ETV Bharat / state

Suvendu Criticises Mamata: মমতা রাজ্যে অশান্তি লাগাচ্ছেন, ফের দাবি শুভেন্দুর

তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন শুভেন্দু অধিকারী ৷ রাজ্যে অশান্তির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা ৷

author img

By

Published : Apr 5, 2023, 9:53 PM IST

ETV Bharat
শুভেন্দু অধিকারী
হাঁসখালির সভায় শুভেন্দু অধিকারী

হাঁসখালি, 5 এপ্রিল: "শিবপুরে আগুন লাগিয়েছিল, হনুমান জয়ন্তীতেও অশান্তি লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখন মানুষ ওদেরকে দেখলেই চোর চোর বলে ডাকে ।" বুধবার নদীয়ার হাঁসখালির একটি জনসভায় এসে রাজ্যের শাসক দল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

উল্লেখ্য, এক বছর আগে হাঁসখালিতে এক নাবালিকাকে ধর্ষণ ও প্রমাণ লোপাটে তাঁকে পুড়িয়ে মারার ঘটনা ঘটে ৷ অভিযোগ ওঠেছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে ৷ সেই ঘটনার বর্ষপূর্তিকে এদিন কালা দিবস হিসেবে পালন করে বিজেপি ৷ এই উপলক্ষে এদিন হাঁসখালাতে বিজেপি-র কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ জানান, সরকার তাঁকে সভা করার অনুমতি দিচ্ছে না, কিন্তু তিনি আদালতের অনুমতি নিয়ে সভা করবেন পূর্ব মেদিনীপুরের খেজুরির ঠাকুরনগর ও ময়নায় ৷ এদিন শুভেন্দু অধিকারি জানান, তাঁর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপি করেন বলে তাঁর বিরুদ্ধে একাধিক কেস দেয় রাজ্য পুলিশ কিন্তু সুপ্রিম কোর্ট সেই সব কেস খারিজ করে দিয়েছে ৷

বিভিন্ন ইস্যুতে রাজ্যের সমালোচনা করার পাশাপাশি, এদিন রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ঘটনা নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "বৃহস্পতিবার রাজ্যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী পালিত হবে ৷ সবাইকে নিয়ে তা পালন করা হবে ৷" পাশাপাশি, হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ার প্রসঙ্গ টেনে তাঁর অভিযোগ, চোর চোর ডাক থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অশান্তি করাচ্ছেন ৷

আরও পড়ুন: হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, এদিনই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে হনুমান জয়ন্তী পালনে যাতে কোনও অশান্তি না ছড়ায় তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ শুভেন্দু অধিকারী জানান তাঁর আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

হাঁসখালির সভায় শুভেন্দু অধিকারী

হাঁসখালি, 5 এপ্রিল: "শিবপুরে আগুন লাগিয়েছিল, হনুমান জয়ন্তীতেও অশান্তি লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখন মানুষ ওদেরকে দেখলেই চোর চোর বলে ডাকে ।" বুধবার নদীয়ার হাঁসখালির একটি জনসভায় এসে রাজ্যের শাসক দল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

উল্লেখ্য, এক বছর আগে হাঁসখালিতে এক নাবালিকাকে ধর্ষণ ও প্রমাণ লোপাটে তাঁকে পুড়িয়ে মারার ঘটনা ঘটে ৷ অভিযোগ ওঠেছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে ৷ সেই ঘটনার বর্ষপূর্তিকে এদিন কালা দিবস হিসেবে পালন করে বিজেপি ৷ এই উপলক্ষে এদিন হাঁসখালাতে বিজেপি-র কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ জানান, সরকার তাঁকে সভা করার অনুমতি দিচ্ছে না, কিন্তু তিনি আদালতের অনুমতি নিয়ে সভা করবেন পূর্ব মেদিনীপুরের খেজুরির ঠাকুরনগর ও ময়নায় ৷ এদিন শুভেন্দু অধিকারি জানান, তাঁর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপি করেন বলে তাঁর বিরুদ্ধে একাধিক কেস দেয় রাজ্য পুলিশ কিন্তু সুপ্রিম কোর্ট সেই সব কেস খারিজ করে দিয়েছে ৷

বিভিন্ন ইস্যুতে রাজ্যের সমালোচনা করার পাশাপাশি, এদিন রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ঘটনা নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "বৃহস্পতিবার রাজ্যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী পালিত হবে ৷ সবাইকে নিয়ে তা পালন করা হবে ৷" পাশাপাশি, হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ার প্রসঙ্গ টেনে তাঁর অভিযোগ, চোর চোর ডাক থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অশান্তি করাচ্ছেন ৷

আরও পড়ুন: হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, এদিনই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে হনুমান জয়ন্তী পালনে যাতে কোনও অশান্তি না ছড়ায় তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ শুভেন্দু অধিকারী জানান তাঁর আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.