ETV Bharat / state

Asit slams Suvendu: শুভেন্দুর চাকরি চুরির পালটা মামলা করার হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিতের - বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী চাকরি চুরির অভিযোগ এনেছেন চুঁচুড়ার বিধায়কের বিরুদ্ধে ৷ তারই পালটা মামলা করার হুঁশিয়ারি দিলেন অসিত মজুমদার ৷

Trinamool MLA Asit Mazumder
অসিত মজুমদার
author img

By

Published : May 27, 2023, 5:08 PM IST

চুঁচুড়া, 27 মে: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি চাকরি চুরির অভিযোগ করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে । এবার তারই পালটা দিলেন দিলেন অসিত ৷ এই বিধায়ক শুক্রবার তৃণমূলের সভা থেকে একের পর আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে । তুই তুকারি থেকে তাঁর বাবাকে উদ্দেশ্য করে আক্রমণ শানান অসিত । এমনকী শুভেন্দুর বিরুদ্ধে পালটা আদালতে মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি ।

চুঁচুড়ার বিধায়ক বলেন, "তোর বাবার ছেলেকে চাকরি দিয়েছি । শুভেন্দু তোর বাবা, ভাই সবাইকে প্রমাণ করতে হবে বর্ধমানের কাকে চাকরি দিয়েছি । কথায় কথায় ইডি আর সিবিআই । দম থাকলে আমার বাড়ির একটা ঠিকানা আছে ৷ বিধানসভার বইয়েতেও ফোন নম্বরও আছে ৷ তোর ইডি, সিবিআই পাঠা আমার বাড়িতে । বর্ধমানের কাকে চাকরি দিয়েছি বলতে হবে । আর তা না হলে পরে যেদিন ঘড়ির মোড়ে আসবি, নাকখত দিবি ৷ ঘড়ির মোড়ে বক্তব্য রাখবি না ।"

অসিত মজুমদার জানান, তিনি নাম বলবেন না ৷ তবে শুভেন্দু যাওযার পর অনেক বিজেপি নেতা তাঁর বাড়িতে এসেছে । তারা বলেছে, শুভেন্দু কী বলল সেটা বিজেপির কথা নয় ৷ ওটা শুভেন্দুর কথা । তিনি বলেন, "বিজেপির বহু নেতার মায়ের অসুখ হলে শুভেন্দু দেখে না অসিত মজুমদার দেখে । টাকা দিয়েও সাহায্য করে ।" এরপর বিরোধী দলনেতার উদ্দেশ্যে তিনি বলেন, "30 তারিখের মধ্যে কোর্টে মামলা করব ৷ শুভেন্দুর ক্ষমতা থাকলে জবাব দেবে কে চাকরি দিয়েছে ।"

উল্লেখ্য, গত সোমবার চুঁচুড়ার ঘড়ির মোড়ের সভা করেন শুভেন্দু অধিকারী ৷ সেই সভা থেকে চুঁচুড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এই বিরোধী দলনেতা । তিনি দাবি করেন, বর্ধমানে একশো চাকরি বিক্রি করেছে বিধায়ক । সব তালিকা তাঁর কাছে রয়েছে । শুক্রবার সেই ঘড়ির মোড়ে শুভেন্দুর পালটা সভা করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, "শুভেন্দু আর লকেট নির্বাচনের পর অয়নের বাড়িতে কোন কোন বিজেপি নেতা গিয়েছিল ঘড়ির মোড়ে বলে যাবেন ।"

আরও পড়ুন: দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ 330 কোটি, দাবি শুভেন্দু অধিকারীর

চুঁচুড়া, 27 মে: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি চাকরি চুরির অভিযোগ করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে । এবার তারই পালটা দিলেন দিলেন অসিত ৷ এই বিধায়ক শুক্রবার তৃণমূলের সভা থেকে একের পর আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে । তুই তুকারি থেকে তাঁর বাবাকে উদ্দেশ্য করে আক্রমণ শানান অসিত । এমনকী শুভেন্দুর বিরুদ্ধে পালটা আদালতে মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি ।

চুঁচুড়ার বিধায়ক বলেন, "তোর বাবার ছেলেকে চাকরি দিয়েছি । শুভেন্দু তোর বাবা, ভাই সবাইকে প্রমাণ করতে হবে বর্ধমানের কাকে চাকরি দিয়েছি । কথায় কথায় ইডি আর সিবিআই । দম থাকলে আমার বাড়ির একটা ঠিকানা আছে ৷ বিধানসভার বইয়েতেও ফোন নম্বরও আছে ৷ তোর ইডি, সিবিআই পাঠা আমার বাড়িতে । বর্ধমানের কাকে চাকরি দিয়েছি বলতে হবে । আর তা না হলে পরে যেদিন ঘড়ির মোড়ে আসবি, নাকখত দিবি ৷ ঘড়ির মোড়ে বক্তব্য রাখবি না ।"

অসিত মজুমদার জানান, তিনি নাম বলবেন না ৷ তবে শুভেন্দু যাওযার পর অনেক বিজেপি নেতা তাঁর বাড়িতে এসেছে । তারা বলেছে, শুভেন্দু কী বলল সেটা বিজেপির কথা নয় ৷ ওটা শুভেন্দুর কথা । তিনি বলেন, "বিজেপির বহু নেতার মায়ের অসুখ হলে শুভেন্দু দেখে না অসিত মজুমদার দেখে । টাকা দিয়েও সাহায্য করে ।" এরপর বিরোধী দলনেতার উদ্দেশ্যে তিনি বলেন, "30 তারিখের মধ্যে কোর্টে মামলা করব ৷ শুভেন্দুর ক্ষমতা থাকলে জবাব দেবে কে চাকরি দিয়েছে ।"

উল্লেখ্য, গত সোমবার চুঁচুড়ার ঘড়ির মোড়ের সভা করেন শুভেন্দু অধিকারী ৷ সেই সভা থেকে চুঁচুড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এই বিরোধী দলনেতা । তিনি দাবি করেন, বর্ধমানে একশো চাকরি বিক্রি করেছে বিধায়ক । সব তালিকা তাঁর কাছে রয়েছে । শুক্রবার সেই ঘড়ির মোড়ে শুভেন্দুর পালটা সভা করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, "শুভেন্দু আর লকেট নির্বাচনের পর অয়নের বাড়িতে কোন কোন বিজেপি নেতা গিয়েছিল ঘড়ির মোড়ে বলে যাবেন ।"

আরও পড়ুন: দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ 330 কোটি, দাবি শুভেন্দু অধিকারীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.