ETV Bharat / state

TMC MLA Asit Majumder: নীল-সাদা পোশাক নিয়ে আপত্তি থাকলে বেসরকারি স্কুলে ভর্তির পরামর্শ তৃণমূল বিধায়কের - হুগলি গার্লস স্কুলে

শনিবার হুগলি গার্লস স্কুলে (Hooghly Girls School) একটি অনুষ্ঠানে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার (Trinamool Congress MLA Asit Majumder) ৷ সেখানে এক অভিভাবককে উদ্দেশ্য করে তিনি নীল-সাদা পোশাক নিয়ে আপত্তি থাকলে বেসরকারি স্কুলে ভরতির পরামর্শ দেন ৷

trinamool-congress-mla-asit-majumder-controversial-remark-on-school-uniform-issue
TMC MLA Asit Majumder: নীল-সাদা পোশাক নিয়ে আপত্তি থাকলে বেসরকারি স্কুলে ভরতির পরামর্শ তৃণমূল বিধায়কের
author img

By

Published : Oct 15, 2022, 8:35 PM IST

Updated : Oct 15, 2022, 10:22 PM IST

চুঁচুড়া (হুগলি), 15 অক্টোবর : স্কুলের অভিভাবকদের অভাব অভিযোগের কথা ও উন্নয়ন নিয়ে কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিতর্কে জড়ালেন হুগলির চুঁচুড়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার (Trinamool Congress MLA Asit Majumder) ৷ অভিযোগ, সরকারি আইনকানুন না মানলে বেসরকারি স্কুলের যাওয়ার কথা বলেন তিনি । অভিভাবকদের প্রতিবাদে বিধায়ককে মেজাজ হারাতেও দেখা যায় ৷

শনিবার চুঁচুড়া বালির মোড়ে হুগলি গার্লস স্কুলে (Hooghly Girls School) মুখোমুখি বিধায়ক অনুষ্ঠানে হাজির ছিলেন অসিত মজুমদার । সেখানেই এক অভিভাবক পোশাকের (School Uniform) মান নিয়ে প্রশ্ন তোলেন । পোশাকের রঙ পরিবর্তন নিয়ে কথা বলেন । তখনই মঞ্চ থেকে বিধায়ক তাঁকে বারবার বসিয়ে দেওয়ার চেষ্টা করেন । এরপরও প্রতিবাদ করলে বিধায়ক মেজাজ হারান ।

তিনি বলেন, ‘‘আপনার কোনও কথাই শুনব না, বুঝতে পেরেছি আপনি অনেক বড় বিপ্লবী ৷ আমি বুঝে গিয়েছি । আপনি বসুন । এখানে এসেছে পড়তে, ড্রেসের রং দেখতে না । স্কুলের পড়াশোনা নিয়ে বলুন। ড্রেস পরে সিনেমায় পালিয়ে গেলাম, কোনও লাভ নেই । আমি রাস্তায় ঘুরি, সব জানি ।’’ তিনি আরও বলেন, ‘‘স্কুলের উন্নয়ন নিয়ে বলুন, কথা বলব ।’’ এভাবেই সুর চড়িয়ে অভিভাবকে বসিয়ে দেন ।

অভিভাবকদের দাবি, চুঁচুড়ার বিধায়ক ছাত্রী ও অভিভাবককে অপমান করছেন । তাঁদের মেয়েরা স্কুল শেষে বাড়ি চলে যায় ।কখনোই সিনেমা দেখতে যায় না ।

বেসরকারি স্কুলে ভর্তির পরামর্শ তৃণমূল বিধায়কের

অসিত মজুমদার এও বলেন, ‘‘স্কুলের উন্নয়নের কথা বলুন শুনব । পরের বারে আর ডাকব না । এখানে সরকারের আইন কানুন না মানলে অনেক ইংরাজি মাধ্যম স্কুল আছে, সেখানে ভর্তি করুন । এখানে থাকলে মানতে হবে ।’’ মিড ডে মিলের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা ।

যদিও পরে বিধায়কের সাফাই, ‘‘একজন অভিভাবকের অভিযোগ ছিল ৷ তিনি আমার কাছে এসেছিলেন ৷ কিন্তু তিনি বলেন তিনি রং নিয়ে নয় পোশাকের মান নিয়ে বলতে চেয়েছিলেন । পোশাকের কোয়ালিটির ব্যাপারে টেন্ডার ডাকে সরকার, সেই অনুযায়ী সামগ্রী আসে । কিন্তু সেই কোয়ালিটিটা আমাদের দেখে নেওয়া উচিত ছিল । আমি এটার স্পেসিফিক অ্যাকশন নেব । এবং ডিএম কে বলব যে এজেন্সি পোশাকের বরাদ্দ পেয়েছে । দুর্নীতির প্রসঙ্গ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জানাব ।’’

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) বলেন, ‘‘রাজ্য সরকার নিম্নমানের পোশাক দিচ্ছে খুবই লজ্জার কথা । চুঁচুড়ার বিধায়ক 6 বছর থেকে 60 বছরের মহিলাদের সব সময় নোংরা কথা বলেন । মহিলাদের বলব এর প্রতিবাদ করতে । আর নিম্নমানের পোশাক বিধায়কের উপহার দিন । উনি পোশাক পরে কীরকম বেরতে পারে দেখব । তাহলেই তিনি বুঝতে পারবেন ।’’

আরও পড়ুন : 'আমাকে কেউ আক্রমণ করলে আমি কি চুমু খাব', লাঠিপেটা কাণ্ডে সাফাই অসিতের

চুঁচুড়া (হুগলি), 15 অক্টোবর : স্কুলের অভিভাবকদের অভাব অভিযোগের কথা ও উন্নয়ন নিয়ে কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিতর্কে জড়ালেন হুগলির চুঁচুড়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার (Trinamool Congress MLA Asit Majumder) ৷ অভিযোগ, সরকারি আইনকানুন না মানলে বেসরকারি স্কুলের যাওয়ার কথা বলেন তিনি । অভিভাবকদের প্রতিবাদে বিধায়ককে মেজাজ হারাতেও দেখা যায় ৷

শনিবার চুঁচুড়া বালির মোড়ে হুগলি গার্লস স্কুলে (Hooghly Girls School) মুখোমুখি বিধায়ক অনুষ্ঠানে হাজির ছিলেন অসিত মজুমদার । সেখানেই এক অভিভাবক পোশাকের (School Uniform) মান নিয়ে প্রশ্ন তোলেন । পোশাকের রঙ পরিবর্তন নিয়ে কথা বলেন । তখনই মঞ্চ থেকে বিধায়ক তাঁকে বারবার বসিয়ে দেওয়ার চেষ্টা করেন । এরপরও প্রতিবাদ করলে বিধায়ক মেজাজ হারান ।

তিনি বলেন, ‘‘আপনার কোনও কথাই শুনব না, বুঝতে পেরেছি আপনি অনেক বড় বিপ্লবী ৷ আমি বুঝে গিয়েছি । আপনি বসুন । এখানে এসেছে পড়তে, ড্রেসের রং দেখতে না । স্কুলের পড়াশোনা নিয়ে বলুন। ড্রেস পরে সিনেমায় পালিয়ে গেলাম, কোনও লাভ নেই । আমি রাস্তায় ঘুরি, সব জানি ।’’ তিনি আরও বলেন, ‘‘স্কুলের উন্নয়ন নিয়ে বলুন, কথা বলব ।’’ এভাবেই সুর চড়িয়ে অভিভাবকে বসিয়ে দেন ।

অভিভাবকদের দাবি, চুঁচুড়ার বিধায়ক ছাত্রী ও অভিভাবককে অপমান করছেন । তাঁদের মেয়েরা স্কুল শেষে বাড়ি চলে যায় ।কখনোই সিনেমা দেখতে যায় না ।

বেসরকারি স্কুলে ভর্তির পরামর্শ তৃণমূল বিধায়কের

অসিত মজুমদার এও বলেন, ‘‘স্কুলের উন্নয়নের কথা বলুন শুনব । পরের বারে আর ডাকব না । এখানে সরকারের আইন কানুন না মানলে অনেক ইংরাজি মাধ্যম স্কুল আছে, সেখানে ভর্তি করুন । এখানে থাকলে মানতে হবে ।’’ মিড ডে মিলের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা ।

যদিও পরে বিধায়কের সাফাই, ‘‘একজন অভিভাবকের অভিযোগ ছিল ৷ তিনি আমার কাছে এসেছিলেন ৷ কিন্তু তিনি বলেন তিনি রং নিয়ে নয় পোশাকের মান নিয়ে বলতে চেয়েছিলেন । পোশাকের কোয়ালিটির ব্যাপারে টেন্ডার ডাকে সরকার, সেই অনুযায়ী সামগ্রী আসে । কিন্তু সেই কোয়ালিটিটা আমাদের দেখে নেওয়া উচিত ছিল । আমি এটার স্পেসিফিক অ্যাকশন নেব । এবং ডিএম কে বলব যে এজেন্সি পোশাকের বরাদ্দ পেয়েছে । দুর্নীতির প্রসঙ্গ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জানাব ।’’

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) বলেন, ‘‘রাজ্য সরকার নিম্নমানের পোশাক দিচ্ছে খুবই লজ্জার কথা । চুঁচুড়ার বিধায়ক 6 বছর থেকে 60 বছরের মহিলাদের সব সময় নোংরা কথা বলেন । মহিলাদের বলব এর প্রতিবাদ করতে । আর নিম্নমানের পোশাক বিধায়কের উপহার দিন । উনি পোশাক পরে কীরকম বেরতে পারে দেখব । তাহলেই তিনি বুঝতে পারবেন ।’’

আরও পড়ুন : 'আমাকে কেউ আক্রমণ করলে আমি কি চুমু খাব', লাঠিপেটা কাণ্ডে সাফাই অসিতের

Last Updated : Oct 15, 2022, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.