ETV Bharat / state

বিদায়ের বিষাদের মাঝে বোধন, শুরু জগদ্ধাত্রীর কাঠামো পুজো - বড়বাজার ও বোরো কালিতলায় দশমীর সকাল

মাকে নিরঞ্জন দিয়ে এসেই নতুন উদ্য়মে জগদ্ধাত্রীর কাঠামো পুজোয় মাতল চন্দননগরবাসী ৷ গতকাল একইসঙ্গে দুই ছবি উঠে এল চন্দনগরে ৷ একদিকে চলছে দেবীবরণ, সিঁদুর খেলা আর অন্য়দিকে চলছে কাঠামো পুজো ৷

ছবি
author img

By

Published : Oct 9, 2019, 4:47 AM IST

Updated : Oct 9, 2019, 8:03 AM IST

চন্দননগর, 9 অক্টোবর : ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে ৷ মাকে বিদায় দেওয়ার পালা ৷ শরতের আকাশে বাতাসে আগমনির সুরকে যেন এক বিষাদের সুর গ্রাস করেছে ৷ তবে সেই বিষাদের সুরের মাঝেই আবার বেজে উঠেছে বোধনের শঙ্খধ্বনি ৷ গতকাল থেকেই জগদ্ধাত্রীর কাঠামো পুজো শুরু হয়েছে চন্দননগরে ৷

মাকে নিরঞ্জন দিয়ে এসেই নতুন উদ্য়মে জগদ্ধাত্রীর কাঠামো পুজোয় মাতল চন্দননগরবাসী ৷ গতকাল একইসঙ্গে দুই ছবি উঠে এল চন্দনগরে ৷ একদিকে চলছে দেবীবরণ, সিঁদুর খেলা আর অন্য়দিকে চলছে কাঠামো পুজো ৷ এরপর এই কাঠামোয় কাদা, খড় পড়বে ৷ গড়ে উঠবে মায়ের মূর্তি ৷ আবার মাতৃ আরাধনায় মেতে উঠবে চন্দননগরবাসী ৷ আর জগদ্ধাত্রী পুজো মানেই চোখ ধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল মণ্ডপ ৷ কোথাও থিমের কারুকার্য, কোথাও আবার ডাকের সাজে সজ্জিত মা জগদ্ধাত্রীকে দেখতে ভিড় করে দর্শনার্থীরা ৷

image
চলছে খুঁটি পুজো

প্রতিবছরের মতো এবারও বড়বাজার ও বোরো কালিতলায় দশমীর সকাল থেকেই কাঠামো পুজো শুরু হয়েছে । বোরো কালিতলা এবার পঞ্চাশ বছরে পা দিল ।

দেখুন ভিডিয়ো
এই পুজো কমিটির সম্পাদক সবুজ গুপ্ত বলেন, " দশমীর দিন মা চলে যাচ্ছেন কৈলাসে । আজ যদিও বাতাসে বিষাদের সুর, আমাদের আনন্দ আজ থেকেই শুরু । প্রতিবছর দশমীর দিন চন্দননগরে কাঠামো পুজো দিয়ে জগদ্ধাত্রী পুজো শুরু হয় ৷ এবার আমাদের মণ্ডপসজ্জা করবেন শিল্পী গৌরাঙ্গ কুইলা । আমাদের থিম রংয়ের খেলা বোরো কালিতলা । আপনারা দেখছেন, আজকাল চারদিকে মানুষের মধ্যে বিষাদ, স্বার্থপরতা ও হিংসা । এই সব কাটানোর জন্যই আমরা রংয়ের মাধ্যমে মানুষকে রঙিন করতে চাই । সবাইকে পুজো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।"

চন্দননগর, 9 অক্টোবর : ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে ৷ মাকে বিদায় দেওয়ার পালা ৷ শরতের আকাশে বাতাসে আগমনির সুরকে যেন এক বিষাদের সুর গ্রাস করেছে ৷ তবে সেই বিষাদের সুরের মাঝেই আবার বেজে উঠেছে বোধনের শঙ্খধ্বনি ৷ গতকাল থেকেই জগদ্ধাত্রীর কাঠামো পুজো শুরু হয়েছে চন্দননগরে ৷

মাকে নিরঞ্জন দিয়ে এসেই নতুন উদ্য়মে জগদ্ধাত্রীর কাঠামো পুজোয় মাতল চন্দননগরবাসী ৷ গতকাল একইসঙ্গে দুই ছবি উঠে এল চন্দনগরে ৷ একদিকে চলছে দেবীবরণ, সিঁদুর খেলা আর অন্য়দিকে চলছে কাঠামো পুজো ৷ এরপর এই কাঠামোয় কাদা, খড় পড়বে ৷ গড়ে উঠবে মায়ের মূর্তি ৷ আবার মাতৃ আরাধনায় মেতে উঠবে চন্দননগরবাসী ৷ আর জগদ্ধাত্রী পুজো মানেই চোখ ধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল মণ্ডপ ৷ কোথাও থিমের কারুকার্য, কোথাও আবার ডাকের সাজে সজ্জিত মা জগদ্ধাত্রীকে দেখতে ভিড় করে দর্শনার্থীরা ৷

image
চলছে খুঁটি পুজো

প্রতিবছরের মতো এবারও বড়বাজার ও বোরো কালিতলায় দশমীর সকাল থেকেই কাঠামো পুজো শুরু হয়েছে । বোরো কালিতলা এবার পঞ্চাশ বছরে পা দিল ।

দেখুন ভিডিয়ো
এই পুজো কমিটির সম্পাদক সবুজ গুপ্ত বলেন, " দশমীর দিন মা চলে যাচ্ছেন কৈলাসে । আজ যদিও বাতাসে বিষাদের সুর, আমাদের আনন্দ আজ থেকেই শুরু । প্রতিবছর দশমীর দিন চন্দননগরে কাঠামো পুজো দিয়ে জগদ্ধাত্রী পুজো শুরু হয় ৷ এবার আমাদের মণ্ডপসজ্জা করবেন শিল্পী গৌরাঙ্গ কুইলা । আমাদের থিম রংয়ের খেলা বোরো কালিতলা । আপনারা দেখছেন, আজকাল চারদিকে মানুষের মধ্যে বিষাদ, স্বার্থপরতা ও হিংসা । এই সব কাটানোর জন্যই আমরা রংয়ের মাধ্যমে মানুষকে রঙিন করতে চাই । সবাইকে পুজো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।"
Intro:দুর্গার বিসর্জনে সর্বত্র যখন বাতাসে বিষাদের সুর।তখনই জগদ্ধাত্রীর কাঠামো পুজো দিয়ে নতুন উদ্যমে মাতল চন্দননগর বাসী।নভেম্বর মাসের প্রথমেই জগদ্ধাত্রী পুজো শুরু।আর চন্দননগর মানেই লাইট , বিশাল মন্ডপ ও ঢাকের সাজে বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর।চন্দননগরেই একদিকে চলে দুর্গা বরণ সিঁদুর খেলা।আর অন্যদিকে জগদ্ধাত্রীর কাঠামো পুজোর মধ্যে দিয়ে নতুন উদীপনা।বেশ কিছু বারোয়ারি আবার জুবিলী ও গ্লোডেন জুবিলী আছে।প্রত্যেক বারোয়ারি মতোই বড়বাজার ও বোরো কালিতলায় সকাল থেকেই কাঠামো পুজো হয়।বোরো কালিতলা এবারে পঞ্চাশ বছর।

এখানকার সম্পাদক সবুজ গুপ্ত বলেন আজ যদিও বাতাসে বিষাদের সুর দশমীর দিন মা চলে যাচ্ছেন হলে যাচ্ছেন কৈলাসে। আমাদের আনন্দ আজ থেকেই শুরু। প্রত্যেক বছর দশমীর দিন চন্দননগরের কাঠামো পুজো দিয়ে জগদ্ধাত্রী পুজো শুরু হয় এ বছরে আমাদের মণ্ডপসজ্জা করবেন প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইলা। এবারে আমাদের মন্ডপের থিম রংয়ের খেলা বোড় কালিতলা। বর্তমানে আপনারা দেখছেন মানুষের মধ্যে বিষাদ, স্বার্থপরতা ও হিংসা ফুটে উঠছে।এসব গুলো কাটানোর জন্যই আমরা রং এর মাধ্যমে মানুষকে রঙিন করতে চাই। এই জন্যই আমাদের এই থিমের চিন্তাভাবনা।তাই আমরা সবাই কেই চন্দননগর পুজো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।Body:WB_HGL_CHANDANNAGAR JAGDHATRI KATHAMO PUJO_7203418Conclusion:
Last Updated : Oct 9, 2019, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.