হুগলি, 28 নভেম্বর : "তৃণমূলের ঢোকার জন্য বাম-বিজেপি সকলেই চেষ্টা চালাচ্ছে ৷ শুভেন্দুও চেষ্টা চালাচ্ছেন, কোন গর্তে দিয়ে তৃণমূলে আসা যায় ।" শুভেন্দুকে এভাবেই কটাক্ষ করেন নির্মল মাঝি (Nirmal Maji slams Suvendu Adhikari) ।
নির্মল বলেন, "সমস্ত গর্তই বুঝিয়ে দেওয়া হচ্ছে । ওরকম শয়তান মীরজাফরকে পার্টি নেবে কিনা আলোচনা চলছে । দিলীপ ঘোষ থেকে সবাই পা বাড়িয়েছে তৃণমূলে আসার জন্য । একটু চান্স পেলেই ভল্ট দিয়ে জার্সি চেঞ্জ করে গিরগিটির মতো রং পরিবর্তন করে পরিবর্তনের আয়নায় একবারে সমাজসেবী হিসেবে স্থাপিত হবে । যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল তারা অনেকেই ফেরত আসতে চাইছে ৷ রাজ্যে অন্তত 50 জন বিধায়ক পা বাড়িয়েছে তৃণমূলের দিকে ৷ তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের জন্যই ।"
নিচুতলা কর্মীদের মধ্যে ক্ষোভের প্রসঙ্গে নির্মল বলেন, "নিচুতলার কর্মীরা বেইমান শয়তানদের পছন্দ করেন না । মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সারদা মা ৷ তিনি হচ্ছেন আমাদের জীবন দর্শন ৷ তিনি সৎয়েরও মা, অসৎয়েরও মা । তিনি সকলকে ক্ষমা করেন ৷"
প্রগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে এসে তৃণমূল বিধায়ক বলেন, "যারা পাঁচিলের ওপর দাঁড়িয়ে এদিক-ওদিক করছিল, নির্বাচনের আগে নতুন সরকার এলে সেদিকে ভল্ট দেবে বলে তাঁদের সায়নী ঘোষ পরিষ্কার করে দিয়েছেন, তাঁরা এখন চা-জল পরিবেশন করুন । 5 বছর থাকুক তারপর চিন্তাভাবনা করা হবে ।"
কলকাতা পৌরনিগমের প্রার্থী হিসেবে পরিবারতন্ত্রের অভিযোগ উঠে এসেছে । তা নিয়ে নির্মল বলেন, "আমি হলফ করে বলতে পারি, শশী পাঁজার মেয়ে, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলের মতো যাঁরা যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা প্রত্যেকেই গণদেবতার বিপুল ভোটে জিতবেন । তাঁরা জিতবেন স্বকীয়তায়, স্বমহিমায় ৷ তাঁদের বাবা-মায়ের কাজের জন্য নয় ।"
আরও পড়ুন : Nirmal Maji in Controversy: রাম-সীতা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ নির্মলের বিরুদ্ধে