ETV Bharat / state

ইতিহাসে প্রথম, শ্রাবণের প্রথম সোমবার ভক্তশূন্য তারকেশ্বর - shivratri

দরজা বন্ধ মন্দিরের ।তাই দূর থেকে দরজার বাইরে দাঁড়িয়েই প্রণাম করছেন ভক্তরা । সেখানেই ধূপ, মোমবাতি জ্বালিয়ে চলছে পুজোর কাজ ।

Tarakeswar
Tarakeswar
author img

By

Published : Jul 20, 2020, 8:43 PM IST

তারকেশ্বর, 20 জুলাই : কস্মিনকালেও এই ধরণের ঘটনা ঘটেছে কিনা জানা নেই স্থানীয়দের । প্রত্যেক বছর শ্রাবণ মাসের শুরুতেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লাখ লাখ ভক্তের ভিড় উপচে পড়ে মন্দিরে । বিশেষত, সোমবার তিল ধারণের জায়গা থাকে না তারকেশ্বর শহরে । কিন্তু, এ'বছর সেই ছবি পুরো উল্টো । আজ শ্রাবণের প্রথম সোমবার । প্রায় ভক্তশূন‍্য মন্দির ‌। মাঝেমধ‍্যে দু'একজন করে ভক্ত আসছেন মন্দিরে ।

কোরোনা সংক্রমণ এড়াতে আগেই শ্রাবণী মেলা বন্ধের ঘোষণা করেছিল মন্দির কর্তৃপক্ষ । এমনকী কোনও ভক্ত বাঁকে জল নিয়েও ঢুকতে পারবেন না মন্দিরে । শ্রাবণ মাস পড়তেই দর্শনার্থীদের সেই নির্দেশ মানতে তারকেশ্বর থেকে সিঙ্গুর পর্যন্ত‍ 12 নম্বর রোডের বিভিন্ন জায়গায় ব‍্যানার লাগানো হয়েছে হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের উদ‍্যোগে ।

কর্তৃপক্ষের নির্দেশে দরজা বন্ধ মন্দিরের ।তাই দূর থেকে দরজার বাইরে দাঁড়িয়েই প্রণাম করছেন ভক্তরা । সেখানেই ধূপ, মোমবাতি জ্বালিয়ে চলছে পুজোর কাজ । বন্ধ গেটের গায়ে রাখা আছে একটা বালতি । ভক্তরা তাতেই দুধ, জল, বেলপাতা ঢালছেন ।

উল্লেখ্য, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর শিব তীর্থ তারকেশ্বর মন্দির 23 জুন সন্ধ্যায় রথযাত্রার দিন প্রথম স্থানীয় ভক্তদের জন‍্য খুলে দেওয়া হয় । 24 জুন সকালে একঘন্টা খোলা হয় মন্দির । সেইদিন বিকেলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর 25 জুন সকাল থেকে দু'দফায় মন্দির খোলার সিন্ধান্ত নেয় কর্তৃপক্ষ । কিন্তু, সেদিনই তারকেশ্বর এলাকাজুড়ে কোরোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় পুনরায় অনির্দিষ্টকালের জন‍্য মন্দির বন্ধ রাখার সিন্ধান্ত নেয় কর্তৃপক্ষ । সেই থেকে এখনও বন্ধ তারকেশ্বর মন্দির ।

তারকেশ্বর, 20 জুলাই : কস্মিনকালেও এই ধরণের ঘটনা ঘটেছে কিনা জানা নেই স্থানীয়দের । প্রত্যেক বছর শ্রাবণ মাসের শুরুতেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লাখ লাখ ভক্তের ভিড় উপচে পড়ে মন্দিরে । বিশেষত, সোমবার তিল ধারণের জায়গা থাকে না তারকেশ্বর শহরে । কিন্তু, এ'বছর সেই ছবি পুরো উল্টো । আজ শ্রাবণের প্রথম সোমবার । প্রায় ভক্তশূন‍্য মন্দির ‌। মাঝেমধ‍্যে দু'একজন করে ভক্ত আসছেন মন্দিরে ।

কোরোনা সংক্রমণ এড়াতে আগেই শ্রাবণী মেলা বন্ধের ঘোষণা করেছিল মন্দির কর্তৃপক্ষ । এমনকী কোনও ভক্ত বাঁকে জল নিয়েও ঢুকতে পারবেন না মন্দিরে । শ্রাবণ মাস পড়তেই দর্শনার্থীদের সেই নির্দেশ মানতে তারকেশ্বর থেকে সিঙ্গুর পর্যন্ত‍ 12 নম্বর রোডের বিভিন্ন জায়গায় ব‍্যানার লাগানো হয়েছে হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের উদ‍্যোগে ।

কর্তৃপক্ষের নির্দেশে দরজা বন্ধ মন্দিরের ।তাই দূর থেকে দরজার বাইরে দাঁড়িয়েই প্রণাম করছেন ভক্তরা । সেখানেই ধূপ, মোমবাতি জ্বালিয়ে চলছে পুজোর কাজ । বন্ধ গেটের গায়ে রাখা আছে একটা বালতি । ভক্তরা তাতেই দুধ, জল, বেলপাতা ঢালছেন ।

উল্লেখ্য, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর শিব তীর্থ তারকেশ্বর মন্দির 23 জুন সন্ধ্যায় রথযাত্রার দিন প্রথম স্থানীয় ভক্তদের জন‍্য খুলে দেওয়া হয় । 24 জুন সকালে একঘন্টা খোলা হয় মন্দির । সেইদিন বিকেলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর 25 জুন সকাল থেকে দু'দফায় মন্দির খোলার সিন্ধান্ত নেয় কর্তৃপক্ষ । কিন্তু, সেদিনই তারকেশ্বর এলাকাজুড়ে কোরোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় পুনরায় অনির্দিষ্টকালের জন‍্য মন্দির বন্ধ রাখার সিন্ধান্ত নেয় কর্তৃপক্ষ । সেই থেকে এখনও বন্ধ তারকেশ্বর মন্দির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.