ETV Bharat / state

বাচ্চাদের সান্তা সাজিয়ে বড়দিনে পিঁয়াজ বিলি তৃণমূল কাউন্সিলরের - Gift

শ্রীরামপুর গির্জার সামনে ছোটো ছোটো বাচ্চারা সান্তা সেজে পিঁয়াজ বিলি করছে ৷ সঙ্গে রয়েছে কেকও ৷ এই পিঁয়াজ বিলির উদ্যোক্তা শ্রীরামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্তোষকুমার সিং ৷ এখনও কমেনি পিঁয়াজের দাম ৷ আর এই কারণেই এমন অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত তাঁর ৷

পিঁয়াজ বিলি
পিঁয়াজ বিলি
author img

By

Published : Dec 25, 2019, 2:11 PM IST

Updated : Dec 25, 2019, 11:59 PM IST

শ্রীরামপুর, 25 ডিসেম্বর : বড়দিন মানেই গির্জায় মানুষের ভিড় ৷ জিশু খ্রিশ্টের জন্মদিনে প্রার্থনা সকলের ৷ মুখে কেক, মাথায় টুপি পরে বড়দিন পালন ৷ তবে, শ্রীরামপুর গির্জার সামনের ছবিটা একটু অন্যরকম ৷ গির্জার সামনে দেখা গেল, ছোটো ছোটো বাচ্চারা সান্তা সেজে পিঁয়াজ বিলি করছে ! যদিও কেকও রয়েছে ৷

খোঁজ নিয়ে জানা গেল, এই পিঁয়াজ বিলির উদ্যোক্তা শ্রীরামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্তোষকুমার সিং ৷ দেশে শাক-সবজি, পিঁয়াজের দাম আকাশছোঁয়া ৷ পরিস্থিতি ঠিক করতে বন্ধ করা হয়েছে পিঁয়াজের রপ্তানিও ৷ কিন্তু, এখনও কমেনি পিঁয়াজের দাম ৷ আর এই কারণেই এমন অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত তাঁর ৷

পিঁয়াজ বিলি তৃণমূল কাউন্সিলরের

সন্তোষ সিং বলেন, পিঁয়াজের দাম যাতে কমে ৷ কেন্দ্রকে সান্তা ক্লজ়ের তরফে এই বার্তা দেওয়ার জন্য পিঁয়াজ বিলি করা হচ্ছে ৷ পিঁয়াজ পেয়ে মুখে হাসি সাধারণ মানুষের ৷ পরিবারের সঙ্গে গির্জায় ঘুরতে আসা ওয়াসিম আহমেদও জানালেন তা-ই ৷ গির্জায় এসে ছেলে লজেন্স পেয়েছে ৷ আর তিনি পেয়েছেন পিঁয়াজ ৷ মুখের হাসি দেখেই বোঝা যায় তিনি বেশ খুশি ৷

শ্রীরামপুর, 25 ডিসেম্বর : বড়দিন মানেই গির্জায় মানুষের ভিড় ৷ জিশু খ্রিশ্টের জন্মদিনে প্রার্থনা সকলের ৷ মুখে কেক, মাথায় টুপি পরে বড়দিন পালন ৷ তবে, শ্রীরামপুর গির্জার সামনের ছবিটা একটু অন্যরকম ৷ গির্জার সামনে দেখা গেল, ছোটো ছোটো বাচ্চারা সান্তা সেজে পিঁয়াজ বিলি করছে ! যদিও কেকও রয়েছে ৷

খোঁজ নিয়ে জানা গেল, এই পিঁয়াজ বিলির উদ্যোক্তা শ্রীরামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্তোষকুমার সিং ৷ দেশে শাক-সবজি, পিঁয়াজের দাম আকাশছোঁয়া ৷ পরিস্থিতি ঠিক করতে বন্ধ করা হয়েছে পিঁয়াজের রপ্তানিও ৷ কিন্তু, এখনও কমেনি পিঁয়াজের দাম ৷ আর এই কারণেই এমন অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত তাঁর ৷

পিঁয়াজ বিলি তৃণমূল কাউন্সিলরের

সন্তোষ সিং বলেন, পিঁয়াজের দাম যাতে কমে ৷ কেন্দ্রকে সান্তা ক্লজ়ের তরফে এই বার্তা দেওয়ার জন্য পিঁয়াজ বিলি করা হচ্ছে ৷ পিঁয়াজ পেয়ে মুখে হাসি সাধারণ মানুষের ৷ পরিবারের সঙ্গে গির্জায় ঘুরতে আসা ওয়াসিম আহমেদও জানালেন তা-ই ৷ গির্জায় এসে ছেলে লজেন্স পেয়েছে ৷ আর তিনি পেয়েছেন পিঁয়াজ ৷ মুখের হাসি দেখেই বোঝা যায় তিনি বেশ খুশি ৷

Intro:পিঁয়াজের দাম বৃদ্ধিতে শান্তা সাজিয়ে পিঁয়াজ বিলি তৃণমূল কাউন্সিলার।কেন্দ্র সরকারকে দায়ী করে সাধারণ মানুষের জন্য শ্রীরামপুর চার্চের সামনে বাচ্চাদের দিয়ে পিঁয়াজ বিলি করা হল।শ্রীরামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্তোষ সিং মানুষের পাশে থাকার বার্তা দিলেন।বর্তমানে বাজারে পিঁয়াজের দাম এখনও 100 থেকে 120টাকা প্রতি কেজি।তাই যেমন শান্তা বিভিন্ন মানুষ কে উপহার দেয় ।তেমনি বাচ্চাদের শান্তা সাজিয়ে চার্চের আসা মানুষদের পিঁয়াজ ও কেক হাতে তুলে দেয়।তা পেয়ে খুশি অনেকেই।
এই অভিনব প্রতিবাদ জানিয়ে সন্তোষ বাবু বলেন এখনও বাজারে পিঁয়াজের দাম অগ্নিমূল্য।তাই শান্তা যেমন মানুষের পাশে থাকে।তেমনি শান্তা সেজে বাচ্চারাও কেন্দ্র সরকারকে বার্তা দিচ্ছে শাকসবজি মধ্যে পিঁয়াজের দাম সবচেয়ে বেশি।সেই পিঁয়াজের জন্য কিছু করছেন সরকার।তাই মানুষের পাশে থাকতে এই উদ্যোগ।Body:WB_HGL_SREERAMPUR SANTA ONION DISTRIBUTION_7203418Conclusion:
Last Updated : Dec 25, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.