চুঁচুড়া, 13 ফেব্রুয়ারি: অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের খবর আসতেই অভিনন্দন জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। প্রতিক্রিয়ায় মহারাজ জানিয়েছিলেন, তিতাস বহু দূর যাবে। ফলে ডব্লিউপিএল নিলামে বাড়তি নজর ছিল চুঁচুড়ার তিতাস সাধুর দিকে। সোমবার মেয়েদের প্রিমিয়র লিগের (WPL 2023) নিলামে সৌরভের দিল্লি ক্যাপিটালসই কিনে নিল ভারতীয় ক্রিকেটের নতুন তারাকে। বাংলার মহারাজ এই ফ্র্যাঞ্চাইজি দলেরই ডিরেক্টর পদে। তাই মনে করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্দেশমতোই তিতাসকে তুলে নিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি ৷
বোলিং কোচ হিসাবে ঝুলন গোস্বামীকে প্রস্তাব দিয়েছিলেন সৌরভ। কিন্তু ঝুলন তা গ্রহণ করেনি। কিন্তু তিতাসকে নিলামে বসেই দলে নিলেন মহারাজ।অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন জোরে বোলার তিতাস। ফাইনালে তাঁর বোলিং ইকনমি ছিল দুর্দান্ত। চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই ইউকেট পেয়েছিলেন তিতাস। মুম্বাইয়ের নিলামে চুঁচুড়ার মেয়ে তিতাসকে পঁচিশ লক্ষ টাকায় তুলে নেয় দিল্লি। নিলাম যখন চলছে তখন চুঁচুড়া মাঠে অনুশীলন করছিলেন তিতাস সাধু। মোবাইলে দেখার পর খুশি তিতাস ও তাঁর কোচ।
মহারাজের দলে খেলার সুযোগ আসার পর তিতাস বলেন, "প্রথম থেকেই উত্তেজনা ছিল। ছোটবেলা থেকে আইপিএল দেখে বড় হয়েছি। চিন্তা ছিল সিলেকশন হবে কি না। আজকের ঘটনায় এটা শুনে একটু হালকা হয়েছি। বড় ফ্র্যাঞ্চাইজির সদস্য হতে পেরে। এবার প্র্যাকটিস করতে হবে জোরকদমে। চেষ্টা করব ভালো খেলার জন্য। অন্যান্য আন্তর্জাতিক খেলোয়াড়রা কীভাবে খেলেন সেটা দেখার সুযোগ পাব। শেফালি বা অন্যান্যদের সঙ্গে আগে খেলেছি। সেটার সুবিধা পাব অবশ্যই। টার্গেট থাকবে ভালো বল করা আর টিকে থাকা।"
আরও পড়ুন: 'পাক বধে'র পর রিচাকে মাটিতে পা-রাখার পরামর্শ বাবার
তিতাসের কোচ প্রিয়ঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রিমিয়র লিগে ও সুযোগ পাওয়ায় খুবই ভালোলাগছে। মাঠে একশো শতাংশ দিয়ে খেলে তিতাস। ভালো খেলোয়াড়দের সঙ্গে মিশবে। তাঁদের খেলা, পরিকল্পনা সব কিছুই শেখার রয়েছে ওর। আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে খেললে অভিজ্ঞতা বাড়বে। টাকা নিয়ে কিছু বলার নেই। ভালো জায়গা পেয়েছে, এখন ভালো করে খেলুক। ম্যাচে খেলানো তো ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর করে। সবকিছুই খেলার উপর নির্ভর করে।"