জিরাট, 30 জুন: নেই রেশন ও ভোটার কার্ড ৷ কোরোনা আর লকডাউন এর জেরে বিধ্বস্ত হুগলির জিরাটের চড়খয়রামারি গ্রামের আদিবাসী মানুষগুলি রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত ছিল ৷ 50 থেকে 60টি আদিবাসী পরিবারের সেই দুর্দশার কথা তুলে ধরেছিল ETV ভারতে । তারপর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন । আপাতত জিরাট গ্রাম পঞ্চায়েতের তরফে আদিবাসী মানুষগুলিকে অস্থায়ী রেশন কুপন দেওয়া হয়েছে । পাশাপাশি 40টি পরিবারকে রেশন ব্যবস্থার আওতায় আনার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত ৷ এছাড়া আমফানে ক্ষতিগ্রস্ত 6টি বাড়িকে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে ।
গ্রামের বাসিন্দা জবা মুর্মু বলেন, "এই এলাকায় অনেকদিন ধরেই বসবাস করছি । আমফান ঝড়ে বাড়ির অনেকটাই ক্ষতি হয়েছে । লকডাউনের ফলে কোনও কাজ হয়নি । রেশন কার্ড না থাকায় কোনও রকম সুবিধাও পাচ্ছিলাম না আমরা । কিন্তু বর্তমানে রেশন কার্ডের মতো একটি কুপন করে দেওয়া হয়েছে । গ্রাম পঞ্চায়েতের তরফে চাল দেওয়ার আশ্বাস দিয়েছে । যত তাড়াতাড়ি চাল-ডাল পাওয়া যায় ততই সুবিধা হয় আমাদের ।" এতদিন রেশন, ওষুধ কিছুই পাচ্ছিলেন না ৷ দুরাবস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন চড়খয়রামারির বাসিন্দা ফুলমণি মুর্মু ৷ সেই ফুলমণির মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে ৷ বলেছেন, "আমাদের রেশনের কুপন করে দিয়েছে । শুনেছি এর মধ্যেই চাল দেবে । তাতে আমাদের উপকার হবে । এই আদিবাসী পাড়াতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে । আমাদের আরও কিছু ত্রিপল দিলে ভালো হয় ।" এই আদিবাসী পাড়ার মোড়ল অর্জুন সরেন বলেন, "আপনারা খবর করার পর রেশনের কুপন ও ত্রিপল পেয়েছি । আমরা গরীব মানুষ ৷ দিন আনি দিন খাই । তাই এই রেশনের ব্যবস্থা আমাদের খুব কাজে দিয়েছে ৷ আপনাদের ধন্যবাদ জানাই ।"
জিরাটে চালু অস্থায়ী রেশন ব্যবস্থা, আশ্বস্ত আদিবাসী পাড়া - অস্থায়ী রেশন ব্যবস্থা
লকডাউন ও আমফানে বিধ্বস্ত হুগলির জিরাটের চড়খয়মারি গ্রামের আদিবাসীদের দুর্দশার কথা তুলে ধরেছিল ETV ভারত ৷ তারপরই চালু হয়েছে অস্থায়ী রেশন ব্যবস্থা ৷ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আদিবাসী পাড়া ৷
জিরাট, 30 জুন: নেই রেশন ও ভোটার কার্ড ৷ কোরোনা আর লকডাউন এর জেরে বিধ্বস্ত হুগলির জিরাটের চড়খয়রামারি গ্রামের আদিবাসী মানুষগুলি রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত ছিল ৷ 50 থেকে 60টি আদিবাসী পরিবারের সেই দুর্দশার কথা তুলে ধরেছিল ETV ভারতে । তারপর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন । আপাতত জিরাট গ্রাম পঞ্চায়েতের তরফে আদিবাসী মানুষগুলিকে অস্থায়ী রেশন কুপন দেওয়া হয়েছে । পাশাপাশি 40টি পরিবারকে রেশন ব্যবস্থার আওতায় আনার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত ৷ এছাড়া আমফানে ক্ষতিগ্রস্ত 6টি বাড়িকে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে ।
গ্রামের বাসিন্দা জবা মুর্মু বলেন, "এই এলাকায় অনেকদিন ধরেই বসবাস করছি । আমফান ঝড়ে বাড়ির অনেকটাই ক্ষতি হয়েছে । লকডাউনের ফলে কোনও কাজ হয়নি । রেশন কার্ড না থাকায় কোনও রকম সুবিধাও পাচ্ছিলাম না আমরা । কিন্তু বর্তমানে রেশন কার্ডের মতো একটি কুপন করে দেওয়া হয়েছে । গ্রাম পঞ্চায়েতের তরফে চাল দেওয়ার আশ্বাস দিয়েছে । যত তাড়াতাড়ি চাল-ডাল পাওয়া যায় ততই সুবিধা হয় আমাদের ।" এতদিন রেশন, ওষুধ কিছুই পাচ্ছিলেন না ৷ দুরাবস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন চড়খয়রামারির বাসিন্দা ফুলমণি মুর্মু ৷ সেই ফুলমণির মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে ৷ বলেছেন, "আমাদের রেশনের কুপন করে দিয়েছে । শুনেছি এর মধ্যেই চাল দেবে । তাতে আমাদের উপকার হবে । এই আদিবাসী পাড়াতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে । আমাদের আরও কিছু ত্রিপল দিলে ভালো হয় ।" এই আদিবাসী পাড়ার মোড়ল অর্জুন সরেন বলেন, "আপনারা খবর করার পর রেশনের কুপন ও ত্রিপল পেয়েছি । আমরা গরীব মানুষ ৷ দিন আনি দিন খাই । তাই এই রেশনের ব্যবস্থা আমাদের খুব কাজে দিয়েছে ৷ আপনাদের ধন্যবাদ জানাই ।"