ETV Bharat / state

Suvendu Slams Abhishek: নবান্ন অভিযানের প্রচারে পাণ্ডুয়ায় শুভেন্দু, ফের একবার বিঁধলেন অভিষেককে - পাণ্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়

"এই সরকারের কিছু নেই ভাঁড়ে মা ভবানী। গতবার 240 কোটি টাকা পুজোয় অনুদান দিয়েছে। আটশো কোটি টাকার মদ বিক্রি করেছে। এবার 285 কোটি টাকার অনুদান দিয়েছে। লক্ষ্য 1 হাজার কোটি টাকার মদ খাওয়াবে।" রবিবার পান্ডুয়ার জনসভায় এসে এভাবেই ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Slams Abhishek)৷ তিনি এদিন হুগলির পাণ্ডুয়ায় এসেছিলেন আগামী 13 সেপ্টেম্বরের নবান্ন অভিযানের প্রচারে (Suvendu Adhikari in Pandua BJP Meeting) ৷

Suvendu Slams Abhishek
নবান্ন অভিযানের প্রচারে পাণ্ডুয়ায় শুভেন্দু
author img

By

Published : Sep 11, 2022, 11:10 PM IST

পাণ্ডুয়া, 11 সেপ্টেম্বর: 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানকে সফল করতে রবিবার পাণ্ডুয়ায় আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাণ্ডুয়া সুপার মার্কেট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় পাণ্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে। পরে সেখানে একটি জনসভা করেন তিনি। সেখানে এদিন ফের একাধিক বিষয় নিয়ে রাজ্যের শাসকদলের ওপর তোপ দাগলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on TMC) ৷

এই জনসভায় ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), জেলা সভাপতি তুষার মজুমদার, বিধায়ক অশোক দিন্দা, স্বপন পাল-সহ বিজেপি নেতৃত্ব। বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী বলেন, "ভাইপো আপনি বলেছিলেন পাঁচ পয়সাও খান না। আপনার বউ, শ্যালিকা খায়। আপনি কয়লা, গরু, পাথর খান। সবে তো ভোর ছ'টা, এখনও দুপুর হয়নি ৷ আমরা সন্ধে হতে দেব না। দেখুন না ডিসেম্বরে কী হয় (Suvendu Slams Abhishek from Pandua BJP Meeting)।"

নবান্ন অভিযানের প্রচারে পাণ্ডুয়ায় শুভেন্দু

এছাড়াও তিনি বলেন, "এই সরকারের কিছু নেই ভাঁড়ে মা ভবানী। গতবার 240 কোটি টাকা পুজোয় অনুদান দিয়েছে। আটশো কোটি টাকার মদ বিক্রি করেছে। এবার 285 কোটি টাকার অনুদান দিয়েছে। লক্ষ্য 1 হাজার কোটি টাকার মদ খাওয়াবে। তৃণমূলের যাদের কাছে টাকা রয়েছে তারা লুকিয়ে রাখুন। অবশ্য লুকিয়ে রেখেও লাভ হবে না। ইডি যা, সব খুঁজে বের করবে। একমাত্র গঙ্গার জলে ফেলে দিলে বাঁচতে পারেন।"

আরও পড়ুন: বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ সেলিমের

তিনি এদিন তৃণমূলকে কটাক্ষ করে আরও বলেন, "দুয়ারে সরকার না এখন খাটের তলায় সরকার। আমাদের কোনও সেটিং নেই। আমরা রিয়েল বিরোধী। আমি যদি নন্দীগ্রামে পারি আপনারা পারবেন তো পঞ্চায়েতে? আমি এসে বিডিও অফিসে নমিনেশন করাব। সংখ্যালঘুদের বলব কী পেলেন আনিশ খান? বগটুই, ইসলামপুর। আজকেও একজন বীরভূমে মারা গিয়েছেন। ভাইপো উত্তরবঙ্গে গিয়ে লেকচার দিচ্ছেন। পান্ডুয়ায় 2013-র পর থেকে পঞ্চায়েতে খাওয়া শুরু করেছে। তার আগে আমজাদ ভাই ছিলেন। এরা পঞ্চায়েত দখল করে খাওয়া শুরু করেছিল।"

পাণ্ডুয়া, 11 সেপ্টেম্বর: 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানকে সফল করতে রবিবার পাণ্ডুয়ায় আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাণ্ডুয়া সুপার মার্কেট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় পাণ্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে। পরে সেখানে একটি জনসভা করেন তিনি। সেখানে এদিন ফের একাধিক বিষয় নিয়ে রাজ্যের শাসকদলের ওপর তোপ দাগলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on TMC) ৷

এই জনসভায় ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), জেলা সভাপতি তুষার মজুমদার, বিধায়ক অশোক দিন্দা, স্বপন পাল-সহ বিজেপি নেতৃত্ব। বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী বলেন, "ভাইপো আপনি বলেছিলেন পাঁচ পয়সাও খান না। আপনার বউ, শ্যালিকা খায়। আপনি কয়লা, গরু, পাথর খান। সবে তো ভোর ছ'টা, এখনও দুপুর হয়নি ৷ আমরা সন্ধে হতে দেব না। দেখুন না ডিসেম্বরে কী হয় (Suvendu Slams Abhishek from Pandua BJP Meeting)।"

নবান্ন অভিযানের প্রচারে পাণ্ডুয়ায় শুভেন্দু

এছাড়াও তিনি বলেন, "এই সরকারের কিছু নেই ভাঁড়ে মা ভবানী। গতবার 240 কোটি টাকা পুজোয় অনুদান দিয়েছে। আটশো কোটি টাকার মদ বিক্রি করেছে। এবার 285 কোটি টাকার অনুদান দিয়েছে। লক্ষ্য 1 হাজার কোটি টাকার মদ খাওয়াবে। তৃণমূলের যাদের কাছে টাকা রয়েছে তারা লুকিয়ে রাখুন। অবশ্য লুকিয়ে রেখেও লাভ হবে না। ইডি যা, সব খুঁজে বের করবে। একমাত্র গঙ্গার জলে ফেলে দিলে বাঁচতে পারেন।"

আরও পড়ুন: বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ সেলিমের

তিনি এদিন তৃণমূলকে কটাক্ষ করে আরও বলেন, "দুয়ারে সরকার না এখন খাটের তলায় সরকার। আমাদের কোনও সেটিং নেই। আমরা রিয়েল বিরোধী। আমি যদি নন্দীগ্রামে পারি আপনারা পারবেন তো পঞ্চায়েতে? আমি এসে বিডিও অফিসে নমিনেশন করাব। সংখ্যালঘুদের বলব কী পেলেন আনিশ খান? বগটুই, ইসলামপুর। আজকেও একজন বীরভূমে মারা গিয়েছেন। ভাইপো উত্তরবঙ্গে গিয়ে লেকচার দিচ্ছেন। পান্ডুয়ায় 2013-র পর থেকে পঞ্চায়েতে খাওয়া শুরু করেছে। তার আগে আমজাদ ভাই ছিলেন। এরা পঞ্চায়েত দখল করে খাওয়া শুরু করেছিল।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.