ETV Bharat / state

Suvendu Adhikari: '10 তারিখের পরই আবাস দুর্নীতিতে মামলা হবে', হুঁশিয়ারি শুভেন্দুর - মোমিনপুর

বুধবার হুগলির (Hooghly) ধনিয়াখালিতে (Dhaniakhali) আয়োজিত বিজেপির একটি কর্মসূচিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ রাজ্যের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তিনি ৷

Suvendu Adhikari says BJP will file PIL in Awas Yojana Scam soon
ধনিয়াখালিতে শুভেন্দু অধিকারী ৷
author img

By

Published : Jan 4, 2023, 8:55 PM IST

সরব শুভেন্দু অধিকারী ৷

ধনিয়াখালি, 4 জানুয়ারি: 10 তারিখের পর আবাস দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে জনস্বার্থ মামলা রুজু করা হবে ৷ বুধবার একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একইসঙ্গে, বিভিন্ন দুর্নীতি ইস্যুতে তাঁর মন্তব্য, "ছোট চোর ধরে কোনও লাভ নেই ৷ চোরেদের মহারানিকে গ্রেফতার করতে হবে !" এক্ষেত্রে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) নিশানা করেছেন তিনি ৷ এদিন হুগলির (Hooghly) ধনিয়াখালিতে (Dhaniakhali) আয়োজিত বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দু'টি মন্তব্য করেন তিনি ৷

বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে এদিন এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিজেপি ৷ ধনিয়াখালির এই সভায় মূল বক্তা ছিলেন শুভেন্দু ৷ তাঁকে দেখতে এবং তাঁর কথা শুনতে সভামঞ্চের সামনে ভিড় উপচে পড়ে ৷ সেই সময় তাঁকে নানা বিষয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) সংক্রান্ত প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার সব সদস্যেরই জেলে যাওয়া উচিত ৷ 2022 সালের 25 মে মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল ৷ সেই ক্য়াবিনেটের মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই ছোট চোর ধরে কোনও লাভ নেই ৷ চোরেদের মহারানিকে গ্রেফতার করতে হবে !"

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টির দিন ঘনিয়ে এসেছে, তৃণমূলকে তোপ শুভেন্দুর

অভিযোগ, অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ পাইয়ে দিতেই এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারের তরফে ৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে ৷ শুভেন্দু এদিন সেই বিষয়টি নিয়েই ফের একবার সরব হন ৷ এর পাশাপাশি, শুভেন্দু অধিকারী এদিন জানান, "আমরা এর আগে 100 দিনের কাজ নিয়ে মামলা করেছি ৷ 10 তারিখের পর আবাস দুর্নীতি নিয়েও জনস্বার্থ মামলা করব ৷ আমাদের দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" একইসঙ্গে, শুভেন্দু মোমিনপুর টাকা উদ্ধার কাণ্ডের তদন্ত চলাকালীন সেখানে এনআইএ প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়ারও বিরোধিতা করেন ৷ তাঁর মুখে ফের একবার শোনা যায়, 'মিনি পাকিস্তান' তত্ত্ব ৷ শুভেন্দুর অভিযোগ, মোমিনপুর ভারতের অংশ হয়েও সেখানে ভারতের কোনও আইন বা নিয়ম খাটে না ! এ নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের একটি পুরনো মন্তব্যকে হাতিয়ার করেন তিনি ৷

সরব শুভেন্দু অধিকারী ৷

ধনিয়াখালি, 4 জানুয়ারি: 10 তারিখের পর আবাস দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে জনস্বার্থ মামলা রুজু করা হবে ৷ বুধবার একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একইসঙ্গে, বিভিন্ন দুর্নীতি ইস্যুতে তাঁর মন্তব্য, "ছোট চোর ধরে কোনও লাভ নেই ৷ চোরেদের মহারানিকে গ্রেফতার করতে হবে !" এক্ষেত্রে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) নিশানা করেছেন তিনি ৷ এদিন হুগলির (Hooghly) ধনিয়াখালিতে (Dhaniakhali) আয়োজিত বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দু'টি মন্তব্য করেন তিনি ৷

বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে এদিন এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিজেপি ৷ ধনিয়াখালির এই সভায় মূল বক্তা ছিলেন শুভেন্দু ৷ তাঁকে দেখতে এবং তাঁর কথা শুনতে সভামঞ্চের সামনে ভিড় উপচে পড়ে ৷ সেই সময় তাঁকে নানা বিষয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) সংক্রান্ত প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার সব সদস্যেরই জেলে যাওয়া উচিত ৷ 2022 সালের 25 মে মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল ৷ সেই ক্য়াবিনেটের মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই ছোট চোর ধরে কোনও লাভ নেই ৷ চোরেদের মহারানিকে গ্রেফতার করতে হবে !"

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টির দিন ঘনিয়ে এসেছে, তৃণমূলকে তোপ শুভেন্দুর

অভিযোগ, অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ পাইয়ে দিতেই এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারের তরফে ৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে ৷ শুভেন্দু এদিন সেই বিষয়টি নিয়েই ফের একবার সরব হন ৷ এর পাশাপাশি, শুভেন্দু অধিকারী এদিন জানান, "আমরা এর আগে 100 দিনের কাজ নিয়ে মামলা করেছি ৷ 10 তারিখের পর আবাস দুর্নীতি নিয়েও জনস্বার্থ মামলা করব ৷ আমাদের দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" একইসঙ্গে, শুভেন্দু মোমিনপুর টাকা উদ্ধার কাণ্ডের তদন্ত চলাকালীন সেখানে এনআইএ প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়ারও বিরোধিতা করেন ৷ তাঁর মুখে ফের একবার শোনা যায়, 'মিনি পাকিস্তান' তত্ত্ব ৷ শুভেন্দুর অভিযোগ, মোমিনপুর ভারতের অংশ হয়েও সেখানে ভারতের কোনও আইন বা নিয়ম খাটে না ! এ নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের একটি পুরনো মন্তব্যকে হাতিয়ার করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.