ETV Bharat / state

Marijuana Recovered in Singur: সিঙ্গুরে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত তিন - লক্ষাধিক টাকার গাঁজা

নাকা তল্লাশি চলার সময় সিঙ্গুরে একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা ৷ তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছে সিঙ্গুর থানার পুলিশ ৷

Marijuana Recovered
গাঁজা
author img

By

Published : Apr 22, 2023, 12:30 PM IST

সিঙ্গুর(হুগলি), 22 এপ্রিল: সিঙ্গুরে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে । ঘটনায় গ্রেফতার 3 পাচারকারী ৷ বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিশ । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ ৷ সেসময় সিঙ্গুর থানার কাছাকাছি একটি এলাকা থেকে একটি গাড়িকে ধরা হয় । সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । গাড়িতে থাকা তিনজনের কথায় অসংগতি ধরা পড়ে ৷ এরপরই গাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ । তারপরই তাতে প্লাস্টিকে মোড়া 87 প্যাকেট গাঁজা উদ্ধার হয় ৷ তারা পাচারের উদ্দেশে গাঁজা নিয়ে যাচ্ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান ।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা । জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভদ্রেশ্বর ও চন্দননগর এলাকায় । ঘটনায় গাড়িতে থাকা তিনজনকেই গ্ৰেফতার করেছে পুলিশ । শনিবারই তাদের চুঁচুড়া আদালতে তোলা হবে । হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি জানান, পাচারকারীরা ওড়িশার তাজপুর জেলা থেকে গাঁজা নিয়ে আসছিল‌। চন্দননগরে কোনও এক ব্যক্তিকে তা সরবরাহ করার কথা ছিল তাদের । পাচারকারীরা পুলিশের নজর এড়াতে জাতীয় সড়কের বদলে গ্রামের রাস্তা ধরে আসছ ৷ যাতে নো যায়। কিন্তু শেষমেশ তা ভেস্তে যায়।

গাড়িটি চণ্ডীতলার আঁইয়া, শিয়াখালা, বনমালীপুর, বাসুবাটি হয়ে যখন সিঙ্গুরে ঢোকে তখনই সেটিকে আটক করে তল্লাশি শুরু করে পুলিশ । তারপরই গাঁজা পাচারের পর্দা ফাঁস হয় । গ্ৰেফতার হওয়া তিনজন এত পরিমান গাঁজা কাদের সরবরাহ করত এবং এই চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে, তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা । সেই সঙ্গে যে গাড়িটি করে গাঁজা পাচার হচ্ছিল তার মালিক কেরও খোঁজ শুরু হয়েছে ।

আরও পড়ুন: দু'দফায় পঞ্চাশ লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার বাংলাদেশ সীমান্তে

সিঙ্গুর(হুগলি), 22 এপ্রিল: সিঙ্গুরে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে । ঘটনায় গ্রেফতার 3 পাচারকারী ৷ বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিশ । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ ৷ সেসময় সিঙ্গুর থানার কাছাকাছি একটি এলাকা থেকে একটি গাড়িকে ধরা হয় । সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । গাড়িতে থাকা তিনজনের কথায় অসংগতি ধরা পড়ে ৷ এরপরই গাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ । তারপরই তাতে প্লাস্টিকে মোড়া 87 প্যাকেট গাঁজা উদ্ধার হয় ৷ তারা পাচারের উদ্দেশে গাঁজা নিয়ে যাচ্ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান ।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা । জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভদ্রেশ্বর ও চন্দননগর এলাকায় । ঘটনায় গাড়িতে থাকা তিনজনকেই গ্ৰেফতার করেছে পুলিশ । শনিবারই তাদের চুঁচুড়া আদালতে তোলা হবে । হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি জানান, পাচারকারীরা ওড়িশার তাজপুর জেলা থেকে গাঁজা নিয়ে আসছিল‌। চন্দননগরে কোনও এক ব্যক্তিকে তা সরবরাহ করার কথা ছিল তাদের । পাচারকারীরা পুলিশের নজর এড়াতে জাতীয় সড়কের বদলে গ্রামের রাস্তা ধরে আসছ ৷ যাতে নো যায়। কিন্তু শেষমেশ তা ভেস্তে যায়।

গাড়িটি চণ্ডীতলার আঁইয়া, শিয়াখালা, বনমালীপুর, বাসুবাটি হয়ে যখন সিঙ্গুরে ঢোকে তখনই সেটিকে আটক করে তল্লাশি শুরু করে পুলিশ । তারপরই গাঁজা পাচারের পর্দা ফাঁস হয় । গ্ৰেফতার হওয়া তিনজন এত পরিমান গাঁজা কাদের সরবরাহ করত এবং এই চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে, তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা । সেই সঙ্গে যে গাড়িটি করে গাঁজা পাচার হচ্ছিল তার মালিক কেরও খোঁজ শুরু হয়েছে ।

আরও পড়ুন: দু'দফায় পঞ্চাশ লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার বাংলাদেশ সীমান্তে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.