গোঘাট, 10 অগস্ট: হুগলি জেলায় গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এবার ত্রাণবিলি নিয়ে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ ত্রাণবিলির ঘটনাকে সামনে রেখে গোঘাট-1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালকে দলেরই একাংশ হেনস্থা করেছে, এই অভিযোগ তুলে কামারপুকুর-আরামবাগ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁর অনুগামীরা । মঙ্গলবার সকালে এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল ব্লক অফিসে থাকাকালীন স্থানীয় তৃণমূলেরই ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা ও তাঁর অনুগামীরা মনোরঞ্জন পালকে হেনস্থা করে ৷ কার্যত পঞ্চায়েত সমিতির অফিস থেকে বের করে দেওয়া হয় । তারই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এদিন মনোরঞ্জনবাবুর অনুগামীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ।
গোঘাটে শাসকদলের রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা এর আগেও প্রকাশ্যে এসেছে । বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে তৃণমূল তৃতীয়বার সরকার গঠন করার পর থেকে তা নতুন করে সামনে আসতে শুরু করেছে । একদিকে গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালের গোষ্ঠী অন্যদিকে গোঘাট-1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজার গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে । এলাকার রাজনীতির রাশ কার হাতে থাকবে তা নিয়ে প্রায়শই দুই গোষ্ঠীর মধ্যে বাদানুবাদ চলতে থাকে । এদিনের ঘটনাও তারই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন: ভ্যাকসিন মেলেনি শ্রমিকদের, সাময়িক বন্ধ আয়ুর্বেদিক ওষুধের কারখানা
ইতিমধ্যেই গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন মনোরঞ্জন পাল । অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে দলকে কালিমালিপ্ত করছেন মনোরঞ্জন বলে পাল্টা অভিযোগ তুলেছেন নারায়ণ পাঁজা । হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব বলেন, "দলীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে ৷" অভিযোগের ভিত্তিতে গোঘাট পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে তুললে শুকুর আলি নামে এক তৃণমূল কর্মীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আরামবাগ মহকুমা আদালত ৷