ETV Bharat / state

Train Passengers Protest: রোজ কেন দেরিতে চলছে ট্রেন ? যাত্রীদের বিক্ষোভ হাওড়ার রামরাজতলা স্টেশনে - স্টেশনে যাত্রী বিক্ষোভ

Trainline Blocked by Protestors: হাওড়ার রামরাজতলা স্টেশনে যাত্রী বিক্ষোভ ৷ দেরিতে ট্রেন চলার প্রতিবাদে বুধবার রাতে লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা ৷ ফলে হাওড়া-খড়গপুর শাখায় ব্যহত হয় ট্রেন চলাচল ৷

ETV Bharat
ট্রেনযাত্রীদের বিক্ষোভ
author img

By

Published : Aug 2, 2023, 11:00 PM IST

ট্রেনযাত্রীদের বিক্ষোভ

হাওড়া, 2 অগস্ট: কেন রোজ দেরিতে চলছে ট্রেন? এই অভিযোগ তুলে যাত্রী বিক্ষোভ দক্ষিণ-পূর্ব রেলে অন্তর্গত হাওড়ার রামরাজতলা স্টেশনে ৷ এদিন রাতে যাত্রী বিক্ষোভের জেরে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় হাওড়া-খড়গপুর শাখায় । আটকে পড়ে আপ ও ডাউন অনেক ট্রেন ৷ বিক্ষোভকারী ট্রেনযাত্রীদের অভিযোগ, ট্রেন দেরিতে চলায় প্রায় নিত্যদিন তাঁদের অসুবিধা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে ৷ বিক্ষোভকারীদের দাবি, এই শাখায় ট্রেন চলাচলে যদি কোনও সমস্যা থাকে তবে সে বিষয়ে স্পষ্ট করে জানাতে হবে রেল কর্তৃপক্ষকে ৷ বিক্ষোভ 3 ঘণ্টা চলার পর ধীরে ধীরে ফের ট্রেন পরিষেবা চালু হয় ৷ জানা গিয়েছে, এই বিক্ষোভের জেরে এদিন বন্দে ভারত ট্রেনের যাত্রীদেরও সমস্যায় পড়তে হয় ৷

এদিনের যাত্রী বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় আপ এবং ডাউন প্রায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । বিক্ষোভ হটাতে রেল পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান যাত্রীরা । বিক্ষোভরত নিত্যযাত্রী সৌমেন সাধুখাঁ অভিযোগ করে বলেন, "এটা নিত্য দিনের সমস্যা । এর স্থায়ী সমাধান চাই আমরা ৷" অপর এক যাত্রী সুমন রজক বলেন, "সকালে দীর্ঘক্ষণ বিলম্বিত ছিল পরিষেবা । গতকাল রাতেও একই অবস্থা ছিল । তাই আমরা চাই কর্তৃপক্ষ আমাদের লিখিত দিক কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে । আমরা এই পরিস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছি ৷"

আরও পড়ুন: হাওড়ার গড়চুমুকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের

নিত্য যাত্রীদের দাবি, দ্রুত এই শাখাতে ট্রেন পরিষেবা ঠিক করুক কর্তৃপক্ষ । বিলম্বিত পরিষেবার জন্য নিত্যদিন তাঁদেরকে হয়রানির মুখে পড়তে হচ্ছে । নিত্য যাত্রীরা এমনটাই অভিযোগ তোলেন। তাদের অভিযোগ দক্ষিণ-পূর্ব শাখাতে যদি পরিষেবা দিতে সমস্যা থাকে তাহলে সেটা কর্তৃপক্ষ তাদেরকে জানাক । হাওড়া থেকে দুটো স্টেশন পেরোতে তিন ঘণ্টা সময় কীভাবে লাগে সেই প্রশ্নই তুলেছেন নিত্য যাত্রীরা । বিক্ষোভকারীদের দাবি, সমস্যা থাকলে তা তাদের আগে থেকে জানাক রেল কর্তৃপক্ষ, তাহলে তাঁরা যাতায়াতের বিকল্প ব্যবস্থা করবেন বা সেই বুঝে হাতে সময় নিয়ে বেরবেন ৷ কিন্তু এভাবে দিনের পর দিন তো চলতে পারে না ৷ যদিও এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরী জানান, বর্তমানে বিভিন্ন স্থানে ব্লক চলছে, এছাড়াও অনেক সময় হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম পাওয়ার সমস্যা হয় । সেই ক্ষেত্রে পরিষেবা বিলম্বিত হয় ।

ট্রেনযাত্রীদের বিক্ষোভ

হাওড়া, 2 অগস্ট: কেন রোজ দেরিতে চলছে ট্রেন? এই অভিযোগ তুলে যাত্রী বিক্ষোভ দক্ষিণ-পূর্ব রেলে অন্তর্গত হাওড়ার রামরাজতলা স্টেশনে ৷ এদিন রাতে যাত্রী বিক্ষোভের জেরে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় হাওড়া-খড়গপুর শাখায় । আটকে পড়ে আপ ও ডাউন অনেক ট্রেন ৷ বিক্ষোভকারী ট্রেনযাত্রীদের অভিযোগ, ট্রেন দেরিতে চলায় প্রায় নিত্যদিন তাঁদের অসুবিধা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে ৷ বিক্ষোভকারীদের দাবি, এই শাখায় ট্রেন চলাচলে যদি কোনও সমস্যা থাকে তবে সে বিষয়ে স্পষ্ট করে জানাতে হবে রেল কর্তৃপক্ষকে ৷ বিক্ষোভ 3 ঘণ্টা চলার পর ধীরে ধীরে ফের ট্রেন পরিষেবা চালু হয় ৷ জানা গিয়েছে, এই বিক্ষোভের জেরে এদিন বন্দে ভারত ট্রেনের যাত্রীদেরও সমস্যায় পড়তে হয় ৷

এদিনের যাত্রী বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় আপ এবং ডাউন প্রায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । বিক্ষোভ হটাতে রেল পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান যাত্রীরা । বিক্ষোভরত নিত্যযাত্রী সৌমেন সাধুখাঁ অভিযোগ করে বলেন, "এটা নিত্য দিনের সমস্যা । এর স্থায়ী সমাধান চাই আমরা ৷" অপর এক যাত্রী সুমন রজক বলেন, "সকালে দীর্ঘক্ষণ বিলম্বিত ছিল পরিষেবা । গতকাল রাতেও একই অবস্থা ছিল । তাই আমরা চাই কর্তৃপক্ষ আমাদের লিখিত দিক কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে । আমরা এই পরিস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছি ৷"

আরও পড়ুন: হাওড়ার গড়চুমুকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের

নিত্য যাত্রীদের দাবি, দ্রুত এই শাখাতে ট্রেন পরিষেবা ঠিক করুক কর্তৃপক্ষ । বিলম্বিত পরিষেবার জন্য নিত্যদিন তাঁদেরকে হয়রানির মুখে পড়তে হচ্ছে । নিত্য যাত্রীরা এমনটাই অভিযোগ তোলেন। তাদের অভিযোগ দক্ষিণ-পূর্ব শাখাতে যদি পরিষেবা দিতে সমস্যা থাকে তাহলে সেটা কর্তৃপক্ষ তাদেরকে জানাক । হাওড়া থেকে দুটো স্টেশন পেরোতে তিন ঘণ্টা সময় কীভাবে লাগে সেই প্রশ্নই তুলেছেন নিত্য যাত্রীরা । বিক্ষোভকারীদের দাবি, সমস্যা থাকলে তা তাদের আগে থেকে জানাক রেল কর্তৃপক্ষ, তাহলে তাঁরা যাতায়াতের বিকল্প ব্যবস্থা করবেন বা সেই বুঝে হাতে সময় নিয়ে বেরবেন ৷ কিন্তু এভাবে দিনের পর দিন তো চলতে পারে না ৷ যদিও এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরী জানান, বর্তমানে বিভিন্ন স্থানে ব্লক চলছে, এছাড়াও অনেক সময় হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম পাওয়ার সমস্যা হয় । সেই ক্ষেত্রে পরিষেবা বিলম্বিত হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.