ETV Bharat / state

TMC Flag Controversy: দেবী দুর্গার হাতে তৃণমূলের পতাকা ! পুজোয় নয়া বিতর্ক - হুগলি

এবছর (Durga Puja 2022) হুগলির (Hooghly) গুড়াপের (Gurap) বিভিন্ন পুজোমণ্ডপে দেখা গিয়েছে আজব দৃশ্য ! দুর্গা প্রতিমার হাতে ধরানো হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ! তা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক (TMC Flag Controversy) ৷

TMC Flag Controversy in Gurap during Durga Puja 2022
TMC Flag Controversy: দেবী দুর্গার হাতে তৃণমূলের পতাকা ! পুজোয় নয়া বিতর্ক গুড়াপে
author img

By

Published : Sep 30, 2022, 6:13 PM IST

গুড়াপ (হুগলি), 30 সেপ্টেম্বর: দুর্গা প্রতিমার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ! আর তা নিয়েই বিতর্ক (TMC Flag Controversy) ছড়িয়েছে হুগলির (Hooghly) গুড়াপ (Gurap) গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েতের তৃণমূল সদস্য লক্ষ্মণ মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার রাজ্য়ের সমস্ত বারোয়ারি পুজো কমিটিকে 60 হাজার টাকা করে অনুদান দিয়েছে ৷ এই টাকা হাতে আসায় গ্রামের সাধারণ মানুষ পুজোর আয়োজন করতে পারছেন ৷ আর তাই, সরকারের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকেই শাসকদলের পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে প্রতিমার হাতে !

বস্তুত, এটি কোনও ব্যতিক্রমী ঘটনা নয় ৷ এবছর (Durga Puja 2022) হুগলির গুড়াপের বিভিন্ন পুজোমণ্ডপেই ধরা পড়েছে আজব দৃশ্য ! বহু মণ্ডপেই দেবীর হাতে দলের পতাকা ধরিয়ে দিয়েছেন কিছু অতি উৎসাহী তৃণমূল কর্মী ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে দানা বেঁধেছে বিতর্ক ৷ বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ৷ তবে সূত্রের দাবি, দুর্গাপুজো নিয়ে এমন রাজনীতি ভালো চোখে দেখছেন না গুড়াপের বাসিন্দারা ৷ অথচ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীদের সেদিকে কোনও হুঁশই নেই ৷

তৃণমূল পঞ্চায়েত সদস্যের আজব যুক্তি !

আরও পড়ুন: মহাপঞ্চমীতে ঢাকের বাদ্যিতে মুখরিত শিয়ালদা চত্বর, বায়নার অপেক্ষায় ঢাকিরা

হুগলির শ্রীরামপুর সাংগঠিক জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তাঁর বক্তব্য, তৃণমূলের জমানায় বাংলার সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে ৷ এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে পিতৃপক্ষেই একাধিক বারোয়ারি দুর্গাপুজোর উদ্বোধন করে দিয়েছেন ৷ তা নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ গুড়াপের ঘটনা প্রসঙ্গে সেকথা তুলেছেন তুষার মজুমদারও ৷ তাঁর হুঁশিয়ারি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে শাসকদলের এই আচরণ কখনই মেনে নেওয়া হবে না ৷

এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া নেওয়ার জন্য ধনিয়াখালির বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন অসীমা পাত্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ কিন্তু, অসীমা তাঁকে জানান, এই ঘটনা প্রসঙ্গে কিছুই জানা নেই তাঁর !

গুড়াপ (হুগলি), 30 সেপ্টেম্বর: দুর্গা প্রতিমার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ! আর তা নিয়েই বিতর্ক (TMC Flag Controversy) ছড়িয়েছে হুগলির (Hooghly) গুড়াপ (Gurap) গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েতের তৃণমূল সদস্য লক্ষ্মণ মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার রাজ্য়ের সমস্ত বারোয়ারি পুজো কমিটিকে 60 হাজার টাকা করে অনুদান দিয়েছে ৷ এই টাকা হাতে আসায় গ্রামের সাধারণ মানুষ পুজোর আয়োজন করতে পারছেন ৷ আর তাই, সরকারের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকেই শাসকদলের পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে প্রতিমার হাতে !

বস্তুত, এটি কোনও ব্যতিক্রমী ঘটনা নয় ৷ এবছর (Durga Puja 2022) হুগলির গুড়াপের বিভিন্ন পুজোমণ্ডপেই ধরা পড়েছে আজব দৃশ্য ! বহু মণ্ডপেই দেবীর হাতে দলের পতাকা ধরিয়ে দিয়েছেন কিছু অতি উৎসাহী তৃণমূল কর্মী ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে দানা বেঁধেছে বিতর্ক ৷ বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ৷ তবে সূত্রের দাবি, দুর্গাপুজো নিয়ে এমন রাজনীতি ভালো চোখে দেখছেন না গুড়াপের বাসিন্দারা ৷ অথচ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীদের সেদিকে কোনও হুঁশই নেই ৷

তৃণমূল পঞ্চায়েত সদস্যের আজব যুক্তি !

আরও পড়ুন: মহাপঞ্চমীতে ঢাকের বাদ্যিতে মুখরিত শিয়ালদা চত্বর, বায়নার অপেক্ষায় ঢাকিরা

হুগলির শ্রীরামপুর সাংগঠিক জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তাঁর বক্তব্য, তৃণমূলের জমানায় বাংলার সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে ৷ এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে পিতৃপক্ষেই একাধিক বারোয়ারি দুর্গাপুজোর উদ্বোধন করে দিয়েছেন ৷ তা নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ গুড়াপের ঘটনা প্রসঙ্গে সেকথা তুলেছেন তুষার মজুমদারও ৷ তাঁর হুঁশিয়ারি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে শাসকদলের এই আচরণ কখনই মেনে নেওয়া হবে না ৷

এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া নেওয়ার জন্য ধনিয়াখালির বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন অসীমা পাত্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ কিন্তু, অসীমা তাঁকে জানান, এই ঘটনা প্রসঙ্গে কিছুই জানা নেই তাঁর !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.