ETV Bharat / state

তারকেশ্বরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব - tarakeshwar hoogly

তারকেশ্বরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তম কুন্ডু অনুগামীদের বিরুদ্ধে মিছিল স্বপন সামন্ত অনুগামীদের ।

tmc rally against another tmc group in tarakeshwar, hoogly
তারকেশ্বরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ
author img

By

Published : Sep 14, 2020, 3:12 PM IST

তারকেশ্বর, 14 সেপ্টেম্বর : তারকেশ্বরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তম কুন্ডু অনুগামীদের বিরুদ্ধে মিছিল স্বপন সামন্ত অনুগামীদের । উন্নয়নমূলক কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বিদায়ী ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডুর অনুগামীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে পৌর প্রশাসক স্বপন সামন্তের অনুগামীরা ।

অভিযোগ, উত্তম কুন্ডু ঘনিষ্ঠ তারকেশ্বরের বালিগড়ি 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তণ পঞ্চায়েত প্রধান সঞ্জয় বেলেল দীর্ঘদিন ধরেই নিজের দলবল নিয়ে পঞ্চায়েতে একাধিক উন্নয়ন মূলক কাজে বাধা দিচ্ছে । এমনকি পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করছে থানায় । এরই প্রতিবাদে রবিবার কয়েক'শ তৃণমূল কর্মী-সমর্থক মিছিল করে বলিগড়ি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় ।

তাদের দাবি, উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে যে তৃণমূল নেতারা তাদের বিরুদ্ধে দলীয়ভাবে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে । স্থানীয় সূত্রে খবর, তারকেশ্বর ব্লকের প্রাক্তণ চেয়ারম্যান স্বপন সামন্ত ও প্রাক্তণ ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের । যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য মানতে চাননি পৌর প্রশাসক স্বপন সামন্ত । অন্যদিকে, BJP - র দাবি কাটমানি ভাগাভাগি নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে দুই শিবিরে ।

যদিও উত্তম কুন্ডু ঘনিষ্ঠ প্রাক্তন পঞ্চায়েত প্রধান সঞ্জয় বলেল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ৷ তিনি দাবি করেন, পৌর প্রশাসক স্বপন সামন্তের নেতৃত্বে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান । তাঁর এলাকায় বহু উন্নয়নমূলক কাজ হয়েছে । তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা পৌর প্রশাসক স্বপন সামন্ত গোষ্ঠীদ্বন্দ্বে অভিযোগ উড়িয়ে দেন ৷ তিনি পালটা বলেন, এলাকায় উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে কয়েকজন ৷ এ বিষয়ে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে ।

অন্যদিকে, BJP - র আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, কাটমানি ভাগাভাগি নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ । তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে মিছিল করেছে শুধু কাটমানি ভাগ নিয়ে ।

তারকেশ্বর, 14 সেপ্টেম্বর : তারকেশ্বরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তম কুন্ডু অনুগামীদের বিরুদ্ধে মিছিল স্বপন সামন্ত অনুগামীদের । উন্নয়নমূলক কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বিদায়ী ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডুর অনুগামীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে পৌর প্রশাসক স্বপন সামন্তের অনুগামীরা ।

অভিযোগ, উত্তম কুন্ডু ঘনিষ্ঠ তারকেশ্বরের বালিগড়ি 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তণ পঞ্চায়েত প্রধান সঞ্জয় বেলেল দীর্ঘদিন ধরেই নিজের দলবল নিয়ে পঞ্চায়েতে একাধিক উন্নয়ন মূলক কাজে বাধা দিচ্ছে । এমনকি পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করছে থানায় । এরই প্রতিবাদে রবিবার কয়েক'শ তৃণমূল কর্মী-সমর্থক মিছিল করে বলিগড়ি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় ।

তাদের দাবি, উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে যে তৃণমূল নেতারা তাদের বিরুদ্ধে দলীয়ভাবে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে । স্থানীয় সূত্রে খবর, তারকেশ্বর ব্লকের প্রাক্তণ চেয়ারম্যান স্বপন সামন্ত ও প্রাক্তণ ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের । যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য মানতে চাননি পৌর প্রশাসক স্বপন সামন্ত । অন্যদিকে, BJP - র দাবি কাটমানি ভাগাভাগি নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে দুই শিবিরে ।

যদিও উত্তম কুন্ডু ঘনিষ্ঠ প্রাক্তন পঞ্চায়েত প্রধান সঞ্জয় বলেল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ৷ তিনি দাবি করেন, পৌর প্রশাসক স্বপন সামন্তের নেতৃত্বে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান । তাঁর এলাকায় বহু উন্নয়নমূলক কাজ হয়েছে । তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা পৌর প্রশাসক স্বপন সামন্ত গোষ্ঠীদ্বন্দ্বে অভিযোগ উড়িয়ে দেন ৷ তিনি পালটা বলেন, এলাকায় উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে কয়েকজন ৷ এ বিষয়ে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে ।

অন্যদিকে, BJP - র আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, কাটমানি ভাগাভাগি নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ । তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে মিছিল করেছে শুধু কাটমানি ভাগ নিয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.