ETV Bharat / state

করোনা আক্রান্ত পড়ুয়া, মিড-ডে মিল বাড়ি পৌঁছে দিলেন শিক্ষকরা - শিক্ষকদের উদ্যোগ হুগলিতে

বিতনু দাস নামে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া করোনা আক্রান্ত ৷ তার বাড়িতে মিড-ডে মিলের সামগ্রী পৌঁছে দিলেন স্কুল শিক্ষকরা ৷

করোনা আক্রান্ত পড়ুয়ার বাড়ি শিক্ষকরা পৌঁছে দিলেন মিড ডে মিল
করোনা আক্রান্ত পড়ুয়ার বাড়ি শিক্ষকরা পৌঁছে দিলেন মিড ডে মিল
author img

By

Published : May 21, 2021, 4:10 PM IST

সিঙ্গুর, 21 মে : করোনা আক্রান্ত পড়ুয়ার বাড়ি মিড-ডে মিলের সামগ্রী পৌঁছে দিলেন স্কুলের শিক্ষকরা ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে ৷ আগামী দিনে আক্রান্ত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিশির মাঝি ৷

সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বিতনু দাস ৷ ওই ছাত্র বেশ কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত ৷ এমনকি তার পরিবারের সবাই আক্রান্ত ৷ ওই ছাত্রের কথা জানতে পেরে স্কুলের শিক্ষকরা গতকাল বিতনুর বরাদ্দ মিড-ডে মিলের সামগ্রী তার বাড়ি পৌঁছে দেন ৷ এছাড়া ওই ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তাঁরা ৷

শিশির মাঝি বলেন, "দিন দুয়েক ধরে নোটিস দিয়ে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ পড়ুয়াদের অভিভাবকরা এসে তা নিয়ে যান ৷ জানতে পারি, জলাঘাটার বিতনু নামে এক পড়ুয়া সহ তার পরিবার করোনায় আক্রান্ত ৷ সকলেই কোয়ারান্টিনে রয়েছেন ৷ আমাদের কয়েকজন শিক্ষক তার বরাদ্দ মিড-ডে মিলের সামগ্রী বাড়িতে পৌঁছে দেন ৷"

সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কি করলেন, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : কাঁকসার সবুজ ঘেরা আদিবাসীদের জীবন, নেই কোভিড আতঙ্ক

তিনি আরও বলেন, "এই কঠিন পরিস্থিতিতে আমরা পড়ুয়াদের পাশে আছি ৷ আগামী দিনে যদি কোনও পড়ুয়া করোনা আক্রান্ত হয় তাহলে তাদের বাড়িতেও আমরা মিড-ডে মিল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ৷"

বিতনুর বাবা কালোসোনা দাস স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "আমাদের পরিবারের সকলে করোনা আক্রান্ত ৷ স্কুলে গিয়ে মিড-ডে মিল আনার মতো কেউ নেই ৷ স্কুলের উদ্যোগে শিক্ষকরা এসে আমাদের বাড়িতে ছেলের মিড-ডে মিল তুলে দিয়ে গেলেন, এতে আমরা খুব গর্বিত ৷ সঙ্গে ছেলের খবরাখবর নিয়ে গেলেন শিক্ষকরা ৷"

সিঙ্গুর, 21 মে : করোনা আক্রান্ত পড়ুয়ার বাড়ি মিড-ডে মিলের সামগ্রী পৌঁছে দিলেন স্কুলের শিক্ষকরা ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে ৷ আগামী দিনে আক্রান্ত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিশির মাঝি ৷

সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বিতনু দাস ৷ ওই ছাত্র বেশ কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত ৷ এমনকি তার পরিবারের সবাই আক্রান্ত ৷ ওই ছাত্রের কথা জানতে পেরে স্কুলের শিক্ষকরা গতকাল বিতনুর বরাদ্দ মিড-ডে মিলের সামগ্রী তার বাড়ি পৌঁছে দেন ৷ এছাড়া ওই ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তাঁরা ৷

শিশির মাঝি বলেন, "দিন দুয়েক ধরে নোটিস দিয়ে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ পড়ুয়াদের অভিভাবকরা এসে তা নিয়ে যান ৷ জানতে পারি, জলাঘাটার বিতনু নামে এক পড়ুয়া সহ তার পরিবার করোনায় আক্রান্ত ৷ সকলেই কোয়ারান্টিনে রয়েছেন ৷ আমাদের কয়েকজন শিক্ষক তার বরাদ্দ মিড-ডে মিলের সামগ্রী বাড়িতে পৌঁছে দেন ৷"

সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কি করলেন, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : কাঁকসার সবুজ ঘেরা আদিবাসীদের জীবন, নেই কোভিড আতঙ্ক

তিনি আরও বলেন, "এই কঠিন পরিস্থিতিতে আমরা পড়ুয়াদের পাশে আছি ৷ আগামী দিনে যদি কোনও পড়ুয়া করোনা আক্রান্ত হয় তাহলে তাদের বাড়িতেও আমরা মিড-ডে মিল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ৷"

বিতনুর বাবা কালোসোনা দাস স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "আমাদের পরিবারের সকলে করোনা আক্রান্ত ৷ স্কুলে গিয়ে মিড-ডে মিল আনার মতো কেউ নেই ৷ স্কুলের উদ্যোগে শিক্ষকরা এসে আমাদের বাড়িতে ছেলের মিড-ডে মিল তুলে দিয়ে গেলেন, এতে আমরা খুব গর্বিত ৷ সঙ্গে ছেলের খবরাখবর নিয়ে গেলেন শিক্ষকরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.