ETV Bharat / state

বলাগড়ে বিজেপি করায় কাকা ও ভাইপোকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি করায় হুগলির বলাগড়ে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ ৷ ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি ৷

trinamool-is-accused-of-beating-two-bjp-worker-in-balagarh-hooghly
বলাগড়ে বিজেপি করায় কাকা ও ভাইপোকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : May 25, 2021, 9:09 PM IST

হুগলি, 25 মে : হুগলির বলাগড়ের কুন্তিঘাট নিত্যানন্দপুরে বিজেপি কর্মী বাসুদেব দাড়িয়া এবং সুমন দাড়িয়াকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের । আহত দু’জনকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গেরুয়া শিবিরের অভিযোগ কুন্তিঘাটের বাসিন্দা বাসুদেব দাড়িয়া ও তাঁর ভাইপো সুমন দাড়িয়া বিজেপি করে বলে, তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে । যদিও, তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, আহত এক বিজেপি কর্মী

সুমন দাড়িয়া বলেন আমি টোটো চালাই। কোন কারনে টোটো পর্দা একজনের বাইকে লাগে। সেখানে একটু বচসা হয়। তারপর আমার বাড়িতে এসে শ্যামল বলে এক তৃণমূল নেতা দল বল এনে কাকা বাসুদেব দাড়িয়া কে মারধর করছিল। আমি ও কাকা বিজেপি করি। তাই আমাদের উপরে রাগের কারণেই আমাকেও মারধর করে। তৃণমূলের গুন্ডারা আমাদের বাড়ির মহিলাদের গালিগালাজ করে ৷

হুগলি, 25 মে : হুগলির বলাগড়ের কুন্তিঘাট নিত্যানন্দপুরে বিজেপি কর্মী বাসুদেব দাড়িয়া এবং সুমন দাড়িয়াকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের । আহত দু’জনকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গেরুয়া শিবিরের অভিযোগ কুন্তিঘাটের বাসিন্দা বাসুদেব দাড়িয়া ও তাঁর ভাইপো সুমন দাড়িয়া বিজেপি করে বলে, তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে । যদিও, তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, আহত এক বিজেপি কর্মী

সুমন দাড়িয়া বলেন আমি টোটো চালাই। কোন কারনে টোটো পর্দা একজনের বাইকে লাগে। সেখানে একটু বচসা হয়। তারপর আমার বাড়িতে এসে শ্যামল বলে এক তৃণমূল নেতা দল বল এনে কাকা বাসুদেব দাড়িয়া কে মারধর করছিল। আমি ও কাকা বিজেপি করি। তাই আমাদের উপরে রাগের কারণেই আমাকেও মারধর করে। তৃণমূলের গুন্ডারা আমাদের বাড়ির মহিলাদের গালিগালাজ করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.