ETV Bharat / state

গোঘাটে তৃণমূল পার্টি অফিসে আগুন, BJP-র বিরুদ্ধে অভিযোগ

অভিযোগ, শনিবার ভোরে একদল দুষ্কৃতী মথুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গিয়েছে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরে গোঘাট থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

image
তৃণমূলের পার্টি অফিসে আগুন
author img

By

Published : Nov 30, 2019, 2:04 PM IST

গোঘাট, 30 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গোঘাটের মথুরা গ্রামে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ।

অভিযোগ, শনিবার ভোরে একদল দুষ্কৃতী মথুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গিয়েছে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরে গোঘাট থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ পাঁজা বলেন, ‘‘লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে এই এলাকায় তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে দমিয়ে রেখেছিল CPI(M) ও BJP ৷ উপনির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কর্মীরা ফের সংগঠিত হচ্ছিল । BJP সেটা সহ্য করতে না পেরে দলীয় কার্যালয়ে আগুন লাগায় ।’’

নারায়ণ পাঁজা ও বিমান ঘোষের বক্তব্য

যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ৷ তিনি বলেন, "গত রাতে তৃণমূলের লোকজন ওই পার্টি অফিসে পিকনিক করে ৷ তারা কার্যালয়ের সামনে বাজি পোড়ায় । বাজি থেকেই পার্টি অফিসে আগুন লেগেছে । নিজেদের দোষ ঢাকতে ওরা BJP-র বদনাম করছে ।’’

গোঘাট, 30 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গোঘাটের মথুরা গ্রামে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ।

অভিযোগ, শনিবার ভোরে একদল দুষ্কৃতী মথুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গিয়েছে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরে গোঘাট থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ পাঁজা বলেন, ‘‘লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে এই এলাকায় তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে দমিয়ে রেখেছিল CPI(M) ও BJP ৷ উপনির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কর্মীরা ফের সংগঠিত হচ্ছিল । BJP সেটা সহ্য করতে না পেরে দলীয় কার্যালয়ে আগুন লাগায় ।’’

নারায়ণ পাঁজা ও বিমান ঘোষের বক্তব্য

যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ৷ তিনি বলেন, "গত রাতে তৃণমূলের লোকজন ওই পার্টি অফিসে পিকনিক করে ৷ তারা কার্যালয়ের সামনে বাজি পোড়ায় । বাজি থেকেই পার্টি অফিসে আগুন লেগেছে । নিজেদের দোষ ঢাকতে ওরা BJP-র বদনাম করছে ।’’

Intro:Body:তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা গোঘাটের মথুরা গ্রামে।অভিযোগ অস্বীকার বিজেপির।

অভিযোগ শনিবার ভোর রাতে একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী মুথরার তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালায়।
স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ এবং দমকলে খবর দেয়।দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কার্যালয় ভস্মীভূত হয়।যাবতীয় কাগজ সহ চেয়ার টেবিল প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনা স্থলে গোঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল নেতা নারায়ণ পাঁজা বলেন লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে এই এলাকায় তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে দমিয়ে রেখেছিল সিপিএম বিজেপি।এর আগে দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল।উপ নির্বাচনের ফল প্রকাশের পর আমাদের কর্মীরা উজ্জ্বীবিত হয়ে আবার একত্রিত হচ্ছিল। গত কাল এই এলাকায় বিজয় মিছিল করা হয়।বিজেপি সেটা সহ্য করতে না পেরে দলীয় কার্যালয়ে আগুন লাগায়।

যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন আমরা জানি, গত রাতে তৃণমূলের লোকজন ঐ পার্টি অফিসে বনভোজন করছিলেন। তখন তারা বোমাও ফাটাচ্ছিলেন। এর থেকেই আগুন লেগেছে।আর এখন নিজেদের দোষ ঢাকতে ওরা বিজেপির বদনাম করছেন। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই আসল ঘটনা টা বেড়িয়ে যাবে।


wb_hgl_01_goghat fire_copi_10007

B_1_নারায়ণ পাঁজা(তৃণমূল নেতা)
B_2_বিমান ঘোষ(বিজেপি নেতা)






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.