ETV Bharat / state

তৃণমূল থেকে BJP- তে যোগদানের পর ছাত্রনেতার বাড়িতে ভাঙচুর, বাইকে আগুন - clash

আজ তারকেশ্বর ব্লকের তৃণমূলের ছাত্র নেতা মহারাজ নাগ যোগ দিলেন BJP তে । তারকেশ্বরের চাঁপাডাঙা ও তালপুর পঞ্চায়েতের মোট 16 জন সদস্যকে নিয়ে মহারাজ BJP - র রাজ্য দপ্তরে মুকুল রায়ের উপস্থিতিতে BJP তে যোগদান করেন । ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে চাঁপাডাঙা ।

মহারাজ নাগ
author img

By

Published : Jun 11, 2019, 11:53 PM IST

তারকেশ্বর, 11 জুন : BJP-তে যোগদানের পরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্রনেতার বাড়িতে মঙ্গলবার রাতে ভাঙচুর করে বাইকে আগুন দিল দুষ্কৃতীরা । এর জেরে এলাকায় তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় জখম হয়েছেন 2 তৃণমূলকর্মী । তাঁরা তারকেশ্বর হাসপাতালে ভরতি । তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙার ঘটনা ।

তারকেশ্বর ব্লকের প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা মহারাজ নাগ যোগ দিয়েছেন BJP-তে । তারকেশ্বরের চাঁপাডাঙা ও তালপুর পঞ্চায়েতের মোট 16 জন সদস্যকে নিয়ে মহারাজ BJP - র রাজ্য দপ্তরে গিয়ে মুকুল রায়ের উপস্থিতিতে মঙ্গলবার যোগদান করেন । এর জেরে ওই দুটি পঞ্চায়েত কার্যত BJP- র দখলে চলে গিয়েছে ৷ তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে চাঁপাডাঙা । মহারাজের বাড়িতে ভাঙচুর করা হয় ও আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর বাইকে ।

যদিও তৃণমূলের অভিযোগ, ওই এলাকার BJP নেতা রমেশ ঘোড়ুইয়ের নেতৃত্বে চাঁপাডাঙা বাঁধের কাছে তৃণমূলের সঙ্গে BJP-র কর্মী সমর্থকদের সংঘর্ষ বাধে । তাতে জখম হন 2 তৃণমূলকর্মী । তৃণমূলের আরও অভিযোগ, মহারাজ BJP-তে যোগ দেওয়ার তৃণমূল করা যাবে না স্লোগান দিয়ে তাণ্ডব চালাচ্ছে চাঁপাডাঙায় । ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পার্টি অফিস । উলটো দিকে BJP - র তরফে দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা মহারাজ নাগের বাড়িতে ভাঙচুর করেছে । তাঁর বাইকেও আগুন ধরিয়ে দিয়েছে ।

তৃণমূলের হুগলির কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন, "মহারাজ BJP-তে গেছে ভালো হয়েছে । এই সব নেতার জন্যই তৃণমূল বদনাম হচ্ছে । BJP -র লোকজনই তৃণমূলের পার্টি অফিসে হামলা চালিয়েছে, আগুন ধরিয়েছে । BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মহারাজের বাইকে আগুন দেওয়া হয়েছে । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ।"

BJP-র আরামবাগ সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন , "ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগে থেকেই ছিল । মহারাজের দলে যোগ দেওয়ার পরই ওই এলাকায় তৃণমূলের অন্তর্দন্দ্ব শুরু হয় । এর সঙ্গে BJP যুক্ত নয় ।" এ বিষয়ে মহারাজ নাগ বলেন, "আমি যোগদান করার পরই তৃণমূলের লোক আমার বাড়িতে হামলা চালিয়েছে ৷ বাইক পুড়িয়ে দিয়েছে । এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই । পশ্চিম বাংলায় যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ঐক্যবদ্ধ দল BJP । তৃণমূল ষড়যন্ত্র করে আমায় ফাঁসানোর চেষ্টা করছে ।"

একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন মহারাজ নাগ । গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের হয়ে তালপুর অঞ্চলের একটি বুথে ছাপ্পা ভোট দেওয়া এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । তারপর পুনর্নির্বাচন হয় ওই বুথে ।

তারকেশ্বর, 11 জুন : BJP-তে যোগদানের পরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্রনেতার বাড়িতে মঙ্গলবার রাতে ভাঙচুর করে বাইকে আগুন দিল দুষ্কৃতীরা । এর জেরে এলাকায় তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় জখম হয়েছেন 2 তৃণমূলকর্মী । তাঁরা তারকেশ্বর হাসপাতালে ভরতি । তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙার ঘটনা ।

তারকেশ্বর ব্লকের প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা মহারাজ নাগ যোগ দিয়েছেন BJP-তে । তারকেশ্বরের চাঁপাডাঙা ও তালপুর পঞ্চায়েতের মোট 16 জন সদস্যকে নিয়ে মহারাজ BJP - র রাজ্য দপ্তরে গিয়ে মুকুল রায়ের উপস্থিতিতে মঙ্গলবার যোগদান করেন । এর জেরে ওই দুটি পঞ্চায়েত কার্যত BJP- র দখলে চলে গিয়েছে ৷ তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে চাঁপাডাঙা । মহারাজের বাড়িতে ভাঙচুর করা হয় ও আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর বাইকে ।

যদিও তৃণমূলের অভিযোগ, ওই এলাকার BJP নেতা রমেশ ঘোড়ুইয়ের নেতৃত্বে চাঁপাডাঙা বাঁধের কাছে তৃণমূলের সঙ্গে BJP-র কর্মী সমর্থকদের সংঘর্ষ বাধে । তাতে জখম হন 2 তৃণমূলকর্মী । তৃণমূলের আরও অভিযোগ, মহারাজ BJP-তে যোগ দেওয়ার তৃণমূল করা যাবে না স্লোগান দিয়ে তাণ্ডব চালাচ্ছে চাঁপাডাঙায় । ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পার্টি অফিস । উলটো দিকে BJP - র তরফে দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা মহারাজ নাগের বাড়িতে ভাঙচুর করেছে । তাঁর বাইকেও আগুন ধরিয়ে দিয়েছে ।

তৃণমূলের হুগলির কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন, "মহারাজ BJP-তে গেছে ভালো হয়েছে । এই সব নেতার জন্যই তৃণমূল বদনাম হচ্ছে । BJP -র লোকজনই তৃণমূলের পার্টি অফিসে হামলা চালিয়েছে, আগুন ধরিয়েছে । BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মহারাজের বাইকে আগুন দেওয়া হয়েছে । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ।"

BJP-র আরামবাগ সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন , "ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগে থেকেই ছিল । মহারাজের দলে যোগ দেওয়ার পরই ওই এলাকায় তৃণমূলের অন্তর্দন্দ্ব শুরু হয় । এর সঙ্গে BJP যুক্ত নয় ।" এ বিষয়ে মহারাজ নাগ বলেন, "আমি যোগদান করার পরই তৃণমূলের লোক আমার বাড়িতে হামলা চালিয়েছে ৷ বাইক পুড়িয়ে দিয়েছে । এর সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই । পশ্চিম বাংলায় যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ঐক্যবদ্ধ দল BJP । তৃণমূল ষড়যন্ত্র করে আমায় ফাঁসানোর চেষ্টা করছে ।"

একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন মহারাজ নাগ । গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের হয়ে তালপুর অঞ্চলের একটি বুথে ছাপ্পা ভোট দেওয়া এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । তারপর পুনর্নির্বাচন হয় ওই বুথে ।

Intro:চাঁপাডাঙা তৃণমূলের যুব থেকে নেতা মহারাজ নাগের আজ বিজেপিতে যোগদানের পরই তার বাড়িতে ভাঙচুর আগুন।পরে তৃণমূল পার্টি অফিসেও ভাঙচুর করে দুষ্কৃতী রা।অবশ্য তৃণমূল অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি শুরু হয়েছে চাঁপাডাঙ্গায়।Body:WB_HGL_11JUNE CHANPADANGA INCIDENT_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.