পোলবা, 10 জুন : দায়িত্ব বাড়ার পর থেকে আরও সক্রিয় তৃণমূলের সদ্যঅভিষিক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ ছুটে বেড়াচ্ছেন রাজ্যের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ৷ গতকাল মুর্শিদাবাদ ৷ আজ হুগলির পোলবায় ৷ দেখা করলেন বজ্রপাতে মৃত কিরণ রায়ের পরিবারের সঙ্গে ৷ জোড় হাত ৷ বিনীত ৷ আশ্বাস দিলেন, দল ও সরকার সবরকমভাবে তাঁদের পাশে রয়েছে ৷
অভিষেককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কিরণ রায়ের মেয়ে ৷ মাথায় হাত বুলিয়ে পাশে থাকার ভরসা জোগালেন অভিষেক ৷ শান্ত্বনা দিলেন ৷ সত্যিই তিনি নেত্রীর (Mamata Banerjee) যোগ্য উত্তরসূরি হয়ে উঠছেন ধীরে ধীরে ৷ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে অভিষেক ‘দাদা’ হয়ে উঠছেন । ঠিক ঘরের ছেলের মতো । যাঁকে সব আপদে বিপদে পাশে পাওয়া যায় ।
সাটিথানে কিরণ রায়ের পরিবারের সঙ্গে দেখা করে মহানাদ বাগানপাড়ার মৃত হারুন-অল-রশিদের বাড়িতে যান অভিষেক । তাঁর ছবিতে মালা দেন । হারুন রশিদের স্ত্রী রেজিনা খাতুনের সঙ্গে কথা বলেন । সমবেদনা জানান ।
রেজিনার পরিবারের চারজন সদস্য । উপার্জনের লোক বলতে আর কেউ নেই । স্বামীর বজ্রাঘাতে মৃত্যু হয়েছে । শ্বশুর বৃদ্ধ । ছোট ছেলে ও মেয়ে রয়েছে । তাদের পড়াশোনার খরচ চালাবেন কীভাবে ? সংসারই বা চলবে কী করে ? সরকারি কাজের ব্যবস্থা হলে তার সংসারটা বেঁচে যায় । তাঁদের কাছ থেকে সব ধরনের সমস্যার কথা শোনেন অভিষেক । সাহায্যের আশ্বাস দেন ।
আরও পড়ুন : Weather Forecast : আগামী কদিন প্রবল দুর্যোগ, বাড়বে বজ্রপাত; নির্দেশিকা নবান্নের
শোকার্ত পরিবারগুলি আজ হাজারও দুঃখের মধ্যেও ভরসা রাখল দাদার উপর । বলতে শোনা গেল, "আমাদের সবই চলে গিয়েছে । দাদা যদি আমাদের একটু উপকার করেন, খুব ভাল হয়..." । দাদার কাছে একটি চাকরির মিনতি করেছিলেন মৃতের পরিবার । সেই ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিষেক ।
রাজ্যের তরফে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছে বজ্রপাতে নিহতদের পরিবারকে । কেন্দ্রও 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে । কিন্তু অভিষেকের এভাবে বাড়ি বাড়ি গিয়ে পাশে দাঁড়ানোটা যেন সেই সব কিছুকে ছাপিয়ে স্বতন্ত্রভাবে উঠে আসছে । যেভাবে তিনি প্রত্যেকের বাড়ি গিয়ে পাশে দাঁড়াচ্ছেন । যেভাবে শোকার্ত পরিবারকে চাকরি দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিচ্ছেন, তা নিঃসন্দেহে অভিষেককে আরও বেশি পরিপক্ক করে তুলছে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ৷