এই সরকারের লোকেরাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দায়ী করছে না ৷

ত্বহা সিদ্দিকী এদিন বলেন,"এই সরকারের যা ক্ষতি হচ্ছে তার জন্য বিভিন্ন জায়গায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হচ্ছে ৷ সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী নির্বাচন কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় । 99 শতাংশ মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হলে এটা করতেন না । অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী নির্বাচন করেছে ।"

এদিন অভিষেককে বকলমে কাঠগড়ায় তুলে ত্বহা সিদ্দিকী জানান, তৃণমূলের জন্য যে সংখ্যালঘুরা এত বছর লড়েছেন, তাঁদেরকে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ যাঁরা প্রাণ দিয়ে লড়েছে, তাঁদের ডানা ছাঁটা হচ্ছে ৷ এই বিষয়ে সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি (Twaha Siddiqui criticises Abhishek Banerjee)৷

আরও পড়ুন: কৌস্তুভের গ্রেফতারিতে ভিন্ন মত কুণাল ও শান্তনুর

কটাক্ষের সুরে ফুরফুরা শরিফের পীরজাদা বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতাড়ি পথে নামতে হবে । যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে এই সরকারকে শেষ করছে তাঁদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠোর হতে হবে । অভিষেকের কথা মানুষ মুখে নিচ্ছে না । তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হতে পারেন । তিনি যা সম্মান পাচ্ছেন তা ভাইপো হিসেবে । রাজনৈতিক নেতা হিসেবে নয় । মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে অভিষেককে খুঁজে পাওয়া যাবে না ।" তাঁর অভিযোগ, অভিষেক ঘরে বসে মহারাজের মতো রাজনীতি করছেন । তাঁকে মানুষের কাছে যেতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.