ETV Bharat / state

তারকেশ্বরে মহিলা তৃণমূল কর্মীকে ধর্ষণের হুমকি, অভিযুক্ত 2 বিজেপি কর্মী

দুই বিজেপি কর্মীর নামে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছেন মহিলা তৃণমূল কর্মী ।

hreat-to-rape-female-tmc
hreat-to-rape-female-tmc
author img

By

Published : Dec 18, 2020, 7:11 AM IST

তারকেশ্বর, 17 ডিসেম্বর: তারকেশ্বরে মহিলা তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি ৷ অভিযোগ বিজেপি 2 কর্মীর বিরুদ্ধে । দুই বিজেপি কর্মীর নামে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছেন মহিলা তৃণমূল কর্মী ।

থানায় লিখিত অভিযোগ করেছেন মহিলা তৃণমূল কর্মী ।

তারকেশ্বর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মী বদ্যিপুর এলাকার বাসিন্দা ৷ তাঁর অভিযোগ, বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ "দুয়ারে সরকার" কর্মসূচি সেরে দলীয় মহিলা কর্মীদের সঙ্গে টোটো করে ফিরছিলেন ৷ ফেরার সময় বারো নম্বর রেল গেটের কাছে তাঁদের পথ আটকায় স্থানীয় দুই বিজেপি কর্মী । অভিযোগ, ওই বিজেপি কর্মীরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, হুমকি দেয়, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে বলে । ওই দুই বিজেপি কর্মী রবি দাস এবং রঞ্জন সাঁতরার বিরুদ্ধে তারকেশ্বর থানার লিখিত অভিযোগ করেছেন অভিযোগকারী মহিলা তৃণমূল কর্মী ।

যদিও অভিযুক্ত 2 বিজেপি কর্মী তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের বক্তব্য, বিজেপি করার জন্য তাঁদের হুমকি দেওয়া হয় । ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ করা হয়েছে । বিজেপি নারীদের অসম্মান নয়, সম্মান করতে শেখায় ।

তারকেশ্বর, 17 ডিসেম্বর: তারকেশ্বরে মহিলা তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি ৷ অভিযোগ বিজেপি 2 কর্মীর বিরুদ্ধে । দুই বিজেপি কর্মীর নামে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছেন মহিলা তৃণমূল কর্মী ।

থানায় লিখিত অভিযোগ করেছেন মহিলা তৃণমূল কর্মী ।

তারকেশ্বর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মী বদ্যিপুর এলাকার বাসিন্দা ৷ তাঁর অভিযোগ, বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ "দুয়ারে সরকার" কর্মসূচি সেরে দলীয় মহিলা কর্মীদের সঙ্গে টোটো করে ফিরছিলেন ৷ ফেরার সময় বারো নম্বর রেল গেটের কাছে তাঁদের পথ আটকায় স্থানীয় দুই বিজেপি কর্মী । অভিযোগ, ওই বিজেপি কর্মীরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, হুমকি দেয়, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে বলে । ওই দুই বিজেপি কর্মী রবি দাস এবং রঞ্জন সাঁতরার বিরুদ্ধে তারকেশ্বর থানার লিখিত অভিযোগ করেছেন অভিযোগকারী মহিলা তৃণমূল কর্মী ।

যদিও অভিযুক্ত 2 বিজেপি কর্মী তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের বক্তব্য, বিজেপি করার জন্য তাঁদের হুমকি দেওয়া হয় । ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ করা হয়েছে । বিজেপি নারীদের অসম্মান নয়, সম্মান করতে শেখায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.