চুঁচুড়া, 3 জুন : কোরোনা সংক্রমণ রুখতে নির্দিষ্ট নিয়ম মেনে চালাতে হবে বাস ৷ যাত্রীদের মুখে থাকবে মাস্ক । স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । মেনে চলতে হবে সামাজিক দূরত্বও । সরকার এই নির্দেশিকা দিয়েছে । কিন্তু, ঠিক এর বিপরীত ছবি ধরা পড়ল চুঁচুড়ায় । ঘড়ির মোড় থেকে কলকাতা ধর্মতলা রুটে আজ থেকে সরকারি বাস পরিষেবা চালু হয় । আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও ৷ উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদারও । তাঁদের সামনেই দেখা গেল সামাজিক দূরত্ব না মানার ছবি । বাসের সামনে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা । সবার মুখে মাস্ক নেই । এই ছবি ধরা পড়ল ক্যামেরায় ।
সামাজিক দূরত্ব কেন মানা হচ্ছে না ? প্রশ্নের উত্তরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘এই রুটে বাস চলা ঐতিহাসিক ঘটনা । চুঁচুড়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল । আবেগ ধরে রাখতে কোথাও বিঘ্ন ঘটেছে । আমাদের দলের কর্মীরা মানুষের আবেগ সামলানোর আপ্রাণ চেষ্টা করেছে । আজ ওপেনিং ডেট । মানুষ অতি উৎসাহে এগিয়ে এসেছে । পরেরবার নিশ্চয় এমন হবে না ৷ এরপর থেকে সামাজিক দূরত্ব মানা হবে ।’’
বিধায়ক এই কথা বললেও প্রশ্ন উঠতে শুরু করেছে । কেউ কেউ বলছেন, জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সামনেই যদি সামাজিক দূরত্ব না মানা হয় তাহলে অন্য সময় কী হচ্ছে, তা আর বুঝতে বাকি রইল না । সরকারের এবিষয়ে আরও সচেতন হওয়া দরকার । না হলে সংক্রমণ বাড়তেই থাকবে ।
যাত্রীদের একাংশের আবার বক্তব্য, সরকারের তরফে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও বাস্তবটা অন্যরকম । তাঁরা জানাচ্ছেন, লোকাল ট্রেন কবে চালু হবে এখনও ঠিক নেই । এর মধ্যে সরকারি-বেসরকারি অফিস খুলছে । সাধারণ মানুষকে পথে নামতে হয়েছে । গন্তব্যে পৌঁছতে হবে । কলকাতায় যাওয়ার প্রয়োজনীতা বাড়ছে । এই সময় বাসই একমাত্র ভরসা । সেজন্য বাসস্ট্যান্ডে বা বাসে তো ভিড় হবেই । ট্রেন চালু হলে বাসে ভিড় অনেকটাই কমতে পারে ।
প্রসঙ্গত, আজ থেকে যে নতুন বাসটি চালু হল তা চুঁচু্ড়া থেকে GT রোড দিয়ে শ্রীরামপুর উত্তরপাড়া হয়ে বালি ডানলপ সিঁথি ধরে ধর্মতলা পৌঁছবে । চুঁচু্ড়া থেকে ভাড়া ধার্য হয়েছে 40 টাকা । দূরত্ব কমলে ভাড়া কমবে । আপাতত সকাল 7:30 ও 8:30 মিনিটে দুটি বাস ছাড়বে চুঁচু্ড়া থেকে । ধর্মতলা থেকে ফেরার বাস ছাড়বে বিকাল 4:30 ও 5:30 মিনিটে ।
দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার MD গোদালা কিরন কুমার বলেন, ‘‘আপাতত এই বাস চালু হল।মানুষের প্রয়োজনীতা থাকলে আরো বাস চালানো হবে । মানুষের সমস্যার কথা ভেবেই এই পদক্ষেপ ।’’