ETV Bharat / state

2021-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য সুখকর হবে না - 2021- এর বিধানসভা নির্বাচন তৃনমূলের জন্য সুখকর হবে না

2021 এর বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য সুখকর হবে না । জাঙ্গিপাড়ায় অভিনন্দন যাত্রায় যোগ দিতে এসে একথা বললেন BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায় ।

2021 assembly elections
মুকুল রায়
author img

By

Published : Feb 12, 2020, 10:02 PM IST

জাঙ্গিপাড়া,12 ফেব্রুয়ারি : আগামী 2021 এর বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য সুখকর হবে না । গতকাল দিল্লিতে BJP-র বিপর্যয়ের পরেও যেভাবে এরাজ্যে CAA-র সমর্থনে মানুষ রাস্তায় নামছে তা থেকে এটা নিশ্চিত । জাঙ্গিপাড়ায় অভিনন্দন যাত্রায় যোগ দিতে এসে একথা বললেন BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায় ।

BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায়

দিল্লি ভোটের ফল নিয়ে মুকুল রায় বলেন,2015 সালের নিরিখে BJP-র 6 শতাংশ ভোট বেড়েছে কিন্তু ২০১৯-এর নিরিখে খারাপ ফল হয়েছে । মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় আজ বলেন, NPR নিয়ে কেউ তথ্য চাইতে গেলে বাড়ি থেকে বের করে দিন । এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "কেন্দ্রীয় নাগরিকত্ব আইন এটা ভারতবর্ষের দুটো সংসদে আলোচনার পর পাস হওয়ার পর রাষ্ট্রপতি স্বাক্ষর করেন । এই আইনে কোনটা কেন্দ্রের সাবজেক্ট কোনটা রাজ্যের সাবজেক্ট কোনটা যৌথ এইগুলো নির্ধারিত করা আছে। এই আইনকে রদ করার ক্ষমতা আছে একমাত্র সুপ্রিম কোর্টের । সুপ্রিম কোর্টে প্রাথমিকভাবে এই আইনের উপর কোনও স্থগিতাদেশ দেয় নি। তাই নিশ্চিত করে কেন্দ্রীয় এই নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করা হবে । বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ একে দুই হাত তুলে সমর্থন করেছে।"

পৌরভোট নিয়ে বলেন,পুরসভা ভোট রাজ্য নির্বাচন কমিশনের আওতায় হয় তাই এই ভোটে কোনও নিরাপত্তা থাকেনা । তাই স্বাভাবিকভাবেই আগামী পৌরসভা নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে বহু পৌরসভা ও কর্পোরেশনে BJP-র জয় নিশ্চিত। এদিন রসিদপুর থেকে জাঙ্গিপাড়া পর্যন্ত মিছিল করে BJP ।

জাঙ্গিপাড়া,12 ফেব্রুয়ারি : আগামী 2021 এর বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য সুখকর হবে না । গতকাল দিল্লিতে BJP-র বিপর্যয়ের পরেও যেভাবে এরাজ্যে CAA-র সমর্থনে মানুষ রাস্তায় নামছে তা থেকে এটা নিশ্চিত । জাঙ্গিপাড়ায় অভিনন্দন যাত্রায় যোগ দিতে এসে একথা বললেন BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায় ।

BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায়

দিল্লি ভোটের ফল নিয়ে মুকুল রায় বলেন,2015 সালের নিরিখে BJP-র 6 শতাংশ ভোট বেড়েছে কিন্তু ২০১৯-এর নিরিখে খারাপ ফল হয়েছে । মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় আজ বলেন, NPR নিয়ে কেউ তথ্য চাইতে গেলে বাড়ি থেকে বের করে দিন । এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "কেন্দ্রীয় নাগরিকত্ব আইন এটা ভারতবর্ষের দুটো সংসদে আলোচনার পর পাস হওয়ার পর রাষ্ট্রপতি স্বাক্ষর করেন । এই আইনে কোনটা কেন্দ্রের সাবজেক্ট কোনটা রাজ্যের সাবজেক্ট কোনটা যৌথ এইগুলো নির্ধারিত করা আছে। এই আইনকে রদ করার ক্ষমতা আছে একমাত্র সুপ্রিম কোর্টের । সুপ্রিম কোর্টে প্রাথমিকভাবে এই আইনের উপর কোনও স্থগিতাদেশ দেয় নি। তাই নিশ্চিত করে কেন্দ্রীয় এই নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করা হবে । বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ একে দুই হাত তুলে সমর্থন করেছে।"

পৌরভোট নিয়ে বলেন,পুরসভা ভোট রাজ্য নির্বাচন কমিশনের আওতায় হয় তাই এই ভোটে কোনও নিরাপত্তা থাকেনা । তাই স্বাভাবিকভাবেই আগামী পৌরসভা নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে বহু পৌরসভা ও কর্পোরেশনে BJP-র জয় নিশ্চিত। এদিন রসিদপুর থেকে জাঙ্গিপাড়া পর্যন্ত মিছিল করে BJP ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.