বালি, 3 এপ্রিল : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র বিধায়কের। গোলাপ হাতে দিয়ে ভাল পরীক্ষার জন্য শুভেচ্ছাবার্তা (TMC MLA Wishes hs candidates) । শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর অনলাইনের মাধ্যমে পরীক্ষা হওয়ার পর এবার পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষার ব্যবস্থা করেছে উচ্চশিক্ষা দফতর।
আর এই পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য বালিতে খোলা হল বিশেষ ক্যাম্প। পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে ক্যাম্প। হাওড়া-বেলুড় গার্লস স্কুলের সামনে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন : HS Exam 2022 : রাত পোহালেই শুরু উচ্চমাধ্য়মিক, স্কুলে স্কুলে শেষ মুহূর্তের প্রস্তুতি
পাশাপাশি যে কোনও সমস্যা হলে তৃণমূল কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান তিনি । তিনি বলেন, "আমাদের টিম তৈরি রয়েছে। ছাত্রছাত্রীদের যে কোনও ধরনের অসুবিধা হলে আমরা তাদের পাশে আছি। এদিন সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়েছে গোলাপ দিয়ে।’’ বিধায়কের এই উষ্ণ অভিবাদন পেয়ে খুশি ছাত্রছাত্রী-সহ অভিভাবকরা।