উত্তরপাড়া, 4 সেপ্টেম্বর: দলীয় সভামঞ্চ থেকে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা নিরুলা ও শ্যালিকা মেনকা গম্ভীরের প্রতি কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(suvendu adhikari slams Abhishek Banerjee)৷ এদিনের সভা থেকে তিনি বলেন, "ব্যাংককের ব্যাংক থেকে টাকা তুলে সোনা কিনে আনে ভাইপোর স্ত্রী ও শ্যালিকা ।" এমনকি তিনি সেই চেকের ছবিও দেখান ।
বিজেপির সভা মঞ্চে থেকে এদিন তিনি আক্রমণ শানিয়ে বলেন,"অভিষেকের স্ত্রী রুজিরা নিরুলা ও শ্যালিকা মেনকা গম্ভীর এদের দু'জনেরই টাকা ছিল ব্যাংককের ব্যাংক কাশিকর্ন ব্রাঞ্চে । 2019 সালের 12 ফেব্রুয়ারি ব্যাংককে গিয়ে এই অ্যাকাউন্টটা বন্ধ করেন রুজিরা । সঙ্গে নিয়ে গিয়েছিলেন ওনার বোন মেনকা গম্ভীরকেও । যিনি ভাইপোর শ্যালিকা । ওনার অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করা হয় । পরে লোকসভা ভোটের আগে সেই টাকা দিয়ে সোনা কেনা হয় । যে সোনা নিয়ে আসার সময় দমদম এয়ারপোর্টে কাস্টম ধরে । একটা ব্যাগের চেইন খুলে দেখা যায় ব্যাগ ভর্তি সোনা । আরও সাতটি ব্যাগ ছিল । তখন বিধাননগর কমিশনারেটের কমিশনার জ্ঞানবন্ত সিং 200 পুলিশ নিয়ে গিয়ে ব্যাগগুলিকে নিয়ে আসে । এরপর গ্রিন করিডর করে ছোড়দার দোকান ভেঙে যে বাড়িটা হয়েছে সেখানে পৌঁছে দেওয়া হয় ।"
আরও পড়ুন : অভিষেক নাবালক, তোপ শুভেন্দু অধিকারীর
13 সেপ্টেম্বর 'চোর ধরো জেল ভরো' কর্মসূচিতে নবান্ন অভিযান রয়েছে বিজেপির । তারই প্রস্তুতি হিসেবে বিজেপির তরফে মিছিল ও সভা করা হচ্ছে রাজ্যজুড়ে । রবিবার উত্তরপাড়া দোলতলা থেকে গৌরী সিনেমা পর্যন্ত মিছিলে হাঁটেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari at uttarpara)। সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা ও পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ-সহ বিজেপি নেতৃত্বরা । গৌরী সিনেমার সামনে সভায় বিজেপি শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন ।