ETV Bharat / state

মোদি-যোগীর জন্য গঙ্গায় ভাসছে মৃতদেহ, আক্রমণ কল্যাণের - kalyan banerjee attacks modi over floating dead bodies

আজ হুগলির বৈদ্যবাটিতে দুয়ারে রান্নাঘরের সূচনা করেন তৃণমূল সাংসদ । রান্নায় হাত লাগান ৷ নিজের হাতে খাবার পরিবেশন করেন ৷

kalyan
kalyan
author img

By

Published : May 30, 2021, 7:44 PM IST

বৈদ্যবাটি, 30 মে : নরেন্দ্র মোদির মতো অপদার্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে নেই ৷ মোদি আর যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য মৃতদেহ গঙ্গায় ভেসে আসছে ৷ তাই করোনা সংক্রমণ ছড়াচ্ছে ৷ ঠিক এই ভাষাতেই মোদি ও যোগীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

আজ হুগলির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে কল্যাণ বন্দ্য়োপাধ্যায় বলেন, "উনি কত বড় ব্যর্থ প্রধানমন্ত্রী তা সবাই জানে । ওঁর জন্য করোনা সংক্রমণ হয়েছে । ভারতবর্ষে নরেন্দ্র মোদির মতো অপদার্থ প্রধানমন্ত্রী আর আসেনি । নরেন্দ্র মোদি আর যোগী আদিত্যনাথের জন্য মৃতদেহ গঙ্গায় ভেসে আসছে । 2021-এর নির্বাচনে হেরেও এদের লজ্জা নেই ।" মোদিকে বিঁধে তিনি বলেন, ‘‘যতই এলাহাবাদে গিয়ে চোখের জল ফেলুন না কেন মানুষ সব জেনে গিয়েছেন । 2024 সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় ফিরতে পারবেন না । উনি কত বড় অভিনেতা সবাই জেনে গিয়েছেন । এমন অভিনেতা মোদি যে অমিতাভ বচ্চনও লজ্জা পাচ্ছেন । হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছেন । গ্রেফতার করছেন । এখানকার সবার মধ্যে লড়াই করার মানসিকতা আছে ।"

মোদি-যোগীকে আক্রমণ কল্যাণের

আরও পড়ুন : আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা দিলীপ ঘোষ পাগলের মতো বকছেন : কল্যাণ

আজ হুগলির বৈদ্যবাটিতে দুয়ারে রান্নাঘরের সূচনা করেন তৃণমূল সাংসদ । রান্নায় হাত লাগান ৷ নিজের হাতে খাবার পরিবেশন করেন ৷ দুঃস্থদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন ৷ দুয়ারে রেশনের পর দুয়ারে রান্নাঘর চালু করেছে তৃণমূল কংগ্রেস । বৈদ্যবাটি সহ শ্রীরামপুর লোকসভায় সহ ছটি জায়গায় চালু হল এই রান্নাঘর । বৈদ্যবাটিতে প্রতিদিন সাড়ে তিনশ মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ৷ রাজবাড়ির মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে ।

বৈদ্যবাটি, 30 মে : নরেন্দ্র মোদির মতো অপদার্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে নেই ৷ মোদি আর যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য মৃতদেহ গঙ্গায় ভেসে আসছে ৷ তাই করোনা সংক্রমণ ছড়াচ্ছে ৷ ঠিক এই ভাষাতেই মোদি ও যোগীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

আজ হুগলির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে কল্যাণ বন্দ্য়োপাধ্যায় বলেন, "উনি কত বড় ব্যর্থ প্রধানমন্ত্রী তা সবাই জানে । ওঁর জন্য করোনা সংক্রমণ হয়েছে । ভারতবর্ষে নরেন্দ্র মোদির মতো অপদার্থ প্রধানমন্ত্রী আর আসেনি । নরেন্দ্র মোদি আর যোগী আদিত্যনাথের জন্য মৃতদেহ গঙ্গায় ভেসে আসছে । 2021-এর নির্বাচনে হেরেও এদের লজ্জা নেই ।" মোদিকে বিঁধে তিনি বলেন, ‘‘যতই এলাহাবাদে গিয়ে চোখের জল ফেলুন না কেন মানুষ সব জেনে গিয়েছেন । 2024 সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় ফিরতে পারবেন না । উনি কত বড় অভিনেতা সবাই জেনে গিয়েছেন । এমন অভিনেতা মোদি যে অমিতাভ বচ্চনও লজ্জা পাচ্ছেন । হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছেন । গ্রেফতার করছেন । এখানকার সবার মধ্যে লড়াই করার মানসিকতা আছে ।"

মোদি-যোগীকে আক্রমণ কল্যাণের

আরও পড়ুন : আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা দিলীপ ঘোষ পাগলের মতো বকছেন : কল্যাণ

আজ হুগলির বৈদ্যবাটিতে দুয়ারে রান্নাঘরের সূচনা করেন তৃণমূল সাংসদ । রান্নায় হাত লাগান ৷ নিজের হাতে খাবার পরিবেশন করেন ৷ দুঃস্থদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন ৷ দুয়ারে রেশনের পর দুয়ারে রান্নাঘর চালু করেছে তৃণমূল কংগ্রেস । বৈদ্যবাটি সহ শ্রীরামপুর লোকসভায় সহ ছটি জায়গায় চালু হল এই রান্নাঘর । বৈদ্যবাটিতে প্রতিদিন সাড়ে তিনশ মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ৷ রাজবাড়ির মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.