কলকাতা, 29 সেপ্টেম্বর: দলবদলের ব্যাপারে আমি কারও সঙ্গে যোগাযোগ রাখি না ৷ তৃণমূল বিধায়ক, যাঁরা বিজেপি-তে যোগদানের জন্য পা বাড়িয়ে রয়েছেন তাঁদের ব্যাপারে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই (Sukanta Majumdar) জানেন ৷ 2008 সিঙ্গুরে টাটার অধিগ্রহণ করা জমি পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ অর্থাৎ, ঘাসফুল বিধায়কদের বিজেপি-যোগ প্রসঙ্গে সুকান্ত-মিঠুনের সঙ্গে ভিন্ন মেরুতে অবস্থান করছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি (Sukanta Majumdar and Dilip Ghosh have different views on TMC MLAs joining BJP) ৷
দিনক'য়েক আগে চুঁচুড়ায় প্রাক দুর্গাপুজো সম্মেলনে এসে মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, তৃণমূলের বিধায়করা সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ যে কোনও দিন যে কোনও মুহূর্তে শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেলেই তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন। সংখ্যাটা একুশ এমনকী একচল্লিশও হতে পারে বলে জানিয়েছিলেন তাঁরা ৷ এ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "আমি এ ব্যাপারে কিছু জানি না, যাঁরা যোগাযোগ রাখছেন তাঁরা বলতে পারবেন ৷ দলবদল করার জন্য কারও সঙ্গে আমি যোগাযোগ রাখি না।"
পাশাপাশি ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে একদা টাটাদের অধিগৃহীত জমি পরিদর্শন শেষে দিলীপ ঘোষ জানান, সিঙ্গুরে এখন শিল্প নেই, কৃষি নেই, রয়েছে শুধু কাশফুল ৷ বৃহস্পতিবার সিঙ্গুরের খাসের ভেড়ি মনসাতলা এলাকার জমি ঘুরে দেখেন তিনি। 2008 সালে দুর্গাপুজোর প্রাকমুহূর্তে টাটাদের ছোট গাড়ি ন্যানো কারখানা বিদায় নিয়েছিল সিঙ্গুর থেকে। সম্প্রতি আবার দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কাশফুল দিয়ে বালিশ বানিয়ে 'সকার' হওয়ার পরামর্শ দিয়েছেন ৷
মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন পুজোমণ্ডপের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। আমি দেখতে এলাম সিঙ্গুর এবং তার আশপাশের এলাকার মানুষ কী ভাবছে। টাটার কারখানা বন্ধ করে দিয়ে ভোট নিয়ে যারা সরকারে এসেছিল সেই সরকার কী করছে ? এখানে শিল্প নেই কৃষি নেই শুধুমাত্র কাশফুল রয়েছে।"
আরও পড়ুন: কেন্দ্রের টাকা ঘুরপথে রাজ্যের প্রকল্পে ব্যবহার ! আরটিআই করলেন শুভেন্দু
তিনি প্রশ্ন তুলে আরও বলেন, "চারিদিকে সবুজ ধানক্ষেত দেখতে পাচ্ছি আর সিঙ্গুরের মানুষ সাদা কাশফুলের দিকে তাকিয়ে থেকে পুজোর দিকে এগোচ্ছেন। যারা শিল্পের স্বপ্ন দেখাচ্ছেন কেন তারা শিল্প বন্ধ করে দিয়ে কাশফুল দিয়ে বালিশ তৈরির শিল্প করার কথা বলছেন, চপ মুড়ির শিল্পর কথা বলছেন এ নিয়ে কী বাংলা এগোবে ? তাই দেখতে এসেছি।" যদিও দিলীপের দাবি নস্যাৎ করে কৃষিমন্ত্রী বেচারাম মান্নার দাবি, প্রচার পাওয়ার জন্যই এমন বলছেন দিলীপ ৷