ETV Bharat / state

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত জাঙ্গিপাড়া - আইএসএফ প্রার্থী শেখ মইনুদ্দিন ওরফে বুদো

তৃণমূলের জয়ের পর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে ৷ শনিবার রাতে আইএসএফ-তৃণমূল বিরোধ চরম পর্যায়ে পৌঁছাল ৷ অবস্থা সামলাতে বিশাল পুলিশ বাহিনীকে মাঠে নামতে হল ৷

ভাঙা হয়েছে বাড়ি
ভাঙা হয়েছে বাড়ি
author img

By

Published : May 23, 2021, 8:41 AM IST

জাঙ্গিপাড়া (হুগলি), 23 মে : ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত জাঙ্গিপাড়ায়। তৃণমূল এখানে জয়লাভের পর থেকে মাঝে মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ।

শনিবার তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে সংঘর্ষে বোমা ও ইটের আঘাতে আহত হয় বেশ কয়েকজন । দুই পক্ষের মধ্যে অশান্তি চরম আকার নেয় । জাঙ্গিপাড়ার বাহানা অঞ্চলে প্রবল বোমাবাজি চলে, ভাঙচুর চালানো হয় বাড়িতে, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এলে পুলিশকে লক্ষ করে ইট ছোড়া হয় । পুলিশের গাড়ি কাচ ভেঙে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাঙ্গিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে । আগুন নেভাতে আসে দমকল । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । পুলিশ তদন্ত শুরু করেছে ।

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত জাঙ্গিপাড়া

আরও পড়ুন : করোনার ধাক্কা, দেড় বছরে বিশ্বভারতীর ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা

আইএসএফ-এর অভিযোগ বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী শেখ মইনুদ্দিন ওরফে বুদোর ভাই নিজামুদ্দিনের বাড়িতে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এর পরে তৃণমূল কর্মীদের বাড়িতে বোমাবাজি শুরু করে বুদোর বাহিনী । তৃণমূল কর্মী লালচাঁদ ও শেখ একলাসের বাড়িতে বোমা ছোড়া হয়, ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি লুঠপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে গ্যারেজে থাকা একটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে জাঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পাল্টা পুলিশের উপর আক্রমণ করে এলাকাবাসী ।শেখ মইনুদ্দিন ওরফে বুদো জানিয়েছে 2018 সাল থেকে তাঁর উপর বিভিন্ন ভাবে অত্যাচার চালাচ্ছে লালচাঁদ-সহ অন্যান্যরা ৷ তিনি দোষীদের শাস্তি চেয়েছেন ৷
তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "জাঙ্গিপাড়ার সমস্যার কথা শুনেছি ৷ পুলিশ ঘটনাস্থলে আছে এবং সমস্তটা দেখছে ৷ শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য যে ভাবেই হোক না আইনিপ্রক্রিয়া নিয়ে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে" ৷

জাঙ্গিপাড়া (হুগলি), 23 মে : ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত জাঙ্গিপাড়ায়। তৃণমূল এখানে জয়লাভের পর থেকে মাঝে মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ।

শনিবার তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে সংঘর্ষে বোমা ও ইটের আঘাতে আহত হয় বেশ কয়েকজন । দুই পক্ষের মধ্যে অশান্তি চরম আকার নেয় । জাঙ্গিপাড়ার বাহানা অঞ্চলে প্রবল বোমাবাজি চলে, ভাঙচুর চালানো হয় বাড়িতে, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এলে পুলিশকে লক্ষ করে ইট ছোড়া হয় । পুলিশের গাড়ি কাচ ভেঙে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাঙ্গিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে । আগুন নেভাতে আসে দমকল । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । পুলিশ তদন্ত শুরু করেছে ।

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত জাঙ্গিপাড়া

আরও পড়ুন : করোনার ধাক্কা, দেড় বছরে বিশ্বভারতীর ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা

আইএসএফ-এর অভিযোগ বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী শেখ মইনুদ্দিন ওরফে বুদোর ভাই নিজামুদ্দিনের বাড়িতে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এর পরে তৃণমূল কর্মীদের বাড়িতে বোমাবাজি শুরু করে বুদোর বাহিনী । তৃণমূল কর্মী লালচাঁদ ও শেখ একলাসের বাড়িতে বোমা ছোড়া হয়, ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি লুঠপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে গ্যারেজে থাকা একটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে জাঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পাল্টা পুলিশের উপর আক্রমণ করে এলাকাবাসী ।শেখ মইনুদ্দিন ওরফে বুদো জানিয়েছে 2018 সাল থেকে তাঁর উপর বিভিন্ন ভাবে অত্যাচার চালাচ্ছে লালচাঁদ-সহ অন্যান্যরা ৷ তিনি দোষীদের শাস্তি চেয়েছেন ৷
তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "জাঙ্গিপাড়ার সমস্যার কথা শুনেছি ৷ পুলিশ ঘটনাস্থলে আছে এবং সমস্তটা দেখছে ৷ শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য যে ভাবেই হোক না আইনিপ্রক্রিয়া নিয়ে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে" ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.