ETV Bharat / state

বিজেপির ব্রিগেড কর্মসূচির আগেই শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে গীতা পাঠে তৃণমূল, শুরু রাজনৈতিক তরজা - Gita Recitation at Brigade

Gita Recitation: বিজেপির ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচির আগেই শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে গীতা পাঠের আয়োজনে তৃণমূলের নেতাদের যোগদানে শুরু হল রাজনৈতিক তরজা ৷

TMC joins Gita path programme at Jagannath temple
শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে গীতা পাঠ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 5:47 PM IST

Updated : Dec 10, 2023, 7:04 PM IST

বিজেপির ব্রিগেড কর্মসূচির আগেই শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে গীতা পাঠে তৃণমূল

শ্রীরামপুর, 10 ডিসেম্বর: ব্রিগেডে লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি গীতা পাঠ করবে বলে কর্মসূচি গ্রহণ করেছে । তার ঠিক আগে রবিবার মাহেশের জগন্নাথ মন্দিরে গীতা পাঠের আয়োজন ৷ এই নিয়ে রাজনীতির রঙ লেগেছে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের বিশ্বশান্তি যজ্ঞে ।

রবিবার তৃণমূলের একাধিক নেতাকে দেখা গিয়েছে গীতা পাঠে অংশ নিতে । তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যদিও তৃণমূলের দাবি, বিজেপি দেখানোর রাজনীতির করে, তারা তা করে না ৷ শাসকদলের মতে, মাহেশের জগন্নাথ মন্দিরে হোম যজ্ঞ নিত্য নৈমিত্যিক একটি অনুষ্ঠান ছাড়া কিছুই নয় । যদিও বিজেপির কটাক্ষ, জগন্নাথ মন্দির ট্রাস্টি কমিটিকে ব্যবহার করে গীতা পাঠ করাচ্ছে তৃণমূল । এটা সম্পূর্ণ লোক দেখানো ।

যদিও মন্দির কমিটির সম্পাদক পিয়াল অধিকারী বলেন, মাহেশ 627 বছরের প্রাচীন । মাহেশ যেটা করে সেটা স্বতন্ত্র । ব্রিগেডের লক্ষ কন্ঠে গীতা পাঠের সঙ্গে এর সম্পর্ক নেই । ব্রিগেডে আমন্ত্রণ পেলেও অবশ্যই যাব ।

লক্ষ কন্ঠের আগে দুই সহস্র কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হল শ্রীরামপুর মাহেশে । বিশ্বশান্তির জন্য রবিবার মাহেশ জগন্নাথ মন্দিরে গীতা পাঠ ও বিশেষ পুজোর আয়োজন করা হয় । মন্দিরের গর্ভগৃহের উত্তর দিকে হোম কুন্ড করা হয় । সকাল সাড়ে দশটা থেকে বৈদিক মন্ত্রোচ্চারণ ও সংকল্পের মাধ্যমে শুরু হয় পুজো পাঠ । রাজ্যের বিভিন্ন জেলা থেকে জগন্নাথ ভক্ত ও গীতা প্রেমীরা গীতা পাঠে অংশ নেন । উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর ।

সেখানে উপস্থিত হন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি, হুগলির জেলাশাসক মুক্তা আর্য-সহ বিশিষ্টরা । সাধু সন্তদের সঙ্গে গীতা হাতে পাঠ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে গীতা পাঠ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, "পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পর সব থেকে পুরনো মন্দির মাহেশের জগন্নাথ দেবের মন্দির । সারা বাংলার মানুষের আবেগ জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে । মন্দির কর্তৃপক্ষ সারা বছরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে । এটা নতুন কিছু নয় । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল । উত্তরবঙ্গে থাকার কারণে তিনি আসতে পারেননি । তাই আমাকে তাঁর প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন । যদিও এর আগে রথের সময় তিনি এসেছেন এবং রথের রশিতে টান দিয়েছেন । আমি ঈশ্বর মানি । মমতাদি ঈশ্বরকে বিশ্বাস করেন । সমস্ত ধর্মকে আমরা বিশ্বাস করি ।"

24 ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করা হয়েছে । সেখানে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সে প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ বলেন, "মাহেশের অনুষ্ঠান নতুন নয়, তাঁরা নতুন করে করছেন । হিন্দু ধর্ম বিজেপির কোনও পৈত্রিক সম্পত্তি নয় । বিজেপির কটা লোক হনুমান চালিশা পড়েন বলুন ? আমি নিজে চাঁপদানিতে হনুমানজির মন্দির তৈরি করিয়ে দিয়েছি । আমরা করি, আমাদের দেখাতে হয় না, ওদের দেখাতে হয় ।"

মন্ত্রী প্রদীপ মজুমদার এ দিন বলেন, "বিশ্ব শান্তির যজ্ঞ বৈশিষ্ট্যময় প্রাচীন স্থানে হচ্ছে যেখানে পৃথিবীর সব থেকে পুরনো বিগ্রহ রয়েছে । যেখানে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেব রয়েছেন, সেই স্থানে বিশ্ব শান্তির জন্য যোগ্য হচ্ছে এবং ভাগবত গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হচ্ছে । ঈশ্বরের কৃপায় বিশ্ব শান্তি বিরাজ করুক । মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি, কিন্তু তিনি বিশেষ কাজে বাইরে থাকার জন্য আসতে পারেননি ।মন্দির প্রাঙ্গণকে উন্নত করার জন্য উনি অনেক রকম সাহায্য করেছেন । মন্দির সবার জন্য উন্মুক্ত ৷ এখানে আসার জন্য বিশেষ কারওকে আমন্ত্রণ লাগে সেটা আমার জানা নেই । আমি নিজে বিভিন্ন পুজা মণ্ডপে গিয়েছি ৷ তার জন্য নিমন্ত্রণের প্রয়োজন হয় বলে আমার জানা নেই । আগ্রহ থাকলে ঈশ্বরের কাছে যে কেউ আসতে পারেন । মান অভিমানের কোনও জায়গা আছে বলে আমার মনে হয় না ।"

বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে গীতা পাঠ করছেন সেটা তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি । ব্রিগেডের আগে তৃণমূল জগন্নাথ মন্দিরের ট্রাস্টিকে ব্যবহার করে গীতা পাঠ করাচ্ছে । এটা তৃণমূলের চোরেদের বাঁচাতে লোক দেখাতে এই আয়োজন । সনাতনী হিন্দু ধর্ম মেনে যে গীতা পাঠ হবে, সেটা 24 ডিসেম্বর হবে, তা বাংলা ও দেশের হিতে হবে ।"

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এ দিন হুগলির বলাগড়ে একটি কর্মসূচিতে এসে এই নিয়ে বলেন, "তৃণমূল তুষ্টিকরণের রাজনীতি করছে, দুর্নীতি করে নেতারা জেলে গিয়েছেন, গীতা পাঠ করলেও নিজেদের পবিত্র করতে পারবেন না । কারণ সাধারণ মানুষের অভিশাপ লেগেছে ওঁদের উপর ।"

আরও পড়ুন:

  1. লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ, মুখোমুখি হতে পারেন মোদি ও মমতা
  2. 'আমাদের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন !' আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  3. বানারহাটে পায়ে হেঁটে জনস্রোতে মিশে গেলেন মমতা, বৃদ্ধার বাড়িতে ঢুকে খেলেন চা

বিজেপির ব্রিগেড কর্মসূচির আগেই শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে গীতা পাঠে তৃণমূল

শ্রীরামপুর, 10 ডিসেম্বর: ব্রিগেডে লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি গীতা পাঠ করবে বলে কর্মসূচি গ্রহণ করেছে । তার ঠিক আগে রবিবার মাহেশের জগন্নাথ মন্দিরে গীতা পাঠের আয়োজন ৷ এই নিয়ে রাজনীতির রঙ লেগেছে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের বিশ্বশান্তি যজ্ঞে ।

রবিবার তৃণমূলের একাধিক নেতাকে দেখা গিয়েছে গীতা পাঠে অংশ নিতে । তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যদিও তৃণমূলের দাবি, বিজেপি দেখানোর রাজনীতির করে, তারা তা করে না ৷ শাসকদলের মতে, মাহেশের জগন্নাথ মন্দিরে হোম যজ্ঞ নিত্য নৈমিত্যিক একটি অনুষ্ঠান ছাড়া কিছুই নয় । যদিও বিজেপির কটাক্ষ, জগন্নাথ মন্দির ট্রাস্টি কমিটিকে ব্যবহার করে গীতা পাঠ করাচ্ছে তৃণমূল । এটা সম্পূর্ণ লোক দেখানো ।

যদিও মন্দির কমিটির সম্পাদক পিয়াল অধিকারী বলেন, মাহেশ 627 বছরের প্রাচীন । মাহেশ যেটা করে সেটা স্বতন্ত্র । ব্রিগেডের লক্ষ কন্ঠে গীতা পাঠের সঙ্গে এর সম্পর্ক নেই । ব্রিগেডে আমন্ত্রণ পেলেও অবশ্যই যাব ।

লক্ষ কন্ঠের আগে দুই সহস্র কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হল শ্রীরামপুর মাহেশে । বিশ্বশান্তির জন্য রবিবার মাহেশ জগন্নাথ মন্দিরে গীতা পাঠ ও বিশেষ পুজোর আয়োজন করা হয় । মন্দিরের গর্ভগৃহের উত্তর দিকে হোম কুন্ড করা হয় । সকাল সাড়ে দশটা থেকে বৈদিক মন্ত্রোচ্চারণ ও সংকল্পের মাধ্যমে শুরু হয় পুজো পাঠ । রাজ্যের বিভিন্ন জেলা থেকে জগন্নাথ ভক্ত ও গীতা প্রেমীরা গীতা পাঠে অংশ নেন । উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর ।

সেখানে উপস্থিত হন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি, হুগলির জেলাশাসক মুক্তা আর্য-সহ বিশিষ্টরা । সাধু সন্তদের সঙ্গে গীতা হাতে পাঠ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে গীতা পাঠ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, "পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পর সব থেকে পুরনো মন্দির মাহেশের জগন্নাথ দেবের মন্দির । সারা বাংলার মানুষের আবেগ জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে । মন্দির কর্তৃপক্ষ সারা বছরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে । এটা নতুন কিছু নয় । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল । উত্তরবঙ্গে থাকার কারণে তিনি আসতে পারেননি । তাই আমাকে তাঁর প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন । যদিও এর আগে রথের সময় তিনি এসেছেন এবং রথের রশিতে টান দিয়েছেন । আমি ঈশ্বর মানি । মমতাদি ঈশ্বরকে বিশ্বাস করেন । সমস্ত ধর্মকে আমরা বিশ্বাস করি ।"

24 ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করা হয়েছে । সেখানে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সে প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ বলেন, "মাহেশের অনুষ্ঠান নতুন নয়, তাঁরা নতুন করে করছেন । হিন্দু ধর্ম বিজেপির কোনও পৈত্রিক সম্পত্তি নয় । বিজেপির কটা লোক হনুমান চালিশা পড়েন বলুন ? আমি নিজে চাঁপদানিতে হনুমানজির মন্দির তৈরি করিয়ে দিয়েছি । আমরা করি, আমাদের দেখাতে হয় না, ওদের দেখাতে হয় ।"

মন্ত্রী প্রদীপ মজুমদার এ দিন বলেন, "বিশ্ব শান্তির যজ্ঞ বৈশিষ্ট্যময় প্রাচীন স্থানে হচ্ছে যেখানে পৃথিবীর সব থেকে পুরনো বিগ্রহ রয়েছে । যেখানে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেব রয়েছেন, সেই স্থানে বিশ্ব শান্তির জন্য যোগ্য হচ্ছে এবং ভাগবত গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হচ্ছে । ঈশ্বরের কৃপায় বিশ্ব শান্তি বিরাজ করুক । মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি, কিন্তু তিনি বিশেষ কাজে বাইরে থাকার জন্য আসতে পারেননি ।মন্দির প্রাঙ্গণকে উন্নত করার জন্য উনি অনেক রকম সাহায্য করেছেন । মন্দির সবার জন্য উন্মুক্ত ৷ এখানে আসার জন্য বিশেষ কারওকে আমন্ত্রণ লাগে সেটা আমার জানা নেই । আমি নিজে বিভিন্ন পুজা মণ্ডপে গিয়েছি ৷ তার জন্য নিমন্ত্রণের প্রয়োজন হয় বলে আমার জানা নেই । আগ্রহ থাকলে ঈশ্বরের কাছে যে কেউ আসতে পারেন । মান অভিমানের কোনও জায়গা আছে বলে আমার মনে হয় না ।"

বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে গীতা পাঠ করছেন সেটা তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি । ব্রিগেডের আগে তৃণমূল জগন্নাথ মন্দিরের ট্রাস্টিকে ব্যবহার করে গীতা পাঠ করাচ্ছে । এটা তৃণমূলের চোরেদের বাঁচাতে লোক দেখাতে এই আয়োজন । সনাতনী হিন্দু ধর্ম মেনে যে গীতা পাঠ হবে, সেটা 24 ডিসেম্বর হবে, তা বাংলা ও দেশের হিতে হবে ।"

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এ দিন হুগলির বলাগড়ে একটি কর্মসূচিতে এসে এই নিয়ে বলেন, "তৃণমূল তুষ্টিকরণের রাজনীতি করছে, দুর্নীতি করে নেতারা জেলে গিয়েছেন, গীতা পাঠ করলেও নিজেদের পবিত্র করতে পারবেন না । কারণ সাধারণ মানুষের অভিশাপ লেগেছে ওঁদের উপর ।"

আরও পড়ুন:

  1. লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ, মুখোমুখি হতে পারেন মোদি ও মমতা
  2. 'আমাদের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন !' আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  3. বানারহাটে পায়ে হেঁটে জনস্রোতে মিশে গেলেন মমতা, বৃদ্ধার বাড়িতে ঢুকে খেলেন চা
Last Updated : Dec 10, 2023, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.