আরামবাগ, 6 অগাস্ট : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত শেখ ইব্রাহিম (35) নামের এক যুবক । বোমার আঘাতে সে মারা যায় ৷ এলাকায় দফায় দফায় বোমাবাজি ও গুলি চলে । যার জেরে জখম হন বেশ কয়েকজন । ঘটনা আরামবাগের তাজপুরের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামে ব়্যাফ । কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করে আরামবাগ থানার পুলিশ ।
আরামবাগের হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তাজপুরে আজ সকালে স্থানীয় লাল্টু খান ও তাইবুল হোসেনের দলবলের মধ্যে ঝামেলা লাগে । এর মধ্যে তাইবুল হোসেন এলাকায় প্রাক্তন বিধায়ক পারভেজ় রহমানের অনুগামী হিসেবে পরিচিতি । স্থানীয়দের অভিযোগ, তাইবুল হোসেনের দলবল আজ এলাকায় ঝামেলা পাকায় । পরে বোমাবাজি শুরু করে । সেই বোমার আঘাতে জখম হন ইব্রাহিম । সে এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷ ঘটনাস্থান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । জখমও হন বেশ কয়েকজন । তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় ।
খবর পেয়ে এলাকায় আসে পুলিশ । নামানো হয় ব়্যাফ । এলাকায় এখনও চলছে টহলদারি । ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তার খোঁজ শুরু করেছে পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের ।
এদিকে, অভিযোগের আঙুল তাইবুল হোসেনের দলবলের দিকে থাকলেও তারা অভিযোগ অস্বীকার করে ।