ETV Bharat / state

TMC Councilor Accused: উত্তরপাড়ায় মিষ্টান্ন ব্যবসায়ীকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের - ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের

নিষেধাজ্ঞা সত্ত্বেও প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা হচ্ছে মিষ্টির দোকানে, এমনই অভিযোগ আসে উত্তরপাড়ার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় সিংয়ের কাছে। তা খতিয়ে দেখতে মঙ্গলবার হিন্দমোটর স্টেশন রোড এলাকায় সেই মিষ্টির দোকানে গিয়ে ঝামেলায় জড়ালেন তিনি। বচসা গড়ায় হাতাহাতিতে। ঘটনার ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায় (CCTV Footage)।

TMC Councilor Accused
মিষ্টান্ন ব্যবসায়ীকে মারধর তৃণমূল কাউন্সিলরের
author img

By

Published : Feb 1, 2023, 8:04 AM IST

মিষ্টান্ন ব্যবসায়ীকে মারধর তৃণমূল কাউন্সিলরের

উত্তরপাড়া, 1 ফেব্রুয়ারি: মিষ্টান্ন ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মিষ্টির দোকানে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিয়েই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর অজয় সিং ও তাঁর দলবল নিয়ে মারধর করে দোকানদার সঞ্জয় পালকে। সেই ছবি সিসিটিভি ফুটেজেও দেখা যায়। যদিও কাউন্সিলরে পুরো বিষয়টি অস্বীকার করেন। ঘটনায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানান ওই মিষ্টান্ন ব্যবসায়ী (Sweet Shop Owner for Using Plastic Bags in Hindmotor)৷

প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে উত্তরপাড়াজুড়ে প্রচার চালানো হয়েছে, পৌরসভার পক্ষ থেকে। হিন্দমোটর স্টেশন রোড এলাকায় একটি মিষ্টির দোকানে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে যান 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় সিং। তা নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মিষ্টি ব্যবসায়ী সঞ্জয় পালের অভিযোগ, প্লাস্টিক নিয়ে বলতে আসেন উনি। আমরা দোকানে কাপরের ব্যাগ ব্যবহার করি। শুধু বলেছিলাম প্লাস্টিক এখানে বন্ধ করে কী হবে যেখানে তৈরি হচ্ছে সেই কারখানা বন্ধ করান। এরপরই কাউন্সিলর দলবল নিয়ে এসে মারধর করেন।

তিনি বলেন, "আমার কপাল ফেটে গিয়েছে। আসলে প্লাস্টিকটা একটা লোক দেখানো ব্যাপার। ভোটের সময় আমার দোকানে বিজেপির একটা হোর্ডিং লাগানো ছিল সেটাই আসল রাগ। প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য এক মহিলা বলতে গেলে তাঁর সঙ্গেও বাজে ব্যবহার করেন কাউন্সিলর ৷ মঙ্গলবার অর্থাৎ, গতকাল এই ঘটনা ঘটেছে ৷ সিসিটিভি ফুটেজে কাউন্সিলর ও তাঁর দলবল যে আমার ওপর চড়াও হয়েছে তার প্রমাণও রয়েছে ৷ ব্যবসায়ীর স্ত্রী প্রতিমা পাল বলেন, তৃণমূলের লোকজন এসে মারধর করেছে। আমার জামা ছিঁড়ে দিয়েছে। ওরা জিতেছে বলে এমন করবে কেন?"

আরও পড়ুন: তোলা দেননি ব্যবসায়ী, বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে

স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় বণিক বলেন, "প্লাস্টিক যদি ব্যবহার করে থাকে তার জন্য নির্দিষ্ট আইন রয়েছে ৷ পৌরসভা প্রয়োজনে জরিমানা করতে পারে । তার জন্য মারধর করতে হবে এটা কোন আইনে লেখা আছে? আসলে তৃণমূল ব্যবসায়ীদের বিরোধী। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্বেও মহিলাদের উপর যে ধরনের আক্রমণ করা হল তাতে আমরা তীব্র বিরোধিতা করছি ৷" তৃণমূল কাউন্সিলর অজয় সিং ওরফে মার্শাল বলেন, "মারধর করা হয়নি। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বলায় আমাদের কর্মীদের অশ্লীল কথা বলেছেন ব্যবসায়ী ৷ আজ সন্ধ্যায় গিয়ে আমি যখন বলি তখন আমার সঙ্গেও খারাপ ব্যবহার করে ৷ আমার উপর চড়াও হয়। তারপরই গণ্ডগোল শুরু হয়।"

মিষ্টান্ন ব্যবসায়ীকে মারধর তৃণমূল কাউন্সিলরের

উত্তরপাড়া, 1 ফেব্রুয়ারি: মিষ্টান্ন ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মিষ্টির দোকানে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিয়েই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর অজয় সিং ও তাঁর দলবল নিয়ে মারধর করে দোকানদার সঞ্জয় পালকে। সেই ছবি সিসিটিভি ফুটেজেও দেখা যায়। যদিও কাউন্সিলরে পুরো বিষয়টি অস্বীকার করেন। ঘটনায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানান ওই মিষ্টান্ন ব্যবসায়ী (Sweet Shop Owner for Using Plastic Bags in Hindmotor)৷

প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে উত্তরপাড়াজুড়ে প্রচার চালানো হয়েছে, পৌরসভার পক্ষ থেকে। হিন্দমোটর স্টেশন রোড এলাকায় একটি মিষ্টির দোকানে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে যান 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় সিং। তা নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মিষ্টি ব্যবসায়ী সঞ্জয় পালের অভিযোগ, প্লাস্টিক নিয়ে বলতে আসেন উনি। আমরা দোকানে কাপরের ব্যাগ ব্যবহার করি। শুধু বলেছিলাম প্লাস্টিক এখানে বন্ধ করে কী হবে যেখানে তৈরি হচ্ছে সেই কারখানা বন্ধ করান। এরপরই কাউন্সিলর দলবল নিয়ে এসে মারধর করেন।

তিনি বলেন, "আমার কপাল ফেটে গিয়েছে। আসলে প্লাস্টিকটা একটা লোক দেখানো ব্যাপার। ভোটের সময় আমার দোকানে বিজেপির একটা হোর্ডিং লাগানো ছিল সেটাই আসল রাগ। প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য এক মহিলা বলতে গেলে তাঁর সঙ্গেও বাজে ব্যবহার করেন কাউন্সিলর ৷ মঙ্গলবার অর্থাৎ, গতকাল এই ঘটনা ঘটেছে ৷ সিসিটিভি ফুটেজে কাউন্সিলর ও তাঁর দলবল যে আমার ওপর চড়াও হয়েছে তার প্রমাণও রয়েছে ৷ ব্যবসায়ীর স্ত্রী প্রতিমা পাল বলেন, তৃণমূলের লোকজন এসে মারধর করেছে। আমার জামা ছিঁড়ে দিয়েছে। ওরা জিতেছে বলে এমন করবে কেন?"

আরও পড়ুন: তোলা দেননি ব্যবসায়ী, বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে

স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় বণিক বলেন, "প্লাস্টিক যদি ব্যবহার করে থাকে তার জন্য নির্দিষ্ট আইন রয়েছে ৷ পৌরসভা প্রয়োজনে জরিমানা করতে পারে । তার জন্য মারধর করতে হবে এটা কোন আইনে লেখা আছে? আসলে তৃণমূল ব্যবসায়ীদের বিরোধী। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্বেও মহিলাদের উপর যে ধরনের আক্রমণ করা হল তাতে আমরা তীব্র বিরোধিতা করছি ৷" তৃণমূল কাউন্সিলর অজয় সিং ওরফে মার্শাল বলেন, "মারধর করা হয়নি। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বলায় আমাদের কর্মীদের অশ্লীল কথা বলেছেন ব্যবসায়ী ৷ আজ সন্ধ্যায় গিয়ে আমি যখন বলি তখন আমার সঙ্গেও খারাপ ব্যবহার করে ৷ আমার উপর চড়াও হয়। তারপরই গণ্ডগোল শুরু হয়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.