হুগলি, 6 জুলাই: স্কুলে পরীক্ষা চলাকালীন শ্যামাপ্রসাদের জন্মদিবস উপলক্ষ্যে তারস্বরে মাইক বাজানোর জন্য ক্ষমা চাইলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বুধবার রাজ্যজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করে বিজেপি (Sukanta Majumdar apologizes after getting involved in controversy) । শ্যামাপ্রসাদের জন্মভিটেতে রীতিমতো মাইক বাজিয়ে অনুষ্ঠান কর্মসূচি পালন করেন বিজেপির রাজ্যস্তরের নেতারা । আর সেই অনুষ্ঠানকে ঘিরেই তৈরি হল বিতর্ক । সামনেই আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় । সেখানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা চলছিল । পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে শ্যামাপ্রসাদের জন্মদিবস পালন করাতেই বিতর্ক সামনে আসে।
এবিষয়ে প্রধান শিক্ষিকা না-থাকায় ভারপ্রাপ্ত শিক্ষিকা প্রশাসনের কাজে কোনও অভিযোগ করতে পারেননি । তবে এবিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকা কৃষ্ণা পাল বলেন, "আজ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা চলছিল । সেখানে কয়েকটি শ্রেণীকক্ষে আওয়াজের জন্য সমস্যা হচ্ছিল । বিষয়টি প্রধান শিক্ষিকা জানানো হবে বলে । তৃণমূলের কটাক্ষ বিজেপির এটাই কালচার । পরীক্ষা চলাকালীন কীভাবে মাইক চালাতে পারে ।"
আরও পড়ুন : চব্বিশের ভোটের আগেই বাংলায় কার্যকর সিএএ ! দাবি সুকান্তর
তবে এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা মাইকের ডেসিবেল কমিয়ে রাখব । প্রয়োজন হলে মাইক ছাড়া অনুষ্ঠান করব । আমাদের দৃষ্টিগোচরের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি । আমরা চাই না কোনও ক্ষতি হোক । আমাদের জন্য ক্ষতি হলে ক্ষমা প্রার্থী ।"