ETV Bharat / state

ব্যান্ডেলে দুষ্কৃতীদের গুলিতে তৃণমূল নেতা খুন, বনধের ডাক তৃণমূলের - hoogly

আজ সকালে ব্যান্ডেলে এক তৃণমূল নেতাকে গুলি করল দুষ্কৃতীরা । চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । পরে তিনি মারা যান ।

ব্যান্ডেলে তৃণমূল নেতাকে গুলি দুষ্কৃতীদের
author img

By

Published : Jun 29, 2019, 11:58 AM IST

Updated : Jun 29, 2019, 1:21 PM IST

ব্যান্ডেল, 29 জুন : ব্যান্ডেলে এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । আজ সকাল 9টা 40 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । বছর চল্লিশের ওই তৃণমূল নেতার নাম দিলীপ রাম । তিনি পেশায় রেলকর্মী । দিলীপবাবুকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আজ সকালে ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে হাঁটছিলেন দিলীপবাবু । তিনি যখন GT রোড সংলগ্ন প্ল্যাটফর্মে উঠছিলেন তখন তাঁকে পিছন থেকে গুলি করা হয় ।

দিলীপবাবুর স্ত্রী নীতু ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান । কী কারণে গুলি চালানো হল তা অবশ্য জানা যায়নি । ব্যান্ডেল GRP ও ব্যান্ডেল PP ঘটনার তদন্ত শুরু করেছে । দিলীপবাবুর মৃত্যুর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার চুঁচুড়া বিধানসভা এলাকায় 24 ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস ।

ব্যান্ডেল, 29 জুন : ব্যান্ডেলে এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । আজ সকাল 9টা 40 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । বছর চল্লিশের ওই তৃণমূল নেতার নাম দিলীপ রাম । তিনি পেশায় রেলকর্মী । দিলীপবাবুকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আজ সকালে ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে হাঁটছিলেন দিলীপবাবু । তিনি যখন GT রোড সংলগ্ন প্ল্যাটফর্মে উঠছিলেন তখন তাঁকে পিছন থেকে গুলি করা হয় ।

দিলীপবাবুর স্ত্রী নীতু ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান । কী কারণে গুলি চালানো হল তা অবশ্য জানা যায়নি । ব্যান্ডেল GRP ও ব্যান্ডেল PP ঘটনার তদন্ত শুরু করেছে । দিলীপবাবুর মৃত্যুর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার চুঁচুড়া বিধানসভা এলাকায় 24 ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস ।

Last Updated : Jun 29, 2019, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.