ETV Bharat / state

ফের চালু চুঁচুড়া-কলকাতা ফেরি পরিষেবা

যাতায়াতের দুর্ভোগ দূর করতে চুঁচুড়া-কলকাতা ফেরি পরিষেবা ফের চালু হল।

author img

By

Published : Jun 29, 2020, 1:45 PM IST

hoogly
ফের চালু হল চুঁচুড়া-কলকাতা ফেরি পরিষেবা

চুঁচুড়া, 29 জুন : অফিস যাত্রীদের সুবিধায় কয়েকদিন আগে শুরু হয়েছিল লঞ্চ পরিষেবা ৷ তবে লঞ্চ চলছিল উত্তরপাড়া , শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর থেকে । আজ সকালে চুঁচুড়া ফেরিঘাট থেকে 17 জন যাত্রী নিয়ে পুনরায় লঞ্চ পরিষেবা চালু হল ৷ সকাল সাড়ে ছ'টায় ছাড়ে লঞ্চটি । 70 টাকা ভাড়া ধার্য করা হয়েছে । ফেয়ারলি থেকে ফেরার লঞ্চ ছাড়বে বিকাল 4.40 মিনিটে ।

চলছে আনলক ওয়ান ৷ জোর কদমে কাজ চলছে সরকারি ও বেসরকারি অফিসে ৷ রুজি-রুটির টানে তাই সকলকেই ঘর থেকে বেরোতে হচ্ছে ৷ তবে, পথে বেরিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন ৷ রাস্তায় হাতেগোনা কয়েকটি বাস চলেছে ৷ তার উপর সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে কম সংখ্যক যাত্রী নিয়ে চলছে বাসগুলি ৷ কার্যত রুজির টানে বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে ৷ এই অবস্থা হুগলি জেলার বাসিন্দাদেরও ৷ এই পরিস্থিতির কথায় মাথায় রেখে আজ সকাল থেকে চুঁচুড়া -কলকাতা জলপথে যোগাযোগ চালু হল ।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, " মানুষের সমস্যার কথায় মাথায় রেখে লঞ্চ পরিষেবা চালু করা হয়েছে ।"

চুঁচুড়া, 29 জুন : অফিস যাত্রীদের সুবিধায় কয়েকদিন আগে শুরু হয়েছিল লঞ্চ পরিষেবা ৷ তবে লঞ্চ চলছিল উত্তরপাড়া , শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর থেকে । আজ সকালে চুঁচুড়া ফেরিঘাট থেকে 17 জন যাত্রী নিয়ে পুনরায় লঞ্চ পরিষেবা চালু হল ৷ সকাল সাড়ে ছ'টায় ছাড়ে লঞ্চটি । 70 টাকা ভাড়া ধার্য করা হয়েছে । ফেয়ারলি থেকে ফেরার লঞ্চ ছাড়বে বিকাল 4.40 মিনিটে ।

চলছে আনলক ওয়ান ৷ জোর কদমে কাজ চলছে সরকারি ও বেসরকারি অফিসে ৷ রুজি-রুটির টানে তাই সকলকেই ঘর থেকে বেরোতে হচ্ছে ৷ তবে, পথে বেরিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন ৷ রাস্তায় হাতেগোনা কয়েকটি বাস চলেছে ৷ তার উপর সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে কম সংখ্যক যাত্রী নিয়ে চলছে বাসগুলি ৷ কার্যত রুজির টানে বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে ৷ এই অবস্থা হুগলি জেলার বাসিন্দাদেরও ৷ এই পরিস্থিতির কথায় মাথায় রেখে আজ সকাল থেকে চুঁচুড়া -কলকাতা জলপথে যোগাযোগ চালু হল ।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, " মানুষের সমস্যার কথায় মাথায় রেখে লঞ্চ পরিষেবা চালু করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.