ETV Bharat / state

হুগলিতে যশের সতর্কতার জন্য বাজার ও দোকান বন্ধ করল পুলিশ প্রশাসন - চন্দননগর

ইতিমধ্যেই ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ ৷ রাজ্য ও জেলাজুড়ে এর প্রভাবে শুরু হয়েছে হালকা ঝড় ও বৃষ্টি । বেলা যত বাড়ছে হুগলি জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে । সেই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও । শ্রীরামপুর ও চন্দননগরের গঙ্গার ঘাটগুলিতে বাণের প্রভাব দেখা গিয়েছে ।

হুগলিতে যশের সতর্কতার জন্য বাজার ও দোকান বন্ধ করল পুলিশ প্রসাশন
হুগলিতে যশের সতর্কতার জন্য বাজার ও দোকান বন্ধ করল পুলিশ প্রসাশন
author img

By

Published : May 26, 2021, 3:34 PM IST

হুগলি, 26 মে : যশ মোকাবিলায় রাজ্যে ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্কতা প্রশাসনের ৷ সেই কারণে সকাল থেকেই বাজার ও দোকানে ঘুরে বন্ধ করার ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ কথা না শুনলে জুটছে মারও ৷ চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুরসহ বিভিন্ন ব্লকে ও এই নির্দেশিকা জারি করা হয়েছে । তার সঙ্গে চলছে মাইকে প্রচার । প্রশাসনের নির্দেশে দোকান বাজার বন্ধ করতে সক্রিয় পুলিশ ৷

ইতিমধ্যেই ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ ৷ রাজ্য ও জেলাজুড়ে এর প্রভাবে শুরু হয়েছে হালকা ঝড় ও বৃষ্টি । বেলা যত বাড়ছে হুগলি জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে । সেই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও । শ্রীরামপুর ও চন্দননগরের গঙ্গার ঘাটগুলিতে বাণের প্রভাব দেখা গিয়েছে ।

বাজার ও দোকান বন্ধ করল পুলিশ প্রসাশন

গতকালই মিনি সাইক্লোন হয়ে যাওয়ার ফলে প্রবল ক্ষতির মুখে পড়ছে ব্যান্ডেল ও পোলবার বেশ কিছু অঞ্চল । বড় ঘূর্ণিঝড়ের সময় ছোটো ছোটো এধরনের ঘূর্ণিঝড় হয়ে থাকে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । সেই কারণে যশের গতিবেগ কী হবে , কতটা প্রভাব ফেলতে পারে , সেই কথা মাথায় রেখেই আগাম সতর্কতা নিচ্ছে প্রশাসন ।

আরও পড়ুন : হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার, ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি

চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল চুঁচুড়ার বাজারগুলোতে ঘুরে দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । চন্দননগর ও শ্রীরামপুরসহ হুগলি জেলাজুড়ে পুলিশ রাস্তায় নেমে মানুষকে সাবধান করছে । যাঁরা দোকান খুলে রাখছেন তাঁদের দোকান জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে । ঝড়ের সময় মানুষ বাইরে থাকলে প্রাণহানির আশঙ্কা থাকে, তাই তৎপর প্রশাসন ।

হুগলি, 26 মে : যশ মোকাবিলায় রাজ্যে ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্কতা প্রশাসনের ৷ সেই কারণে সকাল থেকেই বাজার ও দোকানে ঘুরে বন্ধ করার ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ কথা না শুনলে জুটছে মারও ৷ চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুরসহ বিভিন্ন ব্লকে ও এই নির্দেশিকা জারি করা হয়েছে । তার সঙ্গে চলছে মাইকে প্রচার । প্রশাসনের নির্দেশে দোকান বাজার বন্ধ করতে সক্রিয় পুলিশ ৷

ইতিমধ্যেই ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ ৷ রাজ্য ও জেলাজুড়ে এর প্রভাবে শুরু হয়েছে হালকা ঝড় ও বৃষ্টি । বেলা যত বাড়ছে হুগলি জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে । সেই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও । শ্রীরামপুর ও চন্দননগরের গঙ্গার ঘাটগুলিতে বাণের প্রভাব দেখা গিয়েছে ।

বাজার ও দোকান বন্ধ করল পুলিশ প্রসাশন

গতকালই মিনি সাইক্লোন হয়ে যাওয়ার ফলে প্রবল ক্ষতির মুখে পড়ছে ব্যান্ডেল ও পোলবার বেশ কিছু অঞ্চল । বড় ঘূর্ণিঝড়ের সময় ছোটো ছোটো এধরনের ঘূর্ণিঝড় হয়ে থাকে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । সেই কারণে যশের গতিবেগ কী হবে , কতটা প্রভাব ফেলতে পারে , সেই কথা মাথায় রেখেই আগাম সতর্কতা নিচ্ছে প্রশাসন ।

আরও পড়ুন : হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার, ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি

চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল চুঁচুড়ার বাজারগুলোতে ঘুরে দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । চন্দননগর ও শ্রীরামপুরসহ হুগলি জেলাজুড়ে পুলিশ রাস্তায় নেমে মানুষকে সাবধান করছে । যাঁরা দোকান খুলে রাখছেন তাঁদের দোকান জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে । ঝড়ের সময় মানুষ বাইরে থাকলে প্রাণহানির আশঙ্কা থাকে, তাই তৎপর প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.