ETV Bharat / state

TMC Factionalism: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই একাংশের, প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব - সিঙ্গুর

ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Factionalism) ৷ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা দলেরই অধিকাংশ সদস্যের ৷ হুগলির (Hooghly) সিঙ্গুরের বিঘাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা (Bighati Gram Panchayat) ৷

TMC Factionalism at Bighati Gram Panchayat in Hooghly
TMC Factionalism: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই একাংশের, প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব
author img

By

Published : Jul 16, 2022, 3:59 PM IST

বিঘাটি (হুগলি), 16 জুলাই: 21 জুলাইয়ের আগে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Factionalism) ৷ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই অপর গোষ্ঠীর ! পাশে দাঁড়িয়েছেন একমাত্র বিরোধী সদস্যও ৷ ঘটনা ঘিরে উত্তাপ বাড়ছে হুগলির (Hooghly) সিঙ্গুরের বিঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় (Bighati Gram Panchayat) ৷

তৃণমূল পরিচালিত বিঘাটি গ্রাম পঞ্চায়েতের মোট সংদস্যসংখ্যা 11 ৷ এঁদের মধ্যে বিরোধী বলতে রয়েছেন সিপিএম-এর একজন মাত্র সদস্য ৷ বাকি 10 জনই তৃণমূলের ৷ সূত্রের খবর, এই 10 জনের মধ্যে ছ'জনই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন ৷ গত 13 জুলাই বিঘাটি গ্রাম পঞ্চায়েতের এই বিক্ষুব্ধ সদস্যরা সিঙ্গুর ব্লক প্রশাসন এবং হুগলি জেলা প্রশাসনের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ৷ তাতে সংশ্লিষ্ট সাত পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর রয়েছে ৷ তাঁরা সকলেই এলাকার অনুন্নয়ন-সহ বিভিন্ন বিষয়ের জন্য পঞ্চায়েত প্রধান দীপক পাকিরাকে কাঠগড়ায় তুলেছেন ৷

আরও পড়ুন: TMC Inner Clash : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, খোলা মঞ্চে দলের কিছু গদ্দারের কথা স্বীকার খোদ বিধায়কের

এই বিষয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েতের বিক্ষুব্ধ ছয় তৃণমূল সদস্য এবং একমাত্র সিপিএম সদস্যের গলায় একই সুর শোনা গিয়েছে ৷ তাঁদের সকলেরই দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের বরাত দেওয়া থেকে শুরু করে ব্যবসায়িক লাইসেন্স প্রদান, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতির আশ্রয় নিয়েছেন প্রধান দীপক পাকিরা ৷ যদিও বিজেপি-র বক্তব্য, কাটমানির ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়াতেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হচ্ছে ৷

এদিকে, দুর্নীতি, স্বজনপোষণ এবং গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাদের বক্তব্য, কিছু বিষয় নিয়ে বিঘাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মধ্যে মান, অভিযান চলছে ৷ আলোচনার মাধ্যমে সেসব মিটে যাবে বলেই আশাবাদী তৃণমূলের অঞ্চল সভাপতি অশোক চৌধুরী ৷

বিঘাটি (হুগলি), 16 জুলাই: 21 জুলাইয়ের আগে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Factionalism) ৷ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই অপর গোষ্ঠীর ! পাশে দাঁড়িয়েছেন একমাত্র বিরোধী সদস্যও ৷ ঘটনা ঘিরে উত্তাপ বাড়ছে হুগলির (Hooghly) সিঙ্গুরের বিঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় (Bighati Gram Panchayat) ৷

তৃণমূল পরিচালিত বিঘাটি গ্রাম পঞ্চায়েতের মোট সংদস্যসংখ্যা 11 ৷ এঁদের মধ্যে বিরোধী বলতে রয়েছেন সিপিএম-এর একজন মাত্র সদস্য ৷ বাকি 10 জনই তৃণমূলের ৷ সূত্রের খবর, এই 10 জনের মধ্যে ছ'জনই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন ৷ গত 13 জুলাই বিঘাটি গ্রাম পঞ্চায়েতের এই বিক্ষুব্ধ সদস্যরা সিঙ্গুর ব্লক প্রশাসন এবং হুগলি জেলা প্রশাসনের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ৷ তাতে সংশ্লিষ্ট সাত পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর রয়েছে ৷ তাঁরা সকলেই এলাকার অনুন্নয়ন-সহ বিভিন্ন বিষয়ের জন্য পঞ্চায়েত প্রধান দীপক পাকিরাকে কাঠগড়ায় তুলেছেন ৷

আরও পড়ুন: TMC Inner Clash : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, খোলা মঞ্চে দলের কিছু গদ্দারের কথা স্বীকার খোদ বিধায়কের

এই বিষয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েতের বিক্ষুব্ধ ছয় তৃণমূল সদস্য এবং একমাত্র সিপিএম সদস্যের গলায় একই সুর শোনা গিয়েছে ৷ তাঁদের সকলেরই দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের বরাত দেওয়া থেকে শুরু করে ব্যবসায়িক লাইসেন্স প্রদান, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতির আশ্রয় নিয়েছেন প্রধান দীপক পাকিরা ৷ যদিও বিজেপি-র বক্তব্য, কাটমানির ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়াতেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হচ্ছে ৷

এদিকে, দুর্নীতি, স্বজনপোষণ এবং গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাদের বক্তব্য, কিছু বিষয় নিয়ে বিঘাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মধ্যে মান, অভিযান চলছে ৷ আলোচনার মাধ্যমে সেসব মিটে যাবে বলেই আশাবাদী তৃণমূলের অঞ্চল সভাপতি অশোক চৌধুরী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.