ETV Bharat / state

Students Agitation: শিক্ষক দিবসেই পড়ুয়াদের খেতে না-দিয়ে অপমান প্রধান শিক্ষকের, বিক্ষোভে ছাত্রছাত্রীরা

শিক্ষক দিবসের দিন ঘাড় ধাক্কা খেতে হল প্রধান শিক্ষকের (Head Master) কাছে। এমনই অভিযোগ ছাত্রছাত্রীদের। এর জেড়ে বিক্ষোভে রাস্তায় নামলেন স্কুল পড়ুয়ারা (Students Agitation on Teacher's day Celebration)। ঘটনাটি আলিনগর কাশ্বাড়া ইয়াসিন মণ্ডল বিদ্যালয়ের।

Students Agitation
শিক্ষক দিবসেই পড়ুয়াদের খেতে না দিয়ে অপমান প্রধান শিক্ষকের
author img

By

Published : Sep 5, 2022, 11:02 PM IST

পোলবা, 5 সেপ্টেম্বর: ঘটনার সূত্রপাত শিক্ষক দিবসের খাওয়া-দাওয়া নিয়ে ৷ আর তা থেকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা (Students Agitation) ৷ শিক্ষক দিবসের দিন শিক্ষকের এহেন আচরণে হতবাক এলাকাবাসী ৷

সোমবার শিক্ষক দিবস উপলক্ষে মাংস ভাত খাওয়ার ব্যবস্থা করেন প্রধান শিক্ষক (Teacher's day Celebration)। কিন্তু একশোর উপর পড়ুয়াদের খাবার বাকি থাকলেও মাংস শেষ হয়ে যায়। তার থেকে শুরু হয় চেঁচামেচি। প্রধান শিক্ষক পার্থ ঘোষ বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে পড়েন। বাজে ভাষায় অপমান করে ছাত্রছাত্রীদের।

স্কুল থেকে ওই ছাত্রছাত্রীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন শিক্ষক দিবসের দিনই। সেই সঙ্গে স্কুলের এক শিক্ষককেও অপমান করেন প্রধান শিক্ষক। অপমান সহ্য করতে না পেরে স্কুলের বাইরে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা (Students Agitation on Teachers day Celebration)। আলিনগর মোড়ে তারকেশ্বর-হরিপাল রোডে অবরোধ করে। তাতে পরিস্থিতি জটিল হয়ে যায় ৷ পরে পোলবা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় পড়ুয়ারা।

শিক্ষক দিবসেই পড়ুয়াদের খেতে না দিয়ে অপমান প্রধান শিক্ষকের

আরও পড়ুন: কাঁকসায় আদিবাসী পড়ুয়াদের বিনামূল্যে সাঁওতালি ভাষার পাঠ

প্রধান শিক্ষক পার্থ ঘোষ বলেন, "একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। যারা রান্নার দায়িত্ব ছিলেন তাঁরা সময়ে খাবার তৈরি করে দিতে না পারায় এই ঘটনা ঘটেছে ৷ তবে বিষয়টি আলোচনায় মিটে গিয়েছে।" আলিনগর স্কুল পরিচালন কমিটির সভাপতি তানসেন মণ্ডল বলেন, "আজকের শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়। সে অনুষ্ঠানে যে রকম খাবার তৈরি করার কথা হয়েছিল সেটা সময়ে হয়ে ওঠেনি ৷ যে কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। আমরা সকলে মিলে স্কুলে আলোচনা করে ঠিক করেছি আগামিদিনে এই ধরনের ঘটনা যআতে না -হয় সেদিকে নজর দেওয়া হবে।

পোলবা, 5 সেপ্টেম্বর: ঘটনার সূত্রপাত শিক্ষক দিবসের খাওয়া-দাওয়া নিয়ে ৷ আর তা থেকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা (Students Agitation) ৷ শিক্ষক দিবসের দিন শিক্ষকের এহেন আচরণে হতবাক এলাকাবাসী ৷

সোমবার শিক্ষক দিবস উপলক্ষে মাংস ভাত খাওয়ার ব্যবস্থা করেন প্রধান শিক্ষক (Teacher's day Celebration)। কিন্তু একশোর উপর পড়ুয়াদের খাবার বাকি থাকলেও মাংস শেষ হয়ে যায়। তার থেকে শুরু হয় চেঁচামেচি। প্রধান শিক্ষক পার্থ ঘোষ বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে পড়েন। বাজে ভাষায় অপমান করে ছাত্রছাত্রীদের।

স্কুল থেকে ওই ছাত্রছাত্রীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন শিক্ষক দিবসের দিনই। সেই সঙ্গে স্কুলের এক শিক্ষককেও অপমান করেন প্রধান শিক্ষক। অপমান সহ্য করতে না পেরে স্কুলের বাইরে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা (Students Agitation on Teachers day Celebration)। আলিনগর মোড়ে তারকেশ্বর-হরিপাল রোডে অবরোধ করে। তাতে পরিস্থিতি জটিল হয়ে যায় ৷ পরে পোলবা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় পড়ুয়ারা।

শিক্ষক দিবসেই পড়ুয়াদের খেতে না দিয়ে অপমান প্রধান শিক্ষকের

আরও পড়ুন: কাঁকসায় আদিবাসী পড়ুয়াদের বিনামূল্যে সাঁওতালি ভাষার পাঠ

প্রধান শিক্ষক পার্থ ঘোষ বলেন, "একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। যারা রান্নার দায়িত্ব ছিলেন তাঁরা সময়ে খাবার তৈরি করে দিতে না পারায় এই ঘটনা ঘটেছে ৷ তবে বিষয়টি আলোচনায় মিটে গিয়েছে।" আলিনগর স্কুল পরিচালন কমিটির সভাপতি তানসেন মণ্ডল বলেন, "আজকের শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়। সে অনুষ্ঠানে যে রকম খাবার তৈরি করার কথা হয়েছিল সেটা সময়ে হয়ে ওঠেনি ৷ যে কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। আমরা সকলে মিলে স্কুলে আলোচনা করে ঠিক করেছি আগামিদিনে এই ধরনের ঘটনা যআতে না -হয় সেদিকে নজর দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.