হুগলি, 20 মে : এরাজ্যে গণতন্ত্র বাঁচাও ৷ হিংসা মুক্ত রাজনীতি এবং ভয়মুক্ত বাংলা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার শ্রীরামপুরে সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে (BJP Sankalp Yatra) ৷ শ্রীরামপুর থেকে শেওড়াফুলি পর্যন্ত মিছিলের পর সেখানে একটি জনসভায় এদিন বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি বিষোদগার ছুঁড়ে দেওয়ার পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে খোঁচা, শেওড়াফুলির সভা থেকে শুভেন্দুর ভাষণে উঠে এল সবকিছুই (Suvendu slams Anubrata-Partha from BJP Sankalp Yatra in Sheoraphuli) ৷
শেওড়াফুলির সভায় নন্দীগ্রামের বিধায়ক এদিন তীব্র আক্রমণ করেন রাজ্যের পুলিশকে ৷ দিনকয়েক আগে তাঁর কার্যালয়ে পুলিশি অভিযান প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, "আমার অফিসে ঢুকে পরেছিল সার্চ ওয়ারেন্ট ছাড়া ৷ আমি ওদের নাম দিয়েছি মমতা পুলিশ ৷ এরা বলে সিবিআই বিজেপির বন্ধু। পুলিশের শীর্ষে কারা থাকবে সেটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একা ঠিক করেন, সিবিআই-তে সেটা হয় না।" রাজ্যে বারংবার সিবিআই-কে কেন আসতে হচ্ছে ? প্রশ্ন তুলে নিজেই তার উত্তর দেন শুভেন্দু ৷
তিনি বলেন, "পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে ৷ ছাপ্পা মারার কাজে ব্যবহার করা হয় ৷ তাদের সিআরপিসি অনুযায়ী কাজ করতে দেওয়া হয়না ৷ তাই বগটুই থেকে হাঁসখালি কোনও ক্ষেত্রেই আদালত পুলিশের উপর ভরসা রাখতে পারেনি ৷ বগটুইয়ে যাদের পুড়িয়ে মারা হয়েছে তারা বিজেপি করত না ৷ তারা সিবিআই চেয়েছে। আনিশ খানের পরিবার এখনও সিবিআই চায় ৷ শুধু বিজেপি না, ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই পুলিশে আস্থা রাখতে পারছে না।" পাবলিক সার্ভিস কমিশন থেকে এসএসসি, এরাজ্যে সর্বত্র দুর্নীতি ৷
আরও পড়ুন : প্রভাবশালী তকমা হটাতেই কি প্রতিবাদ মিছিল নিয়ে আপত্তি পার্থর ?
তা স্মরণ করিয়ে দিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "দুর্নীতি কোথায় হয়নি। পাবলিক সার্ভিস কমিশনে হয়েছে। এ জেলায় একজন বিধায়ক আছেন কুকুরকে যিনি বেড়াতে নিয়ে যান। তাঁকে চাকরি দিয়েছে। এত সবে SSC এরপর ধীরে ধীরে আরও বের হবে। সবকিছুতে দুর্নীতি হচ্ছে। ওয়েবেলে দুর্নীতি হয়েছে প্রমাণ করে দেব। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। আগে মাগুর মাছ বিক্রি করত। এখন এক হাজার কোটি টাকার মালিক। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের যদি জেল হতে পারে তাহলে এদের কেন হবে না। পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে যারা পরীক্ষা দেয়নি তাদের চাকরি দিয়েছে শত শত কোটি টাকা নিয়ে। আর এই দুর্নীতি সর্বত্র হয়েছে।"