ETV Bharat / state

দুস্থদের খাদ্যসামগ্রী বিলি তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের

দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এলেন তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ । তারকেশ্বর রাজবাড়ি থেকে চলল বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ । অনেকেই এসে সেই খাদ্যসামগ্রী সংগ্রহ করেন ।

food
বিনামূল্যের হাট
author img

By

Published : Apr 16, 2020, 12:37 PM IST

তারকেশ্বর, 16 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । ফলে, দিন আনা দিন খাওয়া মানুষগুলি পড়েছেন বিপাকে । কারণ, কাজ বন্ধ । সরকার থেকে দুস্থদের জন্য বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে বটে, কিন্তু তাও কোনও কোনও জায়গায় অপ্রতুল । অনেকেই পর্যাপ্ত খাবার পাচ্ছেন না । এই অবস্থায় দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসছেন অনেকেই । এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ ।

এলাকায় দুস্থদের সাহায্যার্থে খাদ্যসামগ্রী বিলির ব্যবস্থা করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফে । তারকেশ্বর রাজবাড়ি থেকে বিনামূল্যে চাল, ডাল, নুনের মতো অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য দেওয়া হয় গতকাল । দুস্থ পরিবারগুলির জন্যই খুলে দেওয়া হয়েছিল রাজবাড়ির গেট । অনেকেই রাজবাড়ি থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন। মন্দির সূত্রে খবর, এলাকার প্রায় 100টি পরিবারের জন্য বিনা পয়সায় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হয়েছিল । এর আগেও একবার দুস্থ পরিবারগুলিকে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে । এছাড়াও মন্দিরের পুরোহিত এবং মন্দিরের অনুমোদনপ্রাপ্ত ব্যবসায়ীদের নগদ হাজার টাকা করে দান করেছেন মন্দিরের মহন্ত মহারাজ । আগামী দিনে মন্দিরের কাছাকাছি গ্রামের দুস্থ পরিবারগুলিকেও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি ।

নববর্ষের দিনে দুস্থ 100 জন মহিলাকে তাঁতের শাড়ি এবং 100 জন পুরুষকে ধুতি দান করেছেন মহন্ত মহারাজ । বলেন, "এলাকায় যাঁদের কাছে এখনও পর্যন্ত কোনও খাবার পৌঁছায়নি বা কোনওভাবে পৌঁছানো যায়নি তাঁদের চাল, ডালসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । আগামী দিনেও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে ।" এই সময় সকলকে দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি ।

তারকেশ্বর, 16 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । ফলে, দিন আনা দিন খাওয়া মানুষগুলি পড়েছেন বিপাকে । কারণ, কাজ বন্ধ । সরকার থেকে দুস্থদের জন্য বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে বটে, কিন্তু তাও কোনও কোনও জায়গায় অপ্রতুল । অনেকেই পর্যাপ্ত খাবার পাচ্ছেন না । এই অবস্থায় দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসছেন অনেকেই । এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ ।

এলাকায় দুস্থদের সাহায্যার্থে খাদ্যসামগ্রী বিলির ব্যবস্থা করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফে । তারকেশ্বর রাজবাড়ি থেকে বিনামূল্যে চাল, ডাল, নুনের মতো অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য দেওয়া হয় গতকাল । দুস্থ পরিবারগুলির জন্যই খুলে দেওয়া হয়েছিল রাজবাড়ির গেট । অনেকেই রাজবাড়ি থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন। মন্দির সূত্রে খবর, এলাকার প্রায় 100টি পরিবারের জন্য বিনা পয়সায় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হয়েছিল । এর আগেও একবার দুস্থ পরিবারগুলিকে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে । এছাড়াও মন্দিরের পুরোহিত এবং মন্দিরের অনুমোদনপ্রাপ্ত ব্যবসায়ীদের নগদ হাজার টাকা করে দান করেছেন মন্দিরের মহন্ত মহারাজ । আগামী দিনে মন্দিরের কাছাকাছি গ্রামের দুস্থ পরিবারগুলিকেও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি ।

নববর্ষের দিনে দুস্থ 100 জন মহিলাকে তাঁতের শাড়ি এবং 100 জন পুরুষকে ধুতি দান করেছেন মহন্ত মহারাজ । বলেন, "এলাকায় যাঁদের কাছে এখনও পর্যন্ত কোনও খাবার পৌঁছায়নি বা কোনওভাবে পৌঁছানো যায়নি তাঁদের চাল, ডালসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । আগামী দিনেও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে ।" এই সময় সকলকে দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.