ETV Bharat / state

সিধু-কানহোর মূর্তি ভাঙার প্রতিবাদে রাস্তা অবরোধ পাণ্ডুয়ায় - road block at pandua

সিধু-কানহোর মূর্তি ভাঙার প্রতিবাদে হুগলির পাণ্ডুয়ায় জি টি রোড অবরোধ করল আদিবাসী সম্প্রদায়ের একাংশ ৷ দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা ৷

protest of demolition of sidhu kanho statue
সিধু কানহোর মূর্তি ভাঙার প্রতিবাদে রাস্তা অবরোধ পাণ্ডুয়ায়
author img

By

Published : Aug 14, 2020, 2:49 PM IST

চন্দননগর, 14 অগাস্ট : সিধু-কানহোর মূর্তি ভাঙার প্রতিবাদে পথে নামল আদিবাসী সম্প্রদায়ের একাংশ ৷ দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও পাণ্ডুয়ার রাস্তা অবরোধ করে তারা ৷ পাণ্ডুয়ার তিন্না দেশবন্ধু এলাকায় জি টি রোড অবরোধ করে ৷

অবরোধকারীদের দাবি, কিছু দিন কেটে গেলেও দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷ তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে তারা ৷ তাদের আরও দাবি, অবিলম্বে সরকারিভাবে মূর্তি তৈরির ব্যবস্থা করে দিতে হবে ৷ তাঁদের হুঁশিয়ারি, আগামীদিনে যদি দুষ্কৃতীদের পুলিশ ধরতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা ৷

protest of demolition of sidhu kanho statue
হুগলির পাণ্ডুয়ায় জি টি রোড অবরোধ

আদিবাসী সংগঠনের পক্ষ থেকে রাজেন্দ্রনাথ মুর্মু বলেন, "শহিদ সিধু-কানহো স্বাধীনতা আন্দোলনের জন্য লড়েছেন ৷ সেই মূর্তিকে দূষ্কৃতীরা ভাঙচুর করে দিয়ে গোবর লেপে দিয়েছে ৷ আমরা পাণ্ডুয়া থানার পুলিশকে বার বার জানিয়েছি ৷ কিন্তু, তাতে কোনও সুরাহা হয়নি ৷ 10 দিন হয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কাউকে ৷ সরকারের তরফে মূর্তি গড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে ৷"

protest of demolition of sidhu kanho statue
পাণ্ডুয়ার তিন্না দেশবন্ধু এলাকা

কোরোনার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ ৷ তার উপর সকাল থেকেই অবরোধ ও বিক্ষোভের জেরে জি টি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ যানজট তৈরি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে পাণ্ডুয়া থানার পুলিশ আসে ৷ পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় ৷

protest of demolition of sidhu kanho statue
দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

চন্দননগর, 14 অগাস্ট : সিধু-কানহোর মূর্তি ভাঙার প্রতিবাদে পথে নামল আদিবাসী সম্প্রদায়ের একাংশ ৷ দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও পাণ্ডুয়ার রাস্তা অবরোধ করে তারা ৷ পাণ্ডুয়ার তিন্না দেশবন্ধু এলাকায় জি টি রোড অবরোধ করে ৷

অবরোধকারীদের দাবি, কিছু দিন কেটে গেলেও দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷ তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে তারা ৷ তাদের আরও দাবি, অবিলম্বে সরকারিভাবে মূর্তি তৈরির ব্যবস্থা করে দিতে হবে ৷ তাঁদের হুঁশিয়ারি, আগামীদিনে যদি দুষ্কৃতীদের পুলিশ ধরতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা ৷

protest of demolition of sidhu kanho statue
হুগলির পাণ্ডুয়ায় জি টি রোড অবরোধ

আদিবাসী সংগঠনের পক্ষ থেকে রাজেন্দ্রনাথ মুর্মু বলেন, "শহিদ সিধু-কানহো স্বাধীনতা আন্দোলনের জন্য লড়েছেন ৷ সেই মূর্তিকে দূষ্কৃতীরা ভাঙচুর করে দিয়ে গোবর লেপে দিয়েছে ৷ আমরা পাণ্ডুয়া থানার পুলিশকে বার বার জানিয়েছি ৷ কিন্তু, তাতে কোনও সুরাহা হয়নি ৷ 10 দিন হয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কাউকে ৷ সরকারের তরফে মূর্তি গড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে ৷"

protest of demolition of sidhu kanho statue
পাণ্ডুয়ার তিন্না দেশবন্ধু এলাকা

কোরোনার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ ৷ তার উপর সকাল থেকেই অবরোধ ও বিক্ষোভের জেরে জি টি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ যানজট তৈরি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে পাণ্ডুয়া থানার পুলিশ আসে ৷ পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় ৷

protest of demolition of sidhu kanho statue
দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.