তারকেশ্বর, 17 মার্চ : কোরোনা-আতঙ্কের জেরে তারকেশ্বরে গাজন মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল ৷ রাজ্য সরকার বিভিন্ন জায়গায় জমায়েতের উপর যে বিধিনিষেধ আরোপ করেছে তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত ৷ তারকেশ্বরের চেয়ারম্যান তথা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের সদস্য স্বপন সামন্ত ফোনে মঠের সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজের সঙ্গে এই বিষয়ে কথা বলেন ৷
1 চৈত্র থেকে শুরু হয়েছে গাজন মেলা ৷ মেলা উপলক্ষ্যে এরাজ্য ছাড়াও অন্য রাজ্য থেকে লাখ লাখ ভক্ত পুজো দিতে আসেন তারকেশ্বর মন্দিরে ৷ চৈত্র মাসে বহু ভক্ত নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্র ধারণ করেন ৷ এক মাস ধরে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ন্যাস জীবন যাপন করেন ৷ গাজন শেষে 31 চৈত্র শিব গোত্র ত্যাগ করে ফের নিজের গোত্রে ফিরে যান তাঁরা ৷
গাজনকে ঘিরে তারকেশ্বর মন্দিরে প্রচুর মানুষের সমাগম হওয়ায় ব্যবসাও চলে প্রচুর পরিমাণে ৷ এবছর প্রথম থেকেই কোরোনা থাবা বসিয়েছে ব্যবসায়ীদের মুনাফাতে ৷ উৎসবের দিনগুলোতেও সেভাবে লাভ হচ্ছে না ৷ কমেছে পূণ্যার্থীর সংখ্যা ৷ তবে, লোকসান হলেও কোরোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপ মেনে নিতে রাজি বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা ৷
অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত জানান, "মহারাজজির সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ উনি এসে বাকি সিদ্ধান্ত নেবেন ৷ তবে আমরা পৌরসভার পক্ষ থেকে যে আবেদন করেছিলাম, তার পরিপ্রক্ষিতে তিনি 1426 সাল থেকে শুরু হওয়া গাজন মেলা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ মন্দির খোলা রাখা হবে কি না তা আগামীকাল তিনি জানাবেন ৷"