ETV Bharat / state

স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ শ্রীরামপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের - HOOGHLY

শ্রীরামপুর পৌরসভায় স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।

অস্থায়ী কর্মী
author img

By

Published : Mar 6, 2019, 1:22 PM IST

শ্রীরামপুর, ৬ মার্চ : শ্রীরামপুর পৌরসভায় স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিক্ষোভ চলে। যার জেরে কাজকর্ম বন্ধ থাকে পৌরসভা এলাকায়। চেয়ারম্যানের আশ্বাসে সাময়িক বিক্ষোভ উঠলেও আগামী ২০ মার্চের মধ্যে কোনও পদক্ষেপ না বিলে বড় আন্দোলনে নামবে তারা।


শ্রীরামপুর পৌরসভায় ৪০০ জন অস্থায়ী শ্রমিক কাজ করে। তার মধ্যে অনেকেই ১৫ থেকে ২০ বছর ধরে কাজ করছে। বেশ কয়েকজন কর্মী স্থায়ী চাকরি পেলেও বহু শ্রমিক এখনও স্থায়ী কর্মী হয়নি। অস্থায়ী কর্মীরা অভিযোগ করে, যে ৩২ জন কর্মী স্থায়ী হয়েছে, তারা কিছু দিনের মধ্যেই স্থায়ী হয়ে গেছে। এইবিষয়ে পৌরসভার কাছে বহু বার দরবার করলেও কিছুই হয়নি। তাই ৪ মার্চ থেকে অবস্থানে বসে তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় গতকাল সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পৌরসভার হস্তক্ষেপে বিক্ষোভ উঠে। কিন্তু তারা বলে, সময়সীমার পরও যদি কোনও প্রতিকার না হয় আবার আন্দোলনে সামিল হবে।


পৌরসভার বিরোধী দলনেতা সুমঙ্গল সিং বলেন, "যারা কয়েক মাস কাজ করছে তারা স্থায়ী হিসাবে নিযুক্ত হয়ে গেছে। কিন্তু যারা ২০ বছর কাজ করছে তারা স্থায়ী হচ্ছে না। এখানে সবার সমান অধিকার আছে। পৌরসভাকে এর দায়িত্ব নিতে হবে।"

undefined


পৌরসভার চেয়ারম্যান অমিয় মুখার্জি বলেন, "কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা ঠিক হয়ে গেছে। এখানে চেয়ারম্যান যাকে মনে করবে তাকেই স্থায়ীকরণ করা হবে। কেউ দু'দিন কাজ করে যদি এসে বলে আমাদের স্থায়ীকরণ করতে হবে, এটা মানা সম্ভব না। তবে আমরা চেষ্টা করব যাতে সুষ্ঠু সমাধান হয়।"

শ্রীরামপুর, ৬ মার্চ : শ্রীরামপুর পৌরসভায় স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিক্ষোভ চলে। যার জেরে কাজকর্ম বন্ধ থাকে পৌরসভা এলাকায়। চেয়ারম্যানের আশ্বাসে সাময়িক বিক্ষোভ উঠলেও আগামী ২০ মার্চের মধ্যে কোনও পদক্ষেপ না বিলে বড় আন্দোলনে নামবে তারা।


শ্রীরামপুর পৌরসভায় ৪০০ জন অস্থায়ী শ্রমিক কাজ করে। তার মধ্যে অনেকেই ১৫ থেকে ২০ বছর ধরে কাজ করছে। বেশ কয়েকজন কর্মী স্থায়ী চাকরি পেলেও বহু শ্রমিক এখনও স্থায়ী কর্মী হয়নি। অস্থায়ী কর্মীরা অভিযোগ করে, যে ৩২ জন কর্মী স্থায়ী হয়েছে, তারা কিছু দিনের মধ্যেই স্থায়ী হয়ে গেছে। এইবিষয়ে পৌরসভার কাছে বহু বার দরবার করলেও কিছুই হয়নি। তাই ৪ মার্চ থেকে অবস্থানে বসে তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় গতকাল সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পৌরসভার হস্তক্ষেপে বিক্ষোভ উঠে। কিন্তু তারা বলে, সময়সীমার পরও যদি কোনও প্রতিকার না হয় আবার আন্দোলনে সামিল হবে।


পৌরসভার বিরোধী দলনেতা সুমঙ্গল সিং বলেন, "যারা কয়েক মাস কাজ করছে তারা স্থায়ী হিসাবে নিযুক্ত হয়ে গেছে। কিন্তু যারা ২০ বছর কাজ করছে তারা স্থায়ী হচ্ছে না। এখানে সবার সমান অধিকার আছে। পৌরসভাকে এর দায়িত্ব নিতে হবে।"

undefined


পৌরসভার চেয়ারম্যান অমিয় মুখার্জি বলেন, "কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা ঠিক হয়ে গেছে। এখানে চেয়ারম্যান যাকে মনে করবে তাকেই স্থায়ীকরণ করা হবে। কেউ দু'দিন কাজ করে যদি এসে বলে আমাদের স্থায়ীকরণ করতে হবে, এটা মানা সম্ভব না। তবে আমরা চেষ্টা করব যাতে সুষ্ঠু সমাধান হয়।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.