হুগলি, 27 এপ্রিল: করোনাকালে প্রায় দু'বছর বন্ধ ছিল স্কুল ৷ দীর্ঘসময় স্কুল বন্ধের কারণে স্কুলছুটের সংখ্য়া বৃদ্ধি পেয়েছে ৷ পড়ুয়াদের স্কুলমুখী করতেই স্কুলের শিক্ষকরা হাতে তুলে নিয়েছিছেন রঙ-তুলি ৷ দীর্ঘ দিনের চেষ্টায় স্কুল থেকে ক্লাসরুমের দেওয়ালে ফুটিয়ে তুলেছেন যামিনী রায়, বিভিন্ন কার্টুনের চরিত্র-সহ একাধিক চিত্র ৷ পান্ডুয়ার চন্দ্রহাটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা সম্পূর্ণ নিজ উদ্যোগে এই পদক্ষেপ গ্রহণ করেছেন (Teachers Have Taken the Initiative ) ৷
চন্দ্রহাটি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে 95 জন পড়ুয়া ৷ স্কুল শিক্ষক মাত্র 3 জন ৷ এই খুদে পড়ুয়াদের পড়াশোনা প্রতি আগ্রহী করতেই এই অভিনব পন্থা গ্রহণ করেছেন শিক্ষকরা ৷ এক কথায় স্কুলের দেওয়া রঙচঙে করে পড়ুয়াদের স্কুলমুখী করাই উদ্দেশ্য ৷
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নন-ল্যাব প্রোজেক্টে প্রাপ্ত নম্বর জমার নির্দেশ সংসদের
এই প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ কোলে জানান, আগে এই স্কুল মাটির দেওয়াল ও টালির ছাউনির ছিল । এখন স্কুলের দেওয়ালে বিভিন্ন চিত্র আঁকা থাকায় দেখতেও সুন্দর হয়েছে ৷ স্কুল এখন দেখলেই ভাল লাগছে । এই গ্রাম তপশীলি জাতির ছাত্রের সংখ্যা বেশি। এই রঙীন চিত্র ছাত্র-ছাত্রীদেরও আরও আকৃষ্ট করবে ৷